শ্রমজীবী মানুষ গুলোকে কোনভাবেই এড়িয়ে যাওয়া যায় না । ১০% @shy-fox কে

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

সবাইকে শুভ সকাল এবং আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলেই সুস্থ ও ভালো এবং সুন্দর থাকুন প্রতিনিয়ত সেই কামনা করি।

আমি আজকে আপনাদের সামনে আবারো উপস্থিত হয়ে গেলাম আমাদের জীবনের কিছু অসাধারণ বিষয় নিয়ে। আসলে আমরা প্রতিনিয়ত আমাদের জীবন সংগ্রাম কে চালিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কাজ করে থাকে। যে কাজগুলো আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে এবং আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রতিনিয়ত আমাদের এই কাজগুলোকে অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে সকল কাজগুলো করে থাকে এগুলো আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সেই সকল কাজের মাধ্যমেই আমাদের জীবনের সূচনা।

তাই আমি প্রতিনিয়ত ও শ্রমজীবী মানুষ গুলো সম্পর্কে লিখতে এবং আপনাদেরকে জানাতে ভালোবাসি। কেননা জীবনে প্রত্তেক মানুষ কোনো না কোনো জীবন যোদ্ধা। সুতরাং আমি একজন জীবন যোদ্ধা হিসেবে আপনাদের সামনে সব সময় তুলে ধরতে চাই আমাদের সমাজের কিছু জীবন যোদ্ধাদের। যদিও এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এর আগে আরো বেশ কয়েকটি পোস্ট করেছি তারপরেও আসলে আমার এই সকল বিষয়গুলো নির্বাচন করতে খুবই ভালো লাগে। তাই প্রতিনিয়ত আপনাদের সামনে জীবন যোদ্ধাদের গল্প শোনাতে ভালোবাসি এবং চলে আসি।

ঠিক আজকেও আপনাদের সামনে কিছু শ্রমজীবী মানুষ সম্পর্কে বলার চেষ্টা করব।।
20220124_151056.jpg

20220124_151111.jpg

20220124_151018.jpg

DeviceSamsung galaxy f22
Locationw3w here

আমাদের সমাজে শত শত শ্রমজীবী মানুষ রয়েছে। তার মধ্যে সর্বোত্তম এবং অনেক পরিশ্রমী এবং দৃষ্টান্তমূলক উদাহরণ হল রাজমিস্ত্রি।
এই সকল রাজমিস্ত্রি গুলো তারা আমাদেরকে ঘর নির্মাণে সাহায্য করে এবং আমাদেরকে সুন্দর বাসা তৈরি করিয়ে দেয়। আমাদের কষ্ট করা অর্থ গুলোর মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখি অর্থাৎ আমরা যে ঘরে থাকার চেষ্টা করি সেই ঘর গুলো তৈরি করে দেয় এই সকল রাজমিস্ত্রি । অর্থাৎ আমাদের সারা জীবনের তৈরি করা স্বপ্নগুলো এই রাজমিস্ত্রি পূরণ করে দেয় তাদের মনের মত করে এবং আমাদের মনে সাথে সামঞ্জস্য রেখে।

আমি যখন জরুরী একটা কাজ এ শহরে গিয়েছিলাম তখন দেখতে পেলাম একজন রাজমিস্ত্রি রাস্তার ড্রোন তৈরিতে কাজ করছে। আসলে বলতে গেলে এই কাজটা কিন্তু অনেক পরিশ্রমের এবং অনেক কঠিন। হয়তো আপনি দেখলে এই রাজমিস্ত্রি কে অবহেলা করবেন যে, কি নোংরা জায়গায় ড্রেন করার জন্য সে কাজ করছে। তবে আমরা প্রতিনিয়ত আমাদের পরিবেশ দূষণ রোধ থেকে এই ড্রোনগুলো ব্যবহার করতে পারি এবং আমাদের অপচয় করা পানিগুলো এই ড্রেন দিয়ে পারাপার করার জন্য এ রাজমিস্ত্রি গুলো প্রতিনিয়ত। সুতরাং অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের স্বপ্ন তৈরি করছে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।।

20220310_093202.jpg

PhotographySamsung galaxy f22
W3Wlocation code

একজন রিস্কা চালক কে নিয়ে আর কি বলব? রোদ গরম জল বৃষ্টি বর্ষা সকল ঋতুতেই এই রিক্সা চালক গুলো আমাদেরকে সাহায্য করে আসছে প্রতিনিয়ত। সময়মতো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে তাদের কোনো জুড়ি নেই। রোদ হোক কিংবা ঝড় হোক। তাদের যাত্রা থেমে নেই কোন খানে। কেননা এটাই তাদের নিশা এবং এটাই তাদের পেশা। এখান থেকেই তাদের জীবন গড়ার ঘোষণা। সুতরাং আমাদের জীবনকে আরও একধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের সময়গুলোকে সাশ্রয় করার জন্য প্রতিটি রিক্সাওয়ালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এরা জীবন যোদ্ধাদের সর্বোত্তম কাতারে বিরাজ করে। সকলের কাছে লোকদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।।
20220127_110758.jpg

DeviceSamsung galaxy f22
W3Ww3w location code

এইগুলো হচ্ছে মালবাহী রিসকা গাড়ি। আপনি এক মাসের বাজার করেছেন কিংবা আপনার বাড়িতে কোন আসবাবপত্র ক্রয় করেছেন। তবে সে ক্ষেত্রে আপনি কোনোভাবেই আপনার আসবাবপত্রগুলো বাড়িতে আনতে পারবেন না যতক্ষন পর্যন্ত না আপনি একজন মালবাহী গাড়ি ঠিক না করবেন। সুতরাং এই সকল স্পেশাল গুলো কিন্তু আমাদের অনেক উপকারে আসে এবং সেখান থেকে আমরা অনেক সুযোগ পেয়ে থাকি।
20220124_150258.jpg

20220124_150234.jpg

PhotographySamsung galaxy f22
W3Wlocation code

ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যখন আমি চৌরাস্তা থাকি তখন দেখতে পেলাম রাস্তার কাজ হচ্ছিল। একজন রাজমিস্ত্রি তার জীবনের ঝুঁকি নিয়ে অনেক বড় বিল্ডিং এর উপরে উঠে প্রতিনিয়ত কাজ করে।

এই সকল কাজ গুলো সত্যি অনেক ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে তারা তাদের জীবনকে বাজি রাখতে সক্ষম। নেই কোনো সেফটি বেল্ট কিংবা নেই কোনো সেফটি সমাধান। তার পরেও তারা তাদের কাজের গতিকে বৃদ্ধি করছে শুধু পরিবেশকে সুন্দর এবং সমৃদ্ধ করতে।

সুতরাং এই সকল মানুষগুলোর প্রতি সব সময় আমরা অনেক অনেক কৃতজ্ঞ। কেননা সমাজের এই বিভিন্ন পেশার মানুষ গুলো আমাদের জীবনকে আরও উন্নত এবং সমৃদ্ধ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যেখান থেকে তারা তাদের জীবন চালিয়ে নিচ্ছে এবং আমরা বিশেষভাবে সুবিধা নিশ্চিত করছি। তবে এক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত সমাজের বিভিন্ন পেশার মানুষ গুলোর প্রতি সম্মান পোষণ করা। সে সকল মানুষগুলো অর্থাৎ বিভিন্ন পেশার মানুষ যদি আমাদের সমাজে না থাকতো তাহলে হয়তো আমাদের জীবন যাত্রার মান অনেক কঠিন হয়ে যেত এবং আমরা সমাজে স্বাধীনভাবে এবং সুন্দরভাবে চলাচল করতে পারতাম না। সুতরাং সেলুট জানাই সকল পেশার মানুষ গুলোর প্রতি।।

রেগাডস

@steem-for-future
png_20220130_135916_0000.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz5aFAMaDbxg5YwoHFVudQee43aS2gXDSpdMX6MycEUQuzYPaq3gHtAvnxN3MF2CuG3D2Sc4wQ.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9hrmo7HHjXhuejr1qDohdtJQsmCmKhy9HuRvHqMTJSKWVbMc2A7WQYb5wESGLzw3vN3PgJA2J.png

জয়েন করুন আমাদের সাথে Discord server here

Sort:  

দায়িত্ব এমন একটা জিনিস যা কারণে মানুষ সব কিছুই করতে পারে। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের সুখ স্বাচ্ছন্দ কে বিলিয়ে দিতে কিছু ঘটেনা। আপনি অনেক সুন্দর ভাবে শ্রমজীবী মানুষের বর্ণনা করেছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমাদের প্রত্যেক শ্রমজীবী মানুষ গুলোর প্রতি শ্রদ্ধা অর্পন করা প্রয়োজন। কেননা এ সকল শ্রমজীবী মানুষ গুলো আমাদের জীবনকে অনেক অনেক শাসন দমন করে তুলেছে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ব্লগটি ভিজিট করার জন্য।

ভাইয়া আপনার পোস্ট পড়ে আমার অনেক ভাল লাগল। দৈনন্দিন জীবনের কর্মমুখর মানুষগুলোর প্রতিচ্ছবি আপনার পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।খুবই সুন্দর কথা বলেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞

 2 years ago 

আসলে এসকল মানুষগুলোকে আমাদের সবসময় স্যালুট এবং সম্মান করা প্রয়োজন। এসকল কর্মজীবী মানুষ গুলোর প্রতি আমরা চির কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ ব্লগটি ভিজিট করার জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33