ভ্রমণের গুরুত্ব 😎 ১০% বেনিফিশিয়ারি 🦊 @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং অন্যান্য সকল জাতির মানুষের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং।

বন্ধুরা আশা করছি সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আমার সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভাল আছি। সবাই সুস্থ সুন্দর এবং ভাল থাকেন এই প্রত্যাশা এবং শুভকামনা সবসময়ই।

বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের জীবনের জন্য ভ্রমণের গুরুত্ব এবং এর বিশেষত্বআসলে ভ্রমণ আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটি হয়তো কল্পনাও করতে পারিনি। তবে আপনি যদি একটু চিন্তা করে দেখেন তবে বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমাদের জীবনের জন্য ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
IMG_20210906_171220.jpg
https://w3w.co/grove.endearing.grounding
IMG_20210906_171240.jpg
https://w3w.co/grove.endearing.grounding

ভ্রমণের গুরুত্ব।

আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে হলে অবশ্যই সঠিক এবং সুন্দর মন নিয়ে বেঁচে থাকতে হবে। আমাদের মনকে সবসময় আনন্দ এবং খুশিতে রাখতে হবে। এবং আমরা যদি আমাদের মনকে সবসময় খুশি এবং আনন্দে রাখতে চায় তাহলে আমাদের সকলের অবশ্যই উচিত সবসময়ই ভ্রমণ করা।

কেননা এই ভ্রমণ করার ফলে আমরা নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারি এবং পৃথিবীতে নতুন নতুন মানুষের জীবিকা জীবন এবং তাদের জৈবিক কার্যকলাপ সম্পর্কে জানতে পারি।

সে ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারি এবং এই বিষয় সর্ম্পকে জানতে পারলে আমরা অনেক আনন্দ পাই।

যেহেতু আমাদের জীবনে বেঁচে থাকার জন্য আনন্দ একটি বড় বিষয় সেজন্য আমাদের অবশ্যই সকলের উচিত সবসময়ই ভ্রমণ করা। ভ্রমণ করার ফলে আমাদের মস্তিষ্ক ফ্রেশ থাকে এবং আমাদের সবসময় সকল কাজে সুন্দরভাবে মনোনিবেশ করা সম্ভব হয়।

আপনার মন যদি সুন্দর থাকে তাহলে আপনি সব সময় সবকিছু করতে পারেন। এবং আমাদের মনকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করতে হলে অবশ্যই আনন্দ এবং চিত্ত-বিনোদনের দরকার। আর এই বিনোদন পেতে হলে আমাদের অবশ্যই সকলের ভ্রমণ করা উচিত তাছাড়া ভ্রমণের পাশাপাশি নাচ-গান ইত্যাদি আমাদের জীবনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়।।।
IMG_20210906_171543.jpg

https://w3w.co/grove.endearing.grounding
তাইতো যখনই আমি সময় পাই তখন বন্ধুদের সাথে ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। নিচে বেশ কয়েকটি চিত্র দেখানো হয়েছে এগুলো হলো আমার বন্ধুদের সাথে একটি বৃহস্পতিবার বিকেল বেলা ঘুরে বেড়ানোর কিছু দৃশ্য।।
IMG_20210906_174249.jpg
https://w3w.co/grove.endearing.grounding
IMG_20210906_174615.jpg
https://w3w.co/grove.endearing.grounding
IMG_20210906_174613.jpg
https://w3w.co/grove.endearing.grounding

একদিন আমার অফিসের কাজের চাপ কম থাকার কারণে আমার অফিস পাঁচটায় ছুটি হয়েছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। তখন আমি এবং আমার দুইটা বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই বিকেল টা নষ্ট না করে ভ্রমণ করে কাটিয়ে দিতে পারি।

যেই চিন্তা সেই কাজ। আমরা এবং বন্ধুরা সবাই একসাথে বিকেলবেলা অনেকক্ষণ ঘুরতে বের হয়েছিলাম। আমরা বিশেষ করে একটি মেলায় পর্যবেক্ষণ করেছিলাম অনেক সময় ধরে।

IMG_20210906_174236.jpg
https://w3w.co/grove.endearing.grounding

একটি গ্রাম্য ছোটমেলায় যাবার পর আমরা অনেক আনন্দ এবং মজা করেছিলাম। আমরা বেশ কয়েকটি ছোট ছোট খরগোশ দেখেছিলাম এবং একটি লাভ প্যান্ডেল পর্যবেক্ষণ করেছিলেন।

মেলায় যাবার পর আমরা বন্ধুরা মিলে দই ফুসকা এবং অন্যান্য তেলে ভেজে খাদ্যগুলো খেয়েছিলাম অনেক মজা করে।

তারপর আমরা ছোটবেলায় একটি ঘর ছিল সেই ঘরের উপর বসে ছিলাম এবং অনেকক্ষণ সময় ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম।

IMG_20210906_175147.jpg
https://w3w.co/grove.endearing.grounding

অবশেষে বাসায় আসার সময় আমরা বন্ধুরা মিলে পান কিনে খেয়ে ছিলাম এবং অনেক মজা করতে করতে সন্ধ্যার পর বাসায় ফিরে এসেছিলাম।

বন্ধুগণ আমাদের মনকে সুন্দর এবং প্রফুল্ল রাখতে ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব আমাদের যখন সময় সুযোগ হলে অবশ্যই ভ্রমণ করা উচিত। অন্ততপক্ষে মনকে সুন্দর সাবলীল এবং মনকে বিশেষ করে আনন্দ দেওয়ার ক্ষেত্রে ভ্রমণের গুরুত্ব অপরিসীম


আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় @rme দাদাকে আমাদের মাঝে সুন্দর একটি কমিউনিটি উপহার দেওয়ার জন্য। তারপর ধন্যবাদ জানাতে চাই @amarbanglablog কমিউনিটির প্রিয় কিউরে সংগঠিত @shy-fox কে প্রতিদিন তার মূল্যবান সময় আমাদের মাঝে ব্যয় করার জন্য। এবং তা ছাড়াও আন্তরিকভাবে অভিনন্দন এবং ভালোবাসা রইলো @photoman @curators @blacks

regards

IMG_20210915_085555.jpg
আমি মোঃ আকাশ আলী। একজন গার্মেন্টস কর্মচারী পাশাপাশি এস্টিমেট আমার বাংলা ব্লগ এবং বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটিতে নিয়মিত কাজ করি। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের যে সবসময় সাহায্য করতে চাই এবং সৃষ্টিকর্তার রহমতে পৃথিবীতে বেঁচে থাকতে চাই। সুপারম্যান হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম এর আদর্শের অনুসারী হতে চাই।

@steem-for-future

পোস্ট ব্যবহৃত কমিউনিটি

Screenshot_20210916-033845_Chrome.jpg

আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চাই

Screenshot_20210911-222132_Chrome.jpg

ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।। সাথে থাকার জন্য আমার বাংলা ব্লগের

@steem-for-future

Sort:  
 3 years ago 

ভ্রমণের গুরুত্ব নিয়ে আপনি খুব সুন্দর একটি আলোচনা করেছেন আসলে আমাদের মন এবং মন মানসিকতা ঠিক করার জন্য মাঝেমধ্যে ভ্রমণের খুব দরকার

 3 years ago 

ঠিকই বলেছেন ভাই। মনের উন্নতি সাধন করতে ভ্রমণের গুরুত্ব সত্যি অপরিসীম।
ধন্যবাদ

আমাদের মন এবং মানসিকতা ঠিক করার জন্য ভ্রমণের গুরুত্ব সত্যিই অপরিসীম। আপনি খুব সুন্দর ভাবে ভ্রমণ সম্পর্কে উপস্থাপন করেছেন। দোয়া করি এরকম ভ্রমণ যেন সামনে আরো দিতে পারেন। শুভেচ্ছা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

বেঁচে থাকতে হলে অবশ্যই বিনোদন গুরুত্বপূর্ণ অংশ। আর ভিন্ন ধরনের বিনোদন পেতে হলে আমাদের অবশ্যই ভ্রমণ করা উচিত।

সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ

 3 years ago 

খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভ্ভ্রমণের গুরুত্ব । আসলে আমি নিজেও প্রচন্ড ভ্রমন করতে ভালোবাসি। এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় 19 টি জেলা ভ্রমণ করেছি।

আপনার লিখাটি অনাবদ্য হয়েছে। ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনার জন্য

 3 years ago 

অবিরাম শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেন আপু। চাইলে আপনি আমাদের প্রাণের শহর নাটোরের ভ্রমণ করতে পারেন। নাটোরের বনলতা সেন এর অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের শহর।

 3 years ago 

নাটোরে আমি কয়েকবার ভ্রমণ করেছি।আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই বেঁচে থাকলে আবারও ভ্রমণ করব ইনশাআল্লাহ।♥

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। এবং সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64658.37
ETH 3421.84
USDT 1.00
SBD 2.52