আমার বাংলা ব্লগ, নাটক রিভিউ : প্যাকেজ ট্যুর

in আমার বাংলা ব্লগ4 months ago

Screenshot_20240715_152354_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আপনার সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ পরিবারের মাধ্যমে একটি নাটক রিভিউ করতে চাই। নাটকের নাম প্যাকেজ ট্যুর। চমৎকার এই নাটকটি দেখতে পুরো রিভিউ উপভোগ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। উপভোগ করতে রিভিউ পড়তে থাকুন --👉

নাটকটি সম্পর্কে কিছু তথ্য
নাটকের নামপ্যাকেজ ট্যুর
পরিচালনাজুবায়ের ইবনে বকর
অভিনয়েমারজুক রাসেল , চাষী আলম , অনিক, রাখি চৌধুরী
সময়৪৩ মিনিট
ভাষাবাংলা
চ্যানেলআর টি ভি
কাহিনী সারসংক্ষেপ
Screenshot_20240715_152135_YouTube.jpgScreenshot_20240715_152141_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

নাটকটির শুরুতেই আমরা একটি প্রাইভেট কার এর শোরুমে একজন ভদ্র সেলসম্যান কে দেখি। একজন কাস্টমার ভদ্র সেলসম্যানকে প্রতিনিয়ত বিরক্ত করছিল এবং বিভিন্ন আননোন কালারের গাড়ির মডেল খুলছিল। পরিশেষে ভদ্র সেলসম্যান জানতে পারে ওই ভদ্রলোকের কাছে অর্থাৎ কাস্টমারের কাছে কোন প্রকার টাকা পয়সা নাই এবং সে শুধুমাত্র সেলসম্যানকে বিরক্ত করছিল এবং তা জানতে পেরে সেলসম্যান বিরক্ত হয়ে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করেছিল এবং কাস্টমার শোরুম থেকে পালাতে বাধ্য হয়েছিল।

রাসেল নামক একজন দোকান কর্মচারীর কাছে একই রকমের অবস্থা হয়েছিল। একজন ভুল কাস্টমার এসে প্রতিনিয়ত রাসেলকে তার দোকানে কাজে বিরক্ত করছিল এবং সে ক্ষেত্রে রাসেল লাঠি দিয়ে সেই কাস্টমারকে দোকান থেকে বের করে দিয়েছিল।

Screenshot_20240715_152205_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

এরপর আমরা দ্বিতীয় দৃশ্যপট দেখিয়ে। দ্বিতীয় দৃশ্যপটে চাষী আলম তার গার্লফ্রেন্ডের সাথে প্রেমে আলাপ করছিল। প্রেমে আলাপ করে তারা রাত অতিক্রম করে দিয়েছিল।

Screenshot_20240715_152217_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

এরপর আমরা নাটকের চমৎকার একটি দৃশ্য উপভোগ করি। ওই দুই সেলসম্যান ও শিক্ষিত বেকার যুবক তারা সকলেই ছিল ব্যাচেলার বন্ধু। তারা সকলেই সামান্য বেতনে চাকরি করে এবং একজন বেকার শিক্ষার্থী তারা সকলে মিলে একটি রুমে বসবাস করে। একদিকে তিন মাসের রুম ভাড়া বাকি আছে এবং কোনরকম তাদের সংসার চলছে খুব কষ্টে।

তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছিল তারা কোথাও ঘুরতে বের হবে। এর জন্য তারা রাতে আলাপ করেছিল এবং সকলেই একটি সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল তারা ঘুরতে যাবে।

Screenshot_20240715_152229_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

পরের দিন সকালের কথা। তাদের রুমের বড় ভাই একটি ট্রাভেল এজেন্সির কাছে গিয়েছিল ভ্রমণের কথাবার্তা বলতে। কারণ তারা তিন বন্ধু মিলে ট্রাভেল করবে এবং ট্রাভেল এজেন্সি রয়েছে যারা প্যাকেজ ভাবে ট্যুর করার সুবিধা দিয়ে থাকে। তাই তাদের রুমের বড় ভাই টুর ম্যানেজারের সাথে যোগাযোগ করেছিল।

পরের দিন ব্যাচেলার তিন বন্ধু ট্যুর ম্যানেজারের কক্ষে গিয়েছিল এবং সমস্ত কিছু ফাইনাল করেছিল। তারা ইতিমধ্যে একটি ভ্রমণে যাচ্ছে এবং এটি ছিল একটি প্যাকেজ ভ্রমণ। সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা শুনে বেশ তার আনন্দিত হয়েছিল এবং তারা তাদের ভ্রমণের বিষয়টি কনফার্ম করেছিল। তারা কিছু অর্থ জমা দিয়ে এসেছিল এবং তারা টিকেট গ্রহণ করার পর বাসায় এসেছিল।

Screenshot_20240715_152249_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

বাসায় আসার পর চাষী আলম তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। ইতিপূর্বে রাশিয়ার আলম বেশ আনন্দিত কারণ তারা একটি ভ্রমণ প্রকল্পে যেতে সক্ষম হয়েছে। তাই সে তার বান্ধবীর কাছে একটি ব্যাগ ধার চেয়েছিল এবং তার গার্লফ্রেন্ড অত্যন্ত আনন্দিত ছিল এমন চমৎকার একটি বয়ফ্রেন্ড পেয়ে।

Screenshot_20240715_152301_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

দিনশেষে তিন বন্ধু একটি স্থানে এসে সমবেত হয়েছিল। এরপর তারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা শপিং করবে। তবে তিন বন্ধুর কাছে শপিং করার কোন অর্থ জমা ছিল না। যদি তারা শপিং করে তাহলে তাদের আগামী মাসের খাওয়া-দাওয়া সব কিছু বন্ধ হয়ে যাবে। তবে যেহেতু তারপরেও তারা একটি ভ্রমণে যাচ্ছে তাই তাদের কিছু হালকা শপিং করার প্রয়োজন এবং তারা শপিং করতে বের হয়ে ছিল।

রাস্তার পাশে ভ্যান গাড়িতে কম দামে পোশাক বিক্রি করছিল। পোশাক দেখে তারা তিন বন্ধু গিয়েছিল এবং পোশাক বিক্রেতার সাথে তাদের তুমুল ঝগড়া হয়েছিল এবং তারা সেখানে শপিং না করে বাসায় ফিরে গিয়েছিল।

Screenshot_20240715_152324_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

প্যাকেজ ট্যুর এর আগের রাত। রাত পোহালেই তারা ভ্রমণে যাবে। সে কারণে তারা অনেক বেশি আনন্দিত ছিল এবং তিন বন্ধুর গল্প করছিল এবং পোশাক ভাজ করছিল। তিন বন্ধু মিলে একটি সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল এবং তারা পুরো রাত জেগে থাকবে এবং সকালে ভ্রমণে যাবে এই সিদ্ধান্ত নিয়েছিল।

তবে তাদের মধ্যে একজন বন্ধু ঘুমিয়ে গিয়েছিল এবং সে বলেছিল তারা সময়মতো ঘুম থেকে উঠে পড়বে এবং তারা ভ্রমণে যাবে। এই চিন্তা করে তারা তিন বন্ধু রাত্রে ঘুমিয়ে গেল।

Screenshot_20240715_152318_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট

যেহেতু তারা অনেক রাত্রে ঘুমিয়েছে তাই ঘড়ির কাঁটা খুব দ্রুত ঘুরতে শুরু করলো। তারা ঘুমাচ্ছে এবং অপরদিকে সময় পার হয়ে যাচ্ছে। অবশেষে তারা দুপুর একটাই ঘুম থেকে জেগে ছিল এবং ঘড়ির দিকে তাকিয়ে তারা চিল্লাপাল্লা শুরু করেছিল এবং একে অপরকে দোষারোপ করতে শুরু করেছিল।

কারণ তাদের সকালে আটটায় ট্যুরের সমস্ত কার্যক্রম শুরু হয়েছিল এবং ইতিপূর্বে ম্যানেজার তাদেরকে ৪২ টি কল করেছিল। কিন্তু অতিরিক্ত ঘুমের কারণে কোন বন্ধু কল রিসিভ করতে পারেনি। এবং এখানে নাটকের সমাপ্ত হয়েছিল।

ব্যক্তিগত মতামত

নাটকটির থাম্বেল দেখে যে কেউ আকর্ষিত হতে পারেন। তবে এই নাটকটি আমার কাছে খুব একটা বেশি আনন্দদায়ক ছিল না। শুধুমাত্র নাটকের তিন বন্ধুর জীবন কাহিনী নিয়ে গঠিত। এখানে শিক্ষামূলক কোন কিছু নাই এবং নাটকটি দেখে আমার খুব একটা ভালো লাগেনি।

ব্যক্তিগত রেটিং

১০/৭

নাটকটির লিংক





VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 4 months ago 

ভাইয়া শেষের অংশটি পড়ে ভীষণ মজা পেলাম। সবাই ট্যুর নিয়ে এত চিন্তাভাবনা অথচ কেউই যেতে পারলো না। আসলে আমরা কোথাও যেতে চাইলে তার আগের দিন রাতে এরকম অনেক কিছুই ভাবি। কিন্তু ওরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ওরা এত কথাবার্তা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে আর এতেই আর সকালে ঠিক পায়নি। ভীষণ ভালো লাগলো ভাইয়া আপনার নাটক রিভিউ পড়ে ধন্যবাদ।

 4 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপু পুরো নাটকটি পড়েছেন এবং খুবই চমৎকার একটা মন্তব্য করেছেন। ধন্যবাদ রিভিউ উপভোগ করার জন্য এবং আপনার চমৎকার মন্তব্যের জন্য।

TEAM 5

Congratulations! This post has been upvoted through steemcurator07 We support quality posts, good comments anywhere, and any tags.


SEARCH_team.webp

Curated by : @mikitaly

 4 months ago 

Thanks dear respectfully 💘 @mikitaly madam for your valuable support

 4 months ago 

এরকম অনেক লোকের সঙ্গেই হয়। ঘুমের কারণে কোন কিছুই তাদের হুশ থাকে না। এজন্য এই তিন বন্ধুরও এরকম অবস্থা হলো। দুপুর একটায় ঘুম থেকে উঠে দেখল যে তাদের ট্যুর মিস হয়ে গিয়েছে। নাটকটি বেশ হাসির বানানোর চেষ্টা করেছে মনে হলো। যাই হোক ভালো লাগলো নাটকের রিভিউ পড়ে।

 4 months ago 

খুব হাস্যকর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাইয়া। মাঝে মাঝে রিভিউ পড়লে নাটক দেখার ইচ্ছে হয়। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যিই যে আমার খুব কম নাটক দেখা হয়। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67715.17
ETH 2423.95
USDT 1.00
SBD 2.37