অফিসেই ঘটে গেল মারাত্মক অগ্নি দুর্ঘটনা ,🔥১০% 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

apocalypse-2459465__480.jpg

Src

Steemitlogo.png

আসালামুআলাইকুম। আশাকরি সকলেই সুস্থ সুন্দর এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি সুস্থ এবং ভাল আছি। যাইহোক যদিও ভালো আছি তারপরে মনটা একটু খারাপ।

কেননা সকালবেলা যখন অফিসে গেলাম অফিসে যাবার পর অফিসে যথেষ্ট পরিমাণে কাজ ছিল না সে জন্য প্রায় দুই ঘণ্টার মত বসে ছিলাম। এবং আমাদের অফিসে হঠাৎ করেই এনাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হলো আমাদের অফিসে আজকে খুব বড় একটা বায়ার প্রবেশ করবে। যাই হোক আমরা প্রস্তুতি গ্রহণ করে সবাই বসে ছিলাম। কিন্তু এর বেশ কিছুক্ষণ পর ঘটে বিশাল একটা দুর্ঘটনা।

দেখতে পেলাম অফিসের প্রতিটি মানুষ খুব দ্রুত অফিস থেকে বের হয়ে যাচ্ছে এবং অনেক মানুষের সমাগম অফিসের সমাবেশস্থলে। তাদের সাথে আমিও বাহিরে গেলাম এবং বাহিরে গিয়ে দেখতে পেলাম অফিসের store-এ গোডাউনে আগুন লেগে গিয়েছিল। প্রচন্ড পরিমানে ভয়াবহ আগুন দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং খুব দ্রুত নিরাপদ স্থানে চলে গেলাম।

অপরদিকে যে সকল মানুষ ফায়ার রেস্কিউ এর ট্রেনিং প্রাপ্ত ছিল তারা খুব দ্রুত তাদের কার্যক্রম চালিয়ে দিল। তবে মোট কথা হল আগুন লাগার কিছুক্ষণ পরে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে আমাদের ফ্যাক্টরি রেস্কিউ টিম। যাইহোক অনেক চেষ্টা করে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে অবশেষে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে প্রায় দুই ঘন্টা পরে। যাই হোক এরপর অফিস ছুটি ঘোষণা করা হয় এবং আমরা সকলের বাসায় চলে আসি।।

firefighters-115800__480.jpg

SRC

Steemitlogo.png

আগুন নেভানোর এই কাজে প্রধান গুরুত্বপূর্ণ অবদান রাখে আমাদের অফিসের কিছু রেস্কিউ টিম। যদিও তারা কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত না তার পরে তাদেরকে সামরিক আগুন নেভানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয় যাতে যেকোনো সময় দুর্ঘটনা এড়াতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে হঠাৎ করেই কাল আমাদের অফিসে যখন আগুন লেগে যায় তখন আমাদের অফিসের রেস্কিউ এবং ফায়ার ফাইটার দের গুরুত্বপূর্ণ অবদানের কারণে আমরা হয়তো বা বেচে যাই এবং বেচে যায় আমাদের ফ্যাক্টরির লক্ষ লক্ষ টাকার সম্পদ। সেলুট জানাই সকল অফিসের রেস্কিউ টিম দের যারা তাদের জীবন বাজি রেখে অফিসের গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেছে এবং আগুন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করেছে।

বেশ কিছুক্ষণ পর আমাদের অফিসে একদল ফায়ার সার্ভিস এর কর্মীগণ উপস্থিত হলেন। তারা উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের কার্যক্রম শুরু করে দিল এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টা করার পর অফিসে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হল। তার পরেও একদল অগ্নিনির্বাপক দল ছিল যারা মুখে গ্যাস মাক্স লাগে পুরো ফ্যাক্টরি ভালোভাবে পর্যবেক্ষণ করে রেখেছিল যে কোথাও কোন আগুনের ফুলকি পাওয়া যায় নাকি। যাই হোক তারা পর্যবেক্ষণ সফলতার সাথে করার পর নিশ্চিত করেছে ফ্যাক্টরি সম্পূর্ণরূপে এখন আগুন নিয়ন্ত্রণ।

match-20237__480.jpg

SRC

Steemitlogo.png

আগুনের ব্যবহার শত বছর পূর্বে থেকেই আবিষ্কৃত। সেই পাথরে পাথরে ঘর্ষণের মাধ্যমে আগুনের সৃষ্টি এবং এখন পর্যন্ত মানুষ প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত আগুন এর ব্যবহার করে আসছে। আগুন ছাড়া আমাদের কোনভাবেই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। বিশেষ করে আমাদের খাদ্য কে সঠিক এবং সুন্দর ভাবে তৈরি করার জন্য আগুন গুরুত্বপূর্ণ অবদান রাখে। অর্থাৎ আমাদের যে কোন খাদ্য পাক করার জন্য আগুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও আগুনের ব্যবহার হয় না এমন কোনো বিষয়বস্তু আমাদের জানা নেই। অর্থাৎ আগুন হলো আমাদের নিত্য নতুন জীবনের একটি ব্যবহারযোগ্য জিনিস।

fire-fighting-4495488__480.jpg

Src

Steemitlogo.png

  • যেহেতু আগুন আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সে ক্ষেত্রে অবশ্যই এর সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। অবশ্যই রান্না করার পর চুলায় আগুন নিভিয়ে রাখতে হবে এবং যদি গ্যাস দিয়ে রান্না করি তবে অবশ্যই গ্যাসের সিলিন্ডার বন্ধ করতে হবে।

  • যেকোনো অফিস কিংবা কলকারখানায় কাজ করার সময় সর্তকতা অবলম্বন করতে হবে। আপনি যেখানে কাজ করবেন সেই জায়গা অবশ্যই নিরাপদ এবং অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা থাকতে হবে। থাকতে হবে আগুন নেভানোর জন্য যথেষ্ট পরিমাণে দ্রব্য সামগ্রী।

অবশ্যই আপনাকে আগুন সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান এবং ধারণা রাখতে হবে। আগুন যেমন আমাদের উপকার ঠিক তেমনি এর অপব্যবহার আমাদের জীবনটা কে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। ছারখার করে দিতে পারে আমাদের কোটি কোটি টাকার সম্পদ। সুতরাং অবশ্যই আগুন সম্পর্কে আমাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান এবং এ সর্তকতা অবলম্বন করে এটি ব্যবহার করা উচিত। পরিশেষে বলতে চাই অবশ্যই আগুন এর সঠিক ব্যবহার জানুন এবং সঠিক ব্যবহারের মাধ্যমে আগুনের ক্ষতির দিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন সেই প্রত্যাশা।

Amarbanglablog .png

Discord logo.png

Join us on discord server

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaGZGHykMb9Ly3tnz6Ry5CgD18hg21dpJk2CFBm5Z6kJyeuFD148wXcjBvqAGX...HugJ2J54AbfC7YuBe3dYpJ7DazhXozc73VuoifbNudfwtLhcLWtNfmzi3JdiHv17ptYnn6f8bgsNLoHkz24hf52SoJaWh7HaPPtjW5JJbQGifHZ8VdXxQ4SfkS.png

প্রিয় রেগার্ডস

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328DFY8zLPugDpwFGvym4dAfRTt4PdonDCYst2BLwYRsoMAPKGkfxB1znqMyajMDMkphNDuHm1f1LMrt8XdJdxF3hz4gnho4zeQwaE.png

@steem-for-future

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন যে, আগুন আমাদেরকে যেমনিভাবে উপকার করে তেমনি আমাদের ক্ষতিও করতে পারে। তাই এ সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে আর অবশ্যই আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে।

 2 years ago 

অবশ্যই আমাদের আগুনকে ভালো কাজে ব্যবহার করতে হবে এবং এর সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আপনার প্রতি।

 2 years ago 

প্রথমে বেশ ভয় পেয়েছিলাম আপনিও সেই আগুনের কবলে ছিলেন কিনা 🤔 যাক আশ্বস্ত হলাম আপনি ঠিক আছেন। তবে সত্যিই প্রতিটি অফিসে এরকম রেসকিউ টিম থাকা উচিত তা না হলে বড়সড় বিপদ ঘটতে পারে। যাক আপনাদের এই চমৎকার টীম সবকিছু সামলিয়ে নিয়েছে এটা সবথেকে বড় বিষয়।
ভালো সচেতনতা মূলক পোস্ট ছিলো।

 2 years ago 

সবকিছুই আপনাদের দোয়ায় ভাই। আর হ্যাঁ অবশ্যই আমাদের অফিসের রেস্কিউ টিম খুব কার্যকরী অবদান রেখেছে। এত সুন্দর মন্তব্য করেছেন তার জন্য চির কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো।

 2 years ago 

যাই হোক আপনার কোনো কিছু হয় নি ৷আপনি সুস্থ আছেন এটাই বড় কথা ৷আমাদের সবারি আগুন সম্পর্কে সচেতন থাকা উচিত ৷কারন আগুন যেমন ভালো তেমনি খারাপ ৷অন্য কোনো দূর্ঘটনা হলে কিছু কিছু না বাচবে ৷কিন্তু আগুন লাগলে সবকিছু শেষ করে দিবে এমন কি জীবন টাও চলে যেতে পারে ৷
যাই হোক ধন্যবাদ ভাইয়া আপনার পোষ্টটি পরে আমাদের সর্তক থাকা উচিত ৷

 2 years ago 

দোয়া করবেন ভাই যেন সব সময় সুস্থ থাকতে পারি। তবে আহা আগুন যেমন আমাদের উপকারী ঠিক তেমনি এর অপব্যবহার আমাদের জীবন টাকে ছারখার করে দিতে পারে।

অনেক চমৎকার এবং শুভ কামনা মূলক মন্তব্য দেওয়ার জন্য ভালোবাসা অবিরাম

 2 years ago 

অফিসে ঘটে যাওয়া ঘটনাটি পড়ে অনেক খারাপ লাগলো ভাই। এরকম ঘটনা এখন প্রায়ই ঘটে থাকে। তবে আপনারা সবাই সুস্থ রয়েছেন সবথেকে এটাই বড় কথা।
আপনার এবং আপনাদের সবার জন্য দোয়া করি যেন সব সময় সুস্থ থাকেন

 2 years ago 

সব সময় আপনাদের দোয়ায় এবং আল্লাহ তালার অশেষ রহমত আছে ভাই। সত্যিই এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনায়। ধন্যবাদ অসাধারণ মন্তব্যের জন্য

 2 years ago 

যাক শেষ পর্যন্ত যে কোন প্রাণহানি হয়নি তাতেই আমি খুশি। আপনি নিরাপদে আছেন জেনে ভালো লাগলো। আমাদের দেশের কল-কারখানা ফ্যাক্টরি গুলিতে অগ্নিনির্বাপণের খুব ভালো একটা ব্যবস্থা নেই। তাছাড়া আমাদের দেশের ফায়ার সার্ভিসেরও আধুনিক সরঞ্জাম এর ঘাটতি আছে। যার ফলে মাঝে মাঝেই এত বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাবধানে থাকবেন। চেষ্টা করবেন এই ধরণের সমস্যায় পড়লে দ্রুত অফিস থেকে বের হয়ে যেতে।

 2 years ago (edited)

তবে আমাদের অবশ্যই উচিত নিজেকে আরও সচেতনতার চাদরে জড়িয়ে রাখা। এটা ঠিক কথা যে বড় বড় ফ্যাক্টরি থাকলেও সে সকল ফ্যাক্টরি গুলোতে অগ্নি নির্বাপন যন্ত্রে যথেষ্ট এবং ভালো মানের কোন ব্যবস্থা নাই। সবকিছুই আপনাদের দোয়ায় এবং আল্লাহ তালার অশেষ রহমত ভাই। দোয়া করবেন যেন সব সময় সাবধান এবং সচেতন অবস্থায় নিজেকে কর্মরত অবস্থায় রাখতে পারি।

গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74