বাংলাদেশের সোনালী ফসল পাট

in আমার বাংলা ব্লগ3 years ago

পাট এবং আমাদের বাংলাদেশ

পাট বাংলাদেশের সোনালী ফসল। পাটকে বাংলাদেশের সোনালী ফসল হিসেবে আখ্যায়িত করা হয়।বাংলাদেশের যে সকল ফসলগুলো উৎপন্ন করা হয় তার মধ্যে পাট হলো অন্যতম।

বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কিভাবে পাঠ চাষ করা হয় এবং প্রতিটি পর্যায়ে কিভাবে শেষ করা হয়।চলো শুরু করা যাক পাঠ সম্পর্কে আমার আজকের ব্লগিং

ধাপ গুলো পর্যায় ক্রমে দেওয়া হল

  • পাট আমাদের বাংলাদেশের প্রধান ফসল। বিশেষ করে বর্ষাকালে পাটের চাষ করা হয়।প্রথমে জমি চাষ করা হয় এবং জমি চাষ করার পর আগাছা মুক্ত করে পাটের বীজ বপন করা হয়।পাটের বীজ বপন করার পর কিছুদিন পরপর শেষ দিতে হয় এবং দুই থেকে তিনদিনের মধ্যেই পাটের বীজ গুলো তাদের ছোট ছোট চারা গুলো ছেড়ে দেয়।এরপর নিড়ানি দিতে হয় এবং আগাছামুক্ত করতে হয় এবং উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশনা মেনে সার-কীটনাশক এবং শেষ দিয়ে পাট গুলো বড় করতে হয়।
    20210722_115338.jpg

পূর্বের ব্লগিং এ ব্যবহৃত ফটো @steem-for-future

  • পাট গুলো যখন বড় হয়ে যায় তখন কৃষক তাদের কাচি দ্বারা এসব কাজগুলো কেটে ফেলে এবং তাদের জমিতে সব পথ গুলো রেখে দেয়। এসব পার্ট গুলো রেখে দেওয়ার পর যখন পাঠগুলো পাতা জমিতে পড়ে যায় তখন পুনরায় এগুলো আঁটি বেঁধে কোন খাল বিল অথবা পুকুরে নিয়ে যাওয়া হয়
    20210727_124739.jpg

20210727_124734.jpg
এবার পার্টগুলো খালে নিয়ে যে ডুবানোর পালা শেষ করতে হবে
20210722_115253.jpg

  • পাট গুলো 15 থেকে 20 দিন পানির নিচে ডুবে রাখা হয়। যখন পার্টগুলো 15 থেকে 20 দিন পানির নিচে ডুবে রাখা হয় তখন এই পার্টগুলো পৌঁছে যায়। পৌঁছে যায় নির্দিষ্ট সীমা নাই।পাট গুলো যখন যাক দেওয়া শেষ হয়ে যায় তখন এই পাট গুলোকে কৃষক এর মাধ্যমে পাট খড়ি এবং সোনালী আঁশ গুলোকে আলাদা করা হয়।
    20210722_115301.jpg

কৃষক পাট খড়ি থেকে পার্ট গুলো আলাদা করছে। ফটোগ্রাফি টি আগের ব্লগিংয়ে দেওয়া হয়েছে @steem-for-future

20210727_124803.jpg

এবার পার্টগুলো শুকানোর জন্য বাড়িতে নিয়ে আসা হয় এবং পাট খড়ি গুলোকে নিয়ে আসা হয় রান্নার কাজে ব্যবহার করার জন্য। পাট গুলোকে দুই থেকে তিন দিন রোদে শুকানো হয় এবং তারপর বিক্রির জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়!!!

আর এভাবেই বাংলাদেশের অর্থকারী ফ্শন এবং সোনালী আঁশ হিসেবে পাটের ব্যাপক খ্যাতি অর্জন আমাদের দেশে।।

বাংলাদেশ কৃষিজীবী দেশ। এই দেশে প্রধান অর্থকরী ফসল গুলো এর মধ্যে অন্যতম হল পাট। পাটের তৈরি বিভিন্ন তৈজসপত্র এবং পোশাক আমরা ব্যবহার করে থাকি।সুতরাং এক্ষেত্রে আমাদের প্রতিটি শ্রমজীবী মানুষ গুলোকে ভালোবাসা দরকার এবং সম্মান করা দরকার তাদের শ্রম গুলোকে

এটা আমার অরিজিনাল কন্টেন

  • এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ*

cc

@rme @photoman @amarbanglablog

Sort:  
 3 years ago 

ধন্যবাদ বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরেছেন এ জন্য ধন্যবাদ আপনেকে।

 3 years ago 

শুভ সকাল

সকাল সকাল সুন্দর একটি মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য

 3 years ago 

শুভ কামনা সব সময়।

 3 years ago 

👍❣️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67975.29
ETH 3240.67
USDT 1.00
SBD 2.66