ঈদের আগেই আনন্দ উপভোগ (প্রথম পর্ব) ১০% 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

png_20220709_141638_0000.png

আসালামালাইকুম।

হ্যালো @amarbanglablog

আশা করি সকলে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তা আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন সেই শুভ কামনা করি সব সময়। এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমিও যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি। সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং।।

20220706_172302.jpg

20220706_172343.jpg

বন্ধুগণ,
প্রকৃতপক্ষে ঈদের আগেই আমি অনেক অনেক আনন্দ এবং মজা উপভোগ করেছিলাম। বিশেষ করে আমি আজকে আপনাদের সামনে আমাদের অফিসে ঈদ উপলক্ষে যে ছুটি ঘোষণা করা হবে তার পূর্বে অনেক আয়োজন এর অংশবিশেষ করা হয়েছিল। বিশেষ করে আমাদের অফিস গত বৃহস্পতিবার এ ছুটি ঘোষণা করা হবে। আর এর ওই পূর্বে আমাদের অফিসের প্রত্যেকটি ফ্লোর এবং প্রত্যেকটি জায়গা সজ্জিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

বিশেষ করে আমরা যারা গার্মেন্টসে কর্মরত অবস্থায় আছি তারা কিন্তু সর্ব অবস্থায় প্রচন্ড পরিশ্রম করে থাকি। তবে যখন বাৎসরিক কোন উৎসব হয়ে থাকে তবে আমাদের সেই পরিশ্রমগুলো সেই উৎসব এর ভিতর দিয়ে যেন হারিয়ে যায় কিভাবে বুঝতে পারি না। বিশেষ করে আমরা প্রতি দুইটি ঈদ উদযাপন করি অফিসের ভিতরে সফল সকল কর্মীবৃন্দ মিলে। যেখানে আমাদের সারা জীবনের পরিশ্রমের ক্লান্তি গুলো দূর হয়ে যায়।

20220706_175154.jpg

20220706_175311.jpg

ঠিক অফিসে এবারও ঘটে সেই একই রকমের ঘটনা। অফিস ছুটি হয়ে যাবে ৭ তারিখে। হেরই মধ্যে আমাদের নানারকম আয়োজন এবং নানা রকম ছুটি উদযাপন করার মধ্যে আনন্দ বিরাজ করছে।

৬ তারিখে পুরো ফ্যাক্টরি পাঁচটায় ছুটি ঘোষণা করা হয়। এবং আমাদেরকে ফ্লোর সজ্জিত করার জন্য বেশ কিছুক্ষণ সময় দেওয়া হয় যাতে আমরা ছুটির দিন ফ্লোর সজ্জিত করতে পারি এবং অনেক আনন্দ এবং উপভোগ করতে পারি। সুতরাং অফিস পাঁচটায় ছুটি হয়ে যাবার পর আমরা আমাদের ফ্লোর এর সকলের কাছ থেকে টাকা সংগ্রহ করি এবং টাকা সংগ্রহ করার পর দোকান থেকে বিভিন্ন ধরনের ফুল বেলুন এবং ফ্লোর সাজানোর প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করি এবং ফ্লোর সাজানোর কাজ শুরু করি।

শুধু আমাদের ফ্লোর বলে নয়। যতগুলো ফ্লোর ছিল সব স্থানেই যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছিল মনের মত করে সাজানো এবং গোছানোর জন্য। যাইহোক আমরা প্রায় দেড় ঘন্টা আমাদের সকলের প্রচেষ্টায় ফ্লোর সাজিয়ে ফেলি তাও আবার ৬ তারিখে। এবং আমাদের উদযাপন শুরু হয় ৭ তারিখে

20220706_175528.jpg

৭ তারিখে আমরা সকলেই নতুন ড্রেস এবং নতুন পোশাক পরিধান করে অফিসে উপস্থিত হয়েছিলাম। অফিসিয়াল উপস্থিত হওয়ার পর আমরা সকলের সাথে মতবিনিময় করি এবং সকলেই একটা মিটিং এর আয়োজন করি যেখানে পথে এবং যাত্রাপথে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপকরণ গুলো টিপস দেওয়া হচ্ছিল। যাই হোক আর এটাই ছিল আমাদের ঈদের ছুটি ঘোষণা করার পূর্বের দিনের ঘটনা। আগামী দিন আপনাদের সামনে দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হব এবং ছুটির দিনের বেশ কিছু আনন্দ গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব
। আশা করছি সকলেই উপভোগ করবেন।

- চলবে

📷Photography information 📷

DevicemobileSamsung galaxy f22
Editphone editor
Bloggercreator @steem-for-future
W3W location code[here] (https://w3w.co/slumped.claw.bedspread OR ALL PHOTOGRAPHY)

এসো শিখি.png

abb.gif

F.gif

https://discord.gg/VtARrTn6ht

follow.gif

শেয়ার করো .png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Sort:  
 2 years ago 

ঈদের আগেই যদি এত আনন্দ উপভোগ করে নেন তাহলে ঈদের মধ্যে ভাইদের পর একটি আনন্দ উপভোগ করবে ভাই। তবে এটা বলতে পারি যে খুব সুন্দর সময় উপভোগ করেছেন আপনি। দোয়া করব ঈদের দিনগুলোও যেন সুন্দর ভাবে কাটে আপনজনদের সাথে।

 2 years ago 

ঈদের আগে আমাদের অনেক আনন্দ হয়। ঈদের আনন্দ কতটুকু হয় সেটা তো বলে বোঝানো যায় না। ঈদের আগে মনে হয় যে কখন যে ঈদ আসবে।আপনি ঈদের আগে অনেক আনন্দ করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60025.27
ETH 2417.33
USDT 1.00
SBD 2.42