সুখী যদি হতে চাও !!!

in আমার বাংলা ব্লগlast year

photo-1609473295863-2d9299af71d4.jpeg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো আমার বাংলা ব্লগ কমিউনিটি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তা আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভাল আছি।

আমরা প্রতিনিয়ত সকলের ভালো থাকতে চাই। তবে ভালো থাকার জন্য আমাদের অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় এবং আমাদেরকে বেশ পরিশ্রম করতে হয়।

ভালো থাকা মানে শুধুমাত্র কোটিপতি অর্থ সম্পদ এর মালিক হবার অর্থ বোঝায় না।

আপনি যদি সত্যিকার অর্থে ভালো থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রতিনিয়ত বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে এবং বেশ কিছু দিক যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি ভালো থাকতে পারেন।

আপনি যে কোন খাবার খেয়ে যদি হজম করতে পারেন এবং রাতে যদি আপনি ভালো ঘুম হয় তাহলে আপনি একজন প্রকৃত সুখী মানুষ। কারণ এই দুইটি জিনিসের মধ্যে সবথেকে সৃষ্টিকর্তা বড় নেয়ামত রেখে দিয়েছেন।
রাতে গভীর ঘুম এবং যেকোনো খাদ্য খেয়ে হজম করার সক্ষমতা এবং আপনার যদি শরীর সুস্থ থাকে তবে আপনার থেকে পৃথিবীতে আর সুখী মানুষ কে বা আছে??

photo-1549633030-89d0743bad01.jpeg

মাঝে মাঝে আমরা শুধুমাত্র মনে করে থাকি সুখী হতে হলে আমাদের কোটি কোটি অর্থের প্রয়োজন। তবে এই কথাটি একদম ভুল।

বিশেষ করে একজন কোটিপতি অথবা অনেক ধনী পরিবারের মানুষের ভেতরে অনেক অশান্তি বিরাজ করে। প্রথমত তার অর্থ গুলো কিভাবে নিরাপত্তা দেওয়া যায় এবং তার সমস্ত বিষয় সম্পত্তি যেন কোনোভাবেই হারিয়ে না যায় সে চিন্তায় তার রাতে ঘুম আসে না। দিনের পর দিন ওষুধ খাওয়ানো হয় এবং এভাবে রাতে সে শুধুমাত্র কয়েক ঘণ্টার জন্য ঘুমোতে পারে।

অপর পক্ষে খাদ্য খাওয়ার বিষয়ে তাকে বিভিন্ন রকমের দিকনির্দেশনা মেনে চলতে হয়্।

যেমন বেশি মিষ্টি জাতীয় খাদ্য পরিহার করা তৈলাক্ত খাবার সকল প্রকার সর্দি জাতীয় খাদ্য এবং এমনকি আরো হাজারো হাজারো খাদ্য রয়েছে আপনি সেই সকল খাদ্যগুলো গ্রহণ করতে পারবেন না।

অপচককে তারা সবসময়ই এয়ারকন্ডিশনার এর ভেতরে থাকার কারণে তাদের শরীরের বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার ফলে সামান্য পরিবর্তন হলে নান াদির সমস্যায়িত হতে হয়।

অর্থাৎ আপনি যদি কোটি কোটি অর্থের মালিক হন এবং উপরোক্ত সমস্যার সম্মুখীন হন তাহলে আপনি প্রকৃত সুখী মানুষ না। সুখী মানুষ অনুসন্ধান করলে আপনি বুঝতে পারবেন সমস্ত খাবার খেয়ে অর্জন করার সক্ষমতা এবং রাতে গভীর ঘুমকেই বোঝানো হয়।

শুধু শুধু কোটি কোটি অর্থ সম্পদ আয়ততো করলেই প্রকৃত সুখী হওয়া যায় না। সুখী মানুষ হতে হলে অবশ্যই সেই সম্পদ গুলো ভোগ করার সক্ষমতা থাকা চাই।

photo-1517960413843-0aee8e2b3285.jpeg

কোটি কোটি অর্থ সম্পদ আয়ত্ত করেছেন। অথচ রাতে ঘুমোতে পারছেন না বিভিন্ন টেনশন চিন্তাই। ভালো ভালো খাদ্যগুলো আপনাকে পরিহার করে চলতে হয়। আপনার শরীরে বাসা বেধেছে বিভিন্ন ধরনের রোগ। যার ফলে প্রতিনিয়ত আপনাকে ডাক্তার ের শরণাপন্ন হতে হয় এবং বিভিন্ন চিকিৎসা গ্রহণ করতে হয়। রাতে ভাল ঘুমাতে পারছেন না এবং ইচ্ছে মত খাদ্য গ্রহণ করতে পারছেন না সে ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি আপনি কখনোই একজন সুখী মানুষ না।

আমি বলতে চাই পৃথিবীতে তারাই সুখী মানুষ যারা সকল প্রকার খাদ্য গ্রহণ করতে পারে এবং যাদের স্বাস্থ্য ভালো এবং নিরোগ মুক্ত এবং যারা রাতে গভীরভাবে ঘুমায়।

দিনে সামান্য অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করার জন্য এবং তাই দিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন অতিক্রম করে। সন্ধ্যা হলেই কোন ঘুমের ওষুধ ছাড়াই যখন গভীরভাবে ঘুমায় এবং সমস্ত খাদ্য খেয়ে সেগুলো হজম করা সক্ষমতা রাখে প্রকৃতপক্ষে তারাই সমাজের সুখী মানুষ বলে আমি মনে করি।

আপনি সুখী মানুষ বলতে কি বোঝেন এবং সমাজে কাদেরকে সুখী মানুষ মনে করেন অবশ্যই জানাতে ভুলবেন না। পুরো ব্লগ পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ভাই আপনার লেখার বিষয়বস্তুগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আপনি লেখার মাঝে কিছু চমৎকার কথা তুলে ধরেছেন। আসলে মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সুস্থ সবল দেহ। টাকা পয়সা থাকলেও যদি শরীর সুস্থ না থাকে তাহলে সেই সুস্থতার কোন মানেই হয় না। আরে সুস্থ থাকার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত। এগুলো যদি আমরা সঠিকভাবে মানতে পারি তাহলে আমরা সুখী হতে পারবো।

Posted using SteemPro Mobile

 last year 

একদম ঠিক কথা বলেছেন আপনি। এবং আমার সাথে সহমত পোষণ করার জন্য আন্তরিক ধন্যবাদ। বিন্দুমাত্র উপকৃত হলে লেখা সার্থকতা পাবে।

 last year 

অর্থ দিয়ে যদি সকল সুখ পাওয়া যেত তাহলে তো সব থেকে বেশি বড়লোকরাই সুখী হতো। কিন্তু দেখা যায় যে দিনশেষে তারাই সবথেকে বেশি অসুখী। ঠিকই বলেছেন ভাইয়া যারা সুস্বাস্থ্য নিয়ে রাতে নিশ্চিত ঘুমাতে পারে তারাই প্রকৃত সুখী। টাকার পাহাড় যত বেশি তাদের ঘুমের সমস্যা তত বেশি। খুব সুন্দরভাবে বিষয়টি গুছিয়ে লিখেছেন। তাছাড়া অনেকদিন পর আপনার পোস্ট দেখে ভালো লাগলো।

 last year 

আপনের একটা কথা আমার বেশ ভালো লেগেছে আর তা হলো ধনীরা কখনো বেশি সুখী হতে পারেনা। আর এখান থেকে আমরা বুঝতে পারি অর্থ থাকলেই সুখী হওয়া যায় না।

বেশ চমৎকার মন্তব্য করেছেন

 last year 

অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে অর্থ থাকলেই কখনো সুখী হওয়া সম্ভব হয় না। যাদের অর্থ রয়েছে তারা বিভিন্ন টেনশনে ঘুমাতে পারে না যার কারণে ঘুমের ওষুধ খায়। অন্যদিকে যারা দিনে এনে দিনে খায় তারা গভীরভাবে ঘুমাতে পারে। এটা কিন্তু একেবারে সত্যি কথা। আসলে সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনি যে নিয়মগুলো বললেন সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে প্রকৃত সুখী হতে পারব।

 last year 

সহমত দেওয়ার জন্য ধন্যবাদ। খাইতে পারলে এবং রাতে ঘুমাতে পারলেই প্রকৃত সুখী মানুষ।
আসলে সুখ হলো আত্মার প্রশান্তি।
আত্মা শান্তি তো দুনিয়া শান্তি

 last year 

সুখি হওয়ার মূলমন্ত্র আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আসলেই টাকা থাকলেই সুখি হওয়া যায় না। যার শরীরে সুখ আছে সে নিশ্চিতে ঘুমাতে পারে।আর যার হজম করার ক্ষমতা আছে তারই তো খাওয়ার মাঝে আনন্দ আছে।তাই সুখি হওয়ার মূলমন্ত্র জানতে হবে।

 last year 

লেখার থেকে সুন্দর করে আপনি মন্তব্য করেছেন
। আমি যতটুকু ব্লগ তৈরি করে লিখেছি তার থেকে ভালো মানের মন্তব্য দিয়েছেন।

অনুপ্রাণিত হলাম এবং খুবই খুশি হলাম

 last year 

অর্থ সকল সুখ নয়।সুখী আসলে তারাই, যারা মনের দিক থেকে সুখী।টাকা পয়সা আর্থিক স্বচ্ছতা দিলেও মানসিক স্বস্তি কখনও দেয় না।যারা দিন আনে দিন খায় তারাই মূলত সুখী। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় নিয়ে ব্লগ শেয়ার করার জন্য।

 last year 

প্রথমে শুভেচ্ছা।
আসলে আমাদের সুখের জন্য মনের প্রশান্তি তাই বড়। অর্থ কখনো আমাদেরকে সুখী করতে পারে না, এই বিষয় নিয়ে ব্লগ করার জন্য এবং চমৎকার মন্তব্য করে আমাকে লেখার প্রতি আরো অনুপ্রাণিত করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

 last year (edited)

সুখী মানুষের সংজ্ঞা খুব একটা জানা নেই ভাইয়া। সুখ নামক শব্দটিকে মাঝে মাঝে বিলাসিতা মনে হয়। আসলে সুখ নামক শব্দটি বড়ই অদ্ভুত। কখনো আমরা অর্থ দিয়ে সুখ কেনার চেষ্টা করি কখনো বা একটুখানি ভালো থাকার চেষ্টা করি। হয়তো এই ক্ষুদ্র জীবনে কতটুকু ভালো থাকি সেটা নিজেও জানিনা। ভাইয়া আপনার লেখাগুলো কিন্তু দারুণ ছিল।

 last year 

আসলে আপু সুখের কোন সংজ্ঞা নেই এটা বাস্তব। তবে একটি বিষয় হলো আমরাও যে অর্থ দিয়ে সুখ কেনার চেষ্টা করি এটি নিতান্তই ভুল

কারণ অর্থ দিয়ে কখনোই সুখ শান্তি কেনা সম্ভব না। সুখ এবং শান্তি মনের পরিতৃপ্ত আত্মা থেকে আসে। যা কখনোই অর্থ দিয়ে কেনা সম্ভব না।

 last year 

আসলে সুখী হওয়ার জন্য কোন কিছুরই প্রয়োজন হয় না। আসলে অর্থ কখনো সুখের মূল কারণ হতে পারে না। অর্থ না থাকলেও সুখী হওয়া আরও বেশি সম্ভব। যারা দিনে দিনে খায়, যারা গভীরভাবে আশ্চর্য থাকে তারাই সুখী হতে পারে। কিন্তু যাদের অনেক অর্থ রয়েছে তারা সেজন্য ঘুমাতে পারে না, তাই তারা ভালোভাবে সুখে থাকতে পারে না। গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আপনার পোস্ট।

 last year 

সহমত প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ। যা আমার অনুপ্রেরণা কে বাড়িয়ে তুলে এবং নতুন পোস্ট লেখার জন্য আগ্রহ তৈরি করে।

আপনারা পাশে আছেন বলেই এবং সৃষ্টিকর্তার সহানুভূতি আছে বলেই এখনো আপনাদের সঙ্গে চলছে।

বহমান থাক আমাদের পথ চলা
ভালোবাসা অবিরাম

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66914.48
ETH 3341.32
USDT 1.00
SBD 2.72