DIY - বিশেষ ক্রিসমাস সপ্তাহ - সাবক ডাইনোসর 🦍🦍 এর চিত্র অংকন। ১০% বেনিফিসিয়ারি 🦊 @shy-fox 🦊 কে

in আমার বাংলা ব্লগ3 years ago

20211228_232255.jpg

আসসালামু আলাইকুম।

আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি। সকলে সুস্থ এবং সুন্দর থাকুন এই কামনা করি সবসময়।

best write.png

আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই @amarbanglablog এর ফাউন্ডার @rme দাদাকে 25-31 ডিসেম্বর কে ক্রিসমাস সপ্তাহ হিসেবে DIY প্রজেক্ট ঘোষণা করায়। কেননা এসো নিজে করি প্রজেক্ট এর মাধ্যমে আমরা ও আমাদের সৃজনশীলতা গুলোকে প্রকাশ করতে সক্ষম হব। সুতরাং আমরা আমাদের সৃজনশীলতা গুলো প্রকাশ করার সুবর্ণ সুযোগ হিসেবে আমার বাংলা ব্লগ কে ব্যবহার করতে সক্ষম। সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং ডাইনোসর এর শাবকএর চিত্রাংকন নিয়ে.।

best write.png

প্রয়োজনীয় উপকরণ

খাতা
কলম
মার্কার পেন
রং পেন্সিল
এবং আমার ক্রিয়েটিভ চিন্তা ধারা।


20211228_233657.jpg20211228_233657.jpg
20211228_231251.jpgপ্রয়োজনীয় উপকরন সমুহ

best write.png

কার্যপদ্ধতি।।

20211228_231225.jpg

👍 প্রথমে আমি একটি কলম নিলাম এবং একটি খাতার উপরে ডাইনোসর এর পুরো চিত্র টি অঙ্কন করে নিলাম। অর্থাৎ আমি কলম দিয়ে হালকা কালি ব্যবহার করে এই পদ্ধতি অবলম্বন করে ডাইনোসর এর পুরো বিষয়টি অংকন করার চেষ্টা করলাম। যাতে করে কোনো প্রকার সমস্যা ছাড়াই আমি পুরোটা আগে সবকিছু সুন্দরভাবে মার্কার কলম দিয়ে সুন্দরভাবে আঁকতে পারি।।।

20211228_231308.jpg
এবারে শুরু করলাম আমি মূল কাজ। আমি সুন্দর করে পুরো ডাইনোসর এর চিত্র আঁকার চেষ্টা করব।

আপনারা চাইলে পুরো বিষয়টি সুন্দর ভাবে উপভোগ করতে পারেন।।।

20211228_231324.jpg
আমি প্রথমে নীল কালারের মার্কার পেন দিয়ে ডাইনোসর এর পুরো শরীরের অংশটা রং মাখার চেষ্টা করলাম।।

20211228_231414.jpg
এরপর আমি ডাইনোসরের লেজ এবং পেটের নিচের অংশের রঙ দিলাম। যদিও আকার পর্যায়টি আমি সম্পূর্ণভাবেই তুলে ধরে নি তারপরে রং মাখার পুরো দৃশ্যটা আমি তৈরি করে ফেললাম খুব সুন্দরভাবে।।

20211228_231428.jpg
এবার আমি ডাইনোসর এর চোখ এর দৃশ্য অঙ্কন করলাম। কেননা প্রত্যেকটি প্রাণীকে সৃষ্টিকর্তা পৃথিবীটাকে চোখ দান করেছে। সুতরাং এবার আমি লাল মার্কা পেন ব্যবহার করব। আমি খুব দ্রুত ডাইনোসর এর চোখ অঙ্কন করলাম।।

20211228_231430.jpg

20211228_231442.jpg

ডাইনোসর এর চোখ অংকন করার পর আমি ডাইনোসরের দুইটা শিং তৈরি করার চেষ্টা করলাম। যদিও এটা অনেক বিশাল বড় প্রাণী তারপরে আমি এর ছোট একটা শাবক তৈরি করার চেষ্টা করেছিলাম।

তারপরে পর্যায় গুলো দেখে নিন।।

20211228_231512.jpg

20211228_231430.jpg

20211228_231442.jpg

20211228_231512.jpg

20211228_231531.jpg

20211228_231606.jpg

20211228_231610.jpg

20211228_231717.jpg

বেশ কয়েকটি পর্যায় অতিক্রম করার পর আমি এবার ডাইনোসর এর পুরো বডির ফ্রেম তৈরি করে ফেললাম। বেশ ভালোই দেখাচ্ছিল সেটি আমার কাছেই।

আমি বিভিন্ন রকমের রং ব্যবহার করার চেষ্টা করেছিলাম এবং আমার ডাইনোসরের শাবক যেন দেখতে দৃষ্টিনন্দন হয় সে জন্য বিভিন্ন রকমের রং দেওয়ার চেষ্টা করেছিলাম।

আর এভাবে অনেকখন থাকার পর আমি আমার ডাইনোসর এর পুরো দৃশ্য টি অঙ্কন করে ফেললাম।

20211228_231740.jpg

20211228_231747.jpg

20211228_231755.jpg

20211228_231844.jpg
এবার ডাইনোসরের চলাচলের জন্য একটি সুন্দর রাস্তা নির্মাণ করলাম। যেখানে ডাইনোসর সবুজ ঘাসের উপর দিয়ে চলাচল করছিল। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করার চেষ্টা করছিলাম।

20211228_231941.jpg

20211228_231959.jpg

20211228_232013.jpg

এবারে আমি ডাইনোসর যেখানে চলাচল করে তার পাশে একটি নদী অংকন করলাম।

20211228_232035.jpg
নদীতে নৌকা চলাচলের দৃশ্য অংকন করলাম
20211228_232046.jpg
নদীর গভীরে বেশকিছু মাছের চিত্র অংকন করলাম।

20211228_232053.jpg

20211228_232108.jpg

20211228_232053.jpg

20211228_232108.jpg

20211228_232119.jpg

20211228_232131.jpg

20211228_232154.jpg

মেঠোপথ এবং বনের মধ্যে ডাইনোসর তাছাড়াও নদীতে নৌকা নদীর দৃশ্য অংকন করলাম এবং আমি বেশ কিছু দৃষ্টিনন্দন রং ব্যবহার করলাম।

অবশেষে ছিদ্রের উপর আমার একাউন্টের নাম তুলে ধরলাম।

20211228_232232.jpg

উপস্থাপনায় @steem-for-future 🆔

20211228_233614.jpg20211228_233623.jpg
20211228_233627.jpg20211228_233635.jpg

প্রজেক্ট সম্পর্কে আমার মতামত

অনেক অনেক ধন্যবাদ আমাদের ফাউন্ডার দাদাকে সুন্দর একটি সপ্তাহ কে আগমন ঘটানোর জন্য। মিথিলা তো এমন সৃজনশীলতার প্রকাশ থেকে আমরা অনেক খুশি।

আন্তরিক শুভেচ্ছা সবার জন্য।

cc®

@photoman @shy-fox @amarbanglablog

w3w location code

https://w3w.co/bullion.rocked.devotion

বিশেষ দ্রষ্টব্য

১০০% অরিজিনাল এবং ইউনিক পোস্ট।

অরিজিনাল আর্ট এর একটা ভিডিও

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর করে আর্ট করার চেষ্টা করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আরও বেশি প্রাকটিস করলে আরও বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। তবে যাই হোক ভালোই লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই। চেষ্টা করলে হয়তো আরো সুন্দর করে তৈরি করা সম্ভব। তবে আমিও চেষ্টা করে যাচ্ছে প্রতি মুহূর্তে।

বাকিটা সৃষ্টিকর্তার হাতে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য দেওয়ার জন্য। যেগুলো আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়। শুভেচ্ছা রইলো আপনার প্রতি

 3 years ago 
ভাইয়া আপনার ডাইনোসর আকার প্রচেষ্টা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শাবক ডাইনোসরের এই আপনি আকার চেষ্টা করেছেন এবং তা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করেছেন। আশা করছি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।
 3 years ago 

ভাই আমি তো কোনো প্রফেশনাল আর্টিস্ট নয় তাই ভালো করে চিত্রাংকন করতে পারিনা। তবে প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে সুন্দর কিছু আট আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

সে ক্ষেত্রে অবশ্যই আপনাদের অনুপ্রেরণা মূলক মন্তব্যের প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য এবং ভালো মানের কথাগুলো বলার জন্য।

 3 years ago (edited)

ডাইনোসর দেখলেই আমার ভয় লাগে😬😬😬

আপনি সাবক ডাইনোসর এর দারুন সুন্দর চিত্র অংকন করেছেন ভাই।খুব সুন্দর হয়েছে।বেশ গুছুয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।শুভ কামনা।

অনেক দারুন চেষ্টা করেছেন ভাই চেষ্টা টাই আসল এভাবে আকুন ইনশাআল্লাহ এগিয়ে যাবেন🥰

 3 years ago 

সুন্দর করে চেষ্টা করেছি তুলে ধরার জন্য। যেহেতু ডাইনোসর একটি বিলুপ্ত প্রাণীর সুতরাং ভার্চুয়াল ভাবে একে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে আমাদের সকলকে।

ধন্যবাদ আপনাকে ব্লগ টি ঘুরে দেখার জন্য। অভিনন্দন সব সময়

 3 years ago 

ভাইয়া অসম্ভব সুন্দর হয়েছে শাবক ডাইনোসর এর চিত্র অংকন টি। শাবক ডাইনোসরের চিত্র অঙ্কনের প্রতিটি ধাপের বিবরণ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে ডাইনোসরের বডি কালার করার দৃশ্যটি সবচাইতে বেশি আকর্ষনীয় লেগেছে। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Steem-pet-lovers Invites you join us and let's share and talk about our pets

https://steemit.com/trending/hive-168194

 3 years ago 

চেষ্টা করবো অবশ্যই।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59944.92
ETH 2307.28
USDT 1.00
SBD 2.48