শুধু নিজের পকেট ভর্তি করার ধান্দা

in আমার বাংলা ব্লগlast year

hands-1319602_1280.webp

Pixabay

পৃথিবীটা আজ বদলে গেছে। বদলে গেছে পৃথিবীর মানুষগুলো। সকলে শুধু নিজেদের পেট এবং পকেট ভর্তি করায় ধান্দায় আছে।

এদিকে একজন অসহায় মানুষ যে না খেয়ে জীবন যাপন করছে পৃথিবীর মানুষগুলো সেদিকে কোন খেয়াল নাই। একজনের সম্পদ মেরে অন্যজন কোটিপতি হচ্ছে এবং অপরজনকে রাস্তায় বসে না খেয়ে অনাহারে জীবন যাপন করতে হচ্ছে। এটা আবার সৃষ্টিকর্তার কি খেলা এটা বুঝে ওঠার মত ক্ষমতা আমার মত সাধারন মানুষের নাই।

দিনশেষে আমরা সকলেই লোভী। তবে সেই লোভ থাকার একটা লিমিট আছে। আপনি লোভী হতে পারেন তবে একজনের সম্পদ কিংবা একজনের পেটে মেরে কখনোই লোভী হওয়া ঠিক না। একদিক থেকে আপনি টাকার বস্তা পরিপূর্ণ করে সিন্দুকে রেখে দিচ্ছেন এবং সেগুলো ঘূনে খেয়ে নিয়েছে। কিংবা সিন্দুকের ভিতরে টাকাগুলো নষ্ট হচ্ছে অথবা এগুলো যথেষ্ট ব্যবহার না করার কারণে পুরনো এবং অকেজো হয়ে যাচ্ছে

অপরদিকে একটি মানুষ না খেয়ে জীবন যাপন করছে তার কোন খবর নেওয়ার মতো বিন্দুমাত্র এই মানুষ পৃথিবীতে নাই। লোভ আছে এটা মেনে নিতে পারি
। তবে শুধু নিজের পকেট ভর্তি করে মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে নিজের পকেট ভর্তি করে কি লাভ???

png (1).png

man-5794295_1280.webp
Pixabay

আমি জানি আপনি লোভী¿! এবং লোভ থাকা একটা স্বাভাবিক বিষয়। তবে এতটা লোভ থাকা কখয়নোই উচিত নয় যে লোভ থাকার মাধ্যমে সমাজের অন্য মানুষগুলো অনাহারে দিন অতিক্রম করছে।

আমি টিভিতে বেশ কিছু অ্যানিমেশন ভিডিও দেখেছি যেগুলোতে ছোট্ট একটি পাখি অনেক বড় বড় মাছ গিলে খাচ্ছে। অথবা এমন এমন বড় বড় সাপ দেখেছি যে সকল সাপগুলো তাদের নিজেদের ওয়েট অপেক্ষা বড় মাপের খাবার গ্রহণ করে এবং এর ফলে তাদের পেট ফুলে থাকে এবং দিনশেষে তারা আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজেদের জীবন নিয়ে পৃথিবী থেকে চলে যেতে হয়।

ঠিক তেমনি আমি বেশ কিছু মাছরাঙ্গা ভিডিও দেখেছি। সেখানে ছোট্ট একটি মাছরাঙ্গা তার ওয়েট অপেক্ষা অনেক বড় মাছ মুখে নেওয়ার কারণে একসময় তাকে বাধ্য হতে হয়েছে মাছগুলোকে ফেলে দেওয়ার জন্য। কিন্তু কি লাভ এত কষ্ট করে মাছ ধরার এবং অবশেষে সেটি খেতে না পেরে মরে যাওয়ার পর পুনরায় পানিতে ফেলে দেওয়ার??

যদি মাছরাঙ্গাটি ছোট একটি মাছ ধরত এবং তার কষ্ট কম হতো। অপরপক্ষে বড় একটি মাছ ধরার কারণে সে অনেক পরিশ্রম করেছে এবং অনেক কষ্ট করার পরেও সে মাছটি খেতে পারেনি। এবং অবশেষে মাছটি যখন মৃত্যু ঘটে, তাকে পানিতে ফেলে দেওয়া ছাড়া মাছরাঙ্গার কোন আর উপায় ছিল না। একদিকে মাছরাঙ্গা শুধুমাত্র লোভের কারণে মাছ ধরেছিল এবং খেতে না পেরে মাছটি যখন মরে গিয়েছিল তখন সে পুনরায় মাছটি আবার ফেলে দিয়েছিল।।

png (1).png

offering-427297_1280.jpg

Pixabay

ঠিক আমাদের সমাজটাও এমন হয়ে গেছে ইদানিং
। লোভ করছে ঠিক আছে তবে সাধ্যের মধ্যে করা ভালো। মাছরাঙ্গার মত ছোট্ট একটি পেটের জন্য বস্তাবস্থা টাকা শুধুমাত্র সিন্দুকে ভরে সেগুলো নষ্ট করা কিংবা অপচয় করার কোন প্রশ্নই আসে না।

অল্প অল্প অর্থ উপার্জন করার মাধ্যমে নিজের সুন্দর খাবার ব্যবস্থা করা সম্ভব এবং একটি আরামদায়ক জীবন অর্জন করা সম্ভব।

কি দরকার এত টাকা এবং এত লোভের? কোনরকম পেটে খাবার সংগ্রহ করতে পারলে এবং ভালো বিছানায় ঘুমাতে পারলে তো সকল প্রকার সার্থকতা অর্জন করা সম্ভব। তবে কিসের এত অর্থ ইনকামের ধান্দা কিংবা শুধুমাত্র কিসের এত পকেট ভারী করা ধান্দা??

মানুষের সম্পদ আত্মসাৎ করার পূর্বে সেই মানুষের আর্থিক সমস্যা সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা জরুরী। শুধুমাত্র নিজের পকেট ভর্তি করলে কি সব ক্ষেত্রে সার্থকতা লাভ করা যায়? আমার মনে হয় তা কখনো সম্ভব নয়।

কারণ আপনি শুধুমাত্র আপনার লোভে পড়ে পকেট ভর্তি করছেন এবং আপনি তা সমস্ত টুকু ভোগ করতে পারছেন না। দিন শেষে দেখা যাবে আপনার পকেট ভর্তি টাকা গুলো টাকা থেকে যাবে আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন। অথবা যদিও আপনি সেই পকেট ভর্তি টাকা কেটে পরিপূর্ণ করতে চান তাহলে পেটে গোলযোগের কারণে তা বদহজম হয়ে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে।

সুতরাং আমাদের কখনো অতিরিক্ত লোভ কিংবা শুধুমাত্র নিজেদের পকেট ভর্তি করার ধান্দা করলে হবে না। সৃষ্টিকর্তার সৃষ্টি মেরে কখনোই সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না। সুতরাং আমি মনে করি অসহায় মানুষদের অর্থ আত্মসাৎ করে কখনো আপনি সৃষ্টিকর্তাকে পেতে পারেন না
অপরদিকে আপনি যে কারণে পকেট এবং পেট ভরছেন শুধুমাত্র লোভে পড়ে তা একদিন আপনাকেই বড় কোন অ্যানাকন্ডা হয়ে দংশন করবে এটাই সার্থক এবং বাস্তব কথা।

সুতরাং আমাদের সকলের উচিত লোভ পরিহার করা এবং মানুষ হয়ে অবশ্যই প্রতিবেশী এবং সকলের প্রতি নজর দিয়ে সকলে মিলে মিশে একসঙ্গে বসবাস করা। ক্ষণস্থায়ী এই জীবনে আপনি যদি মানুষের সেবা এবং সকলের প্রিয় প্রাপ্ত হয়ে থেকে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন তবেই আপনার স্মরণ সার্থকতা রয়েছে পরকালে।

png (1).png


প্রতিনিয়ত আমার ব্যক্তিগত জীবন এবং আশেপাশের ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে আমি আমার বাংলা ব্লগ পরিবারের কাছে আমার মতামত প্রকাশ করে থাকি। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার মনের অনুভূতিগুলো এবং আকাঙ্ক্ষা গুলো পড়ার জন্য। আশা করছি আমার এই চমৎকার পোস্ট আমাদেরকে আরও একটু মানবিকতা সাহায্য করবে এবং অসহায় মানুষদেরকে ভালবাসতে সাহায্য করবে। সকলে মিলে আমরা যেন এই পৃথিবীতে বসবাস করতে পারি এবং সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারি এই প্রত্যাশাই শেষ করছি আজকের ব্লগিং, ধন্যবাদ সবাইকে।

ezgif.com-video-to-gif (6).gif

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  
 last year 

আসলে এখন পুরো পৃথিবীটাই এমন হয়ে গিয়েছে। কোটি টাকা থাকলেও সে আরো কোটি টাকা ইনকাম করতে চায় কিন্তু রাস্তায় যে অসহায় ব্যক্তিটি পড়ে আছে তাকে দুমুঠো দুবেলা ভাত মুখে তুলে দেওয়ার চিন্তা করে না বরং তাদের থেকে নিয়ে সে আরো ধনী হতে চায়।

 last year 

অবশ্যই আমাদেরকে পরিবর্তন হতে হবে। তা না হলে আমাদের ভেতরে যে মানসিকতা এবং মনুষত্ববোধ তা কখনো পরিবর্তন হবে না।

অবশ্যই অন্যের ক্ষতি করে নিজে কোটিপতি হওয়ার চিন্তা করা মোটেই কাম্য নয়। সব সময় সকলের ভালো দিক বিবেচনা করতে হবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44