ফল নাকি সবজি? আপনার মনে যা চাই সেই নামে ডাকতে পারেন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ ব্যবহারকারী। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল।

আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের নিত্য এবং প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবহৃত সবজি এবং ফল নিয়ে। বুঝতে পারছেন আমি আজ আপনাদের সামনে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

হা বন্ধুরা ঠিকই ধরেছেন।আমি আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অতীব আশ্চর্যজনক জিনিস।যেই জিনিসটি আমরা কাঁচা হিসেবে সবজি এবং টাকা হিসেবে ফল এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। তো চলো বন্ধুরা শুরু করা যাক-----

20210717_161221.jpg

পেঁপে

পেঁপে আমাদের দেশের একটি বাঙালি সবজি।প্রথমত আমি সবজি হিসেবে এর গুরুত্ব ব্যাখ্যা করতে চাই।পেঁপে আপনি যেকোন বাজারে কিংবা গ্রামে-গঞ্জে ক্ষেত-খামারে অথবা জমিতে এসকল ধরনের সকল জমিতে এগুলো দেখতে পাবেন।।।

গ্রামে গঞ্জের এবং শহরের যদি ফাঁকা জায়গা থাকে তাহলে আপনি যেকোনো জায়গায় এর পেঁপে চাষ করতে পারেন।প্রথম অবস্থায় আপনি যদি পেপে সবজি হিসেবে পেতে চান তাহলে এটি খুবই উপকারী

পেঁপের তরকারি আমাদের শরীরের জন্য খুব কার্যকারী একটি সবজি।আপনার যদি লিভারে কোন সমস্যা হয়ে থাকে কিংবা বদ হজম হয়ে থাকে আপনি পেঁপে খেতে পারেন নিশ্চিন্তে।

কেননা পেঁপের ভিতর আমাদের হজম শক্তি বৃদ্ধি এবং বদহজম কিংবা অন্যান্য যেকোন সমস্যা লিভারের যেকোনো সমস্যা সমাধানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।লিভার এর একমাত্র ওষুধ হিসেবে পেঁপে খেতে পারেন আজীবন।।
20210717_161225.jpg

ফল হিসেবে

পেঁপে একটি ফল এবং সবজি।ফল বললেও ভুল হবে না কিংবা সবজি হিসেবে মেনেও নিতে ভুল হবেনা।। পেঁপের কল কিন্তু আমাদের শরীরের জন্য একটি উপকারী জিনিস।

এই পৃথিবীতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে।যেগুলো আমাদের রাতকানা রোগ হতে বাঁচাতে সাহায্য করে এবং আমাদের অন্যান্য শরীরে ভিটামিনের অভাবে চাহিদা পূরণ করে থাকে।

পাকা পেঁপে খেতে খুব সুস্বাদু হয়ে থাকে এবং রসালো। যেকোনো বয়সের মানুষের পেঁপে খেতে পারেন নিশ্চিন্তে।প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত এই ট্রিপে বাজারে সস্তা মূল্যে আপনি ক্রয় করতে পারেন খুব সহজেই।

20210717_161242.jpg

পেঁপের চাষ

আমাদের দেশে সাধারণত খেতে পেঁপে চাষ করা হয়। তবে এটি চাষ করতে হলে অবশ্যই উক্ত জমির প্রয়োজন হয়। কেননা পেঁপের গাছ বন্যা সহ্য করতে পারে না।সে ক্ষেত্রে আপনি যদি পেঁপে চাষ করতে চান তাহলে আপনাকে অবশ্যই উঁচু জায়গায় পেঁপে চাষ করতে হবে

তাছাড়াও আপনি পেঁপে চাষ করতে পারেন আপনার বাড়ির আঙিনায় কিংবা বাসার ছাদে। শুধু আপনার ইচ্ছা থাকলে এটি করা সম্ভব। খুব অল্প জায়গায় আপনি পেঁপে চাষ করতে পারেন নিশ্চিন্তে।।

20210717_161246.jpg

অর্থকারী ফসল পেঁপে

পেঁপে একটি অর্থকারী ফসল। আপনি চাইলে খুব সহজেই পেঁপে চাষ করতে পারেন।বাড়ির অল্প সামান্য জায়গা কিনব বাসার ছাদে আপনি এটি বিশ্বাস করতে পারেন।শুধু আপনি চাইলেই এবং আপনার নিজ উদ্যোগে এবং খুব অল্প পরিশ্রমে খুব বেশি ফলনশীল সবজি অথবা ফল হিসেবে আপনি পেঁপে চাষ পারেন।।

একটি গাছ থেকে আপনি প্রায় 100 কেজি থেকে 200 কেজি পর্যন্ত পেঁপে সংগ্রহ করতে পারেন।সুতরাং আপনি বুঝতে পারছেন এটি অর্থকারী ফসল হিসেবে কতটা গুরুত্বপূর্ণ।।।
20210717_161159.jpg

ফটোগ্রাফিঅরিজিনাল ফটোফটোগ্রাফি করেছেন
@steem-for-futureমোবাইল ফোনস্যামসাং গ্যালাক্সি
মডেলএ টেন এসলোকেশন
বাংলাদেশw3whttps://w3w.co/backers.ship.brownishl

এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটি সাথে থাকার জন্য। সাথে থাকুন সাথে রাখুন নিরাপদে থাকুন সুন্দর থাকুন

শুভকামনা রইল সবার জন্য
|IMG_20210809_011021_mfnr.jpg|মোহাম্মদ আকাশ |গাজীপুরে tin-z গ্রপ এ একজন অপারেটর|মিথ্যাবাদী লোকদের ঘৃণা করি এবং গরীব মানুষদের সেবা করতে ভালোবাসি|
|--|--|

Sort:  
 3 years ago 

সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন রইল

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন , ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রীতি এবং শুভেচ্ছা সাথে শুভকামনা।।

 3 years ago 

ধন্যবাদ, খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। কিন্তু যদি তথ্যগুলো কোথা হতে সংগ্রহ করে থাকেন, তবে সেই ক্ষেত্রে উৎস যোগ করতে পারেন, এতে ব্লগটা আরো সুন্দর ও কার্যকর হবে।

 3 years ago 

নিজের মতো করে লেখার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60071.31
ETH 2409.83
USDT 1.00
SBD 2.43