কথা বলার দৃষ্টিভঙ্গি বদলান ‌।১০% 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো @amarbanglablog

আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলেই সুস্থ সুন্দর এবং ভাল থাকুন এই কামনা করি সব সময় এবং সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি। সকলের প্রতি শুভকামনা শুভেচ্ছা এবং অনেক অনেক ভালবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। আমি আজকে আপনাদের সামনে আমাদের জীবনের বেশ কিছু একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলার চেষ্টা করব। আমি আজ আপনাদের সামনে আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আর তা হলো কথা বলার দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। আশা করছি সকলেই ব্লগ বোঝার চেষ্টা করবেন।

loudspeaker-1459128__480.webp
Src

সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য মুখ দিয়েছেন। আমাদের মুখ এর মাধ্যমে আমরা একে অপরের সাথে ভাব বিনিময় করি এবং আমাদের ভাবের আদান-প্রদান। আমাদের ভাবের আদান-প্রদান বলতে আমরা কথার মাধ্যমে আমাদের মনের কথাগুলো অন্য ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে থাকি। পৃথিবীতে সবথেকে যোগাযোগের একমাত্র এবং অন্যতম মাধ্যম হিসেবে আমরা মুখ ব্যবহার করে থাকি। যদিও এই বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীতে প্রচুর পরিমাণে যোগাযোগের মাধ্যম থাকলেও কথা হলো সর্বপ্রথম এবং সর্ব প্রধান মাধ্যম। যার মাধ্যমে আমরা একে অপরের সাথে ভাব বিনিময় এবং আমাদের ভাবের আদান-প্রদান করে থাকি। অর্থাৎ কথার মাধ্যমে আমরা একে অপরের সাথে আমাদের মনের আবেগ অনুভূতি এবং ভালবাসা গুলো প্রকাশ করতে পারি।।

Akash2.png

tin-can-238488__480.webp
Src

যেহেতু কথার মাধ্যম দিয়ে আমরা একে অপরের সাথে আমাদের মনের ভাব প্রকাশ করি সেকারনে অবশ্যই কথা বলার বিষয় আমাদের অবশ্য সর্তকতা অবলম্বন করা দরকার। কথা বলার ক্ষেত্রে অবশ্যই আমাদের তাড়াহুড়ো করা উচিত নয় কিংবা অযথা বাক্য বলে কাউকে বিরক্ত করা উচিত হবে না। কথা বলার সময় অবশ্যই আমাদের নিজেকে কন্ট্রোল এবং বাক্যের সামঞ্জস্যতা বজায় রেখে কথা বলতে হবে।

কথা যেখানে আমাদের মনের ভাব প্রকাশ করতে গুরুত্বপূর্ণ এবং একমাত্র অবলম্বন সেক্ষেত্রে অবশ্যই কাউকে কটু কথা বলা ঠিক না। কথা অযথাই বলে কাউকে বিরক্ত কিংবা জোরে জোরে কথা বলে শব্দ দূষণ করা ঠিক হবে না।।

Akash2.png

listen-1702648__480.jpg
Src

কথা বলার সময় অবশ্যই আপনার ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। ভদ্রতা বজায় রাখার পরে আপনি যদি কথা বলতে পারেন তবেই আপনি একজন ভালো স্পিকার হতে। ভালো স্পিকার ছাড়া আপনি কখনোই আপনার শ্রোতাদের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করতে পারেন না। আপনার সব সময় উচিত হবে কথার মধ্যে মিষ্টি ভদ্রতা বজায় রেখে কথা বলা যেখান থেকে আপনার অডিয়েন্স রা আপনার প্রতি মুগ্ধ হবে।

কথা যদি বলতেই হয় তবে অবশ্যই ভদ্রতা এবং অন্যের দৃষ্টি আকর্ষিত হয় এমন অবস্থায় কথা বলতে থাকুন। যারা বেশি কথা বলে তাদেরকে আমরা সমাজে বাচাল বলে আখ্যায়িত করে। সুতরাং এমন অবস্থায় কখনোই আমাদের উচিত হবে না জোরে জোরে চিৎকার করে কথা বলা কিংবা অভদ্র ভাবে কথা বলা। কথা বলার সময় অবশ্যই আমাদের বাক্যের সঠিক প্রয়োগ এবং শুদ্ধভাবে সুন্দর করে কথা বলতে হবে।

Akash2.png

conversation-799448__480.webp

Scr

women-1586480__480.jpg

Src

যেকোনো কথা বলার পূর্বে আপনাকে অবশ্যই সেই বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। যে বিষয়ে আপনি জানেন না সে বিষয়ে কখনোই অন্য কোন মানুষের সাথে তর্ক করতে যাবেন না। যদি কথার মাঝে কোন ভুল হয়ে থাকে তবে অবশ্যই দুঃখিত বলা উচিত। অযথা নিজেকে পন্ডিত মনে করে ভুল স্বীকার না করে তর্ক করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। কথা কম বলে বোঝার চেষ্টা করা এবং অন্যকে অবশ্যই নিজের কথা'র মাধ্যম দিয়ে আকৃষ্ট করতে হবে।

যদি কোন বন্ধু কিংবা মানুষের সাথে আপনি আলাপ করেন তবে অবশ্যই আপনার উচিত হবে পূর্বে কাউকে সুযোগ করে দেওয়া। অর্থাৎ শুধু আপনি বলবেন এটা ঠিক নয়। সর্বপ্রথম আপনি যদি কাউকে কথা বলার সুযোগ করে দেন তাহলে আপনার প্রতি তার বিনয় টা বৃদ্ধি পাবে এবং আপনি একজন সম্মানিত ব্যক্তি হতে পারেন। সুতরাং অন্যের কথা শোনাটাও একটা স্মার্টনেস।

Akash2.png

internet-1028794__480.webp
Src

Steemitlogo.png

কথা হল আমাদের ভাবপ্রকাশের একমাত্র মাধ্যম। আপনার মুখে যদি মধু থাকে তাহলে আপনি খুব সহজেই অন্যের মন আকৃষ্ট করতে পারবেন। এবং আপনি যদি কথার মাঝে বিশ্বরে মারেন তবে সেখান থেকে শুধু ছলনা কিংবা কষ্ট পেতে পারেন কিংবা সমাজে অসম্মানিত হতে হবে। সুতরাং মানুষের সাথে কখনই এমন আচরণ করবেন না যার মাধ্যমে মানুষ কষ্ট পায়। প্রকৃতপক্ষে আপনার অবশ্যই কথা বলার সময় বিনয়ী হওয়া উচিত। মানুষ কখনো কষ্ট পাই এমন কোন কথা বলা ঠিক নয়। তবে যদি কেউ কোনো ভুল করে তবে আপনি তাকে নির্যনে ডেকে সেই বিষয়টি বোঝাতে পারেন। যদি কখনো কথার মাঝে কোন ভুল হয়ে যায় অবশ্যই দুঃখিত বলা প্রয়োজন। কথা কম বলে আমাদের অবশ্যই উচিত কর্মে আমাদের প্রকৃত প্রতিফলন ঘটানো। কথা এমন একটি জিনিস যার মাধ্যমে ছুরির থেকেও বেশি প্রভাব ফেলতে পারে। সুতরাং কথা বলার সময় আমাদের অবশ্যই কথার মাঝে বিনয়ী এবং ভদ্রতা বজায় রেখে কথা বলা উচিত। এবং একটি বিষয় সবসময় লক্ষ্য রাখা উচিত কখনো কথার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়।।

Akash2.png

Steemitlogo.png

প্রিয় রেগার্ডস

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328Y7XZYyKNJDVdc5VZAE6c1mWa2jt4kCgREHADiLAWNFTJmdbCDKesMirHXucwwLtrCoFsaGw3xwGPGduocGUW62isHiykdKEKWXg.jpeg

@steem-for-future

Discord logo.png

Join us on discord server here

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaGZGHykMb9Ly3tnz6Ry5CgD18hg21dpJk2CFBm5Z6kJyeuFD148wXcjBvqAGX...HugJ2J54AbfC7YuBe3dYpJ7DazhXozc73VuoifbNudfwtLhcLWtNfmzi3JdiHv17ptYnn6f8bgsNLoHkz24hf52SoJaWh7HaPPtjW5JJbQGifHZ8VdXxQ4SfkS.png

posted community by

abb.gif

Amarbanglablog .png

Sort:  
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই মোটিভেশনাল একটি পোস্ট শেয়ার করার জন্য। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আসলে সত্যি বলতে মানুষের ব্যবহারে বংশের পরিচয়, যেটা গুণীজনেরা বলে গিয়েছেন। আর মুখের ভাষা দ্বারাই বোঝা যায় সে কোন ক্যাটাগরির লোক বা কেমন ফিডব্যাক তার কাছ থেকে আমরা পাব। ধন্যবাদ ভাই কিছু বাস্তবিক এবং সময় উপযোগী মোটিভেশনাল পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভাই এসকল বাস্তব বিষয়গুলো আমাকে সব সময় ভাবায়। সুতরাং আমি আমার নিজের জ্ঞান থেকে এবং বাস্তবধর্মী বিষয়গুলো থেকে সবসময় লিখতে এবং আপনাদের জানাতে অনেক অনেক ভালোবাসি। ধন্যবাদ সম্পূর্ণ ব্লগ পড়ে খুব সুন্দর মানসম্মত মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রথমে আপনাকে বলব অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি আপনার এই আজকের পোস্ট এর মধ্য দিয়ে অনেক সচেতন মূলক কথা তুলে ধরেছেন। আমি আপনার এই পোস্ট এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় খুঁজে পেয়েছি। আসলেই এমন সুন্দর সজাগ সদস্য আমার বাংলাব্লগের প্রয়োজন। আবারো জানাই ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই ভালো লাগে অনেক চমৎকার মন্তব্য দেখে। সব সময় পাশে থাকার জন্য এবং অসাধারণ মন্তব্য শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74