পরিবর্তন

in আমার বাংলা ব্লগlast year

guard-7402090_1280.jpg

Src

আসসালামু আলাইকুম। হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

পরিবর্তন শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। তবে এই কিভাবে পরিবর্তন আনা যায় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তা আমরা জানিনা। যদিও কেউ কেউ অবগত আসে আমাদের জীবন কিভাবে পরিবর্তন আনা সম্ভব কিন্তু আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি না।

কোথায় থেকে যেন একটি বাধা চলে আসে এবং আমরা সেই কাজ সম্পন্ন করতে পারি না এবং আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি না।

cant-4505837_1280.webp

Src

নিজেকে পরিবর্তন করতে হলে পারিনা শব্দটির সঙ্গে না শব্দটি বাদ দিতে হবে প্রথমে। সব সময় আমাদের প্রথম এর আগে আত্মবিশ্বাসী হতে হবে এবং আত্মবিশ্বাসী হওয়ার পর পরিবর্তনের ক্ষেত্রে আমরা যে সকল পর্যায়ে গুলো লক্ষ্য নির্ধারণ করেছি সে সকল লক্ষণ নির্ধারণ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

আমাদের প্রতিনিয়ত উচিত আমরা যদি কাজে সফলতা অর্জন করতে চাই এবং নিজেকে পরিবর্তন করতে চাই তাহলে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। কারণ একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে না পারলে আমরা কখনোই আমাদের নিজেকে পরিবর্তন করতে পারবো না এবং আমাদের অবস্থানের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে না।

board-1273117_1280.webp

Src
আমাদের প্রতিদিন স্টেপ বাই স্টেপ অথবা একটি রুটিন অনুযায়ী কাজ করতে হবে। কারণ আমি বহু সাফল্যমন্ডিত ব্যক্তিদের গল্প শুনেছি যারা প্রতিদিন তাদের কাজগুলো রুটিন অনুযায়ী করত।

ঠিক সাফল্য যারা পেয়েছে আমরা যদি তাদেরকে অনুসরণ করি তাহলে দেখব তাদের কাজের ভেতরে রুটিন এবং কঠোর অধ্যবসাই ছিল। সুতরাং আমাদের প্রতিটি কাজ রুটিন অনুযায়ী করতে হবে এবং কাজগুলো কখন কিভাবে করলে ভালো হবে সে বিষয়ে আমাদের জ্ঞান থাকা জরুরী।

এবং আমাদের অবশ্যই উচিত নিয়মঅনুবর্তিতা মেনে কাজ করা। নিয়মানুবর্তিতা হল একটি মানুষের সময়ের সঠিক ব্যবহার। যেটাকে আমরা বাংলা ভাষায় সুময়অনুবর্তিতা বলতে পারি।

অবশ্যই আমাদের প্রতিটি স্টেপ পালন করতে হবে এবং সময়ের কাজ সময়ে করতে হবে।

দিনশেষে নিজেকে পরিবর্তন করতে না পারলে আমরা কখনো এই সমাজে মাথা উঁচু করে কিংবা এই দেশে মাথা উঁচু করে বাঁচতে পারব না। আমরা যদি এই সমাজে কিংবা এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই এবং নিজেকে আরও একটু উন্নত করতে চাই তাহলে আমাদের অবশ্যই পরিবর্তন প্রয়োজন।

seasons-of-the-year-2019523_1280.webp

Src
ওপরে একটি সিটের মাধ্যমে আমি আপনাকে উদাহরণস্বরূপ কিছু দেখাতে চাই।

একটি মরা গাছ। যেখানে মানুষ যদি কঠোর পরিশ্রম করে এবং চেষ্টা করে তাহলে এই গাছে কিন্তু পুনরায় সবুজ পাতা দেখা যেতে পারে।

অর্থাৎ কেউ যদি এই গাছে পেছনে কঠোর পরিশ্রম এবং সময় ব্যয় করে এবং সঠিক পরিচর্যা করে তাহলে একসময় এই গাছটি পুনরায় তার সবুজতা ফিরে পাবে।

যদিও এক পর্যায়ে গাছটি পুনরায় তার জীবনের সমাপ্তি ঘটাবে তারপরেও এই গাছটি বেশ কিছুদিন পৃথিবীতে টিকে থাকার জন্য তার পরিবর্তনের প্রয়োজন ছিল

ঠিক আমাদের মানুষের জীবন। জন্মগ্রহণ করেছি কিন্তু আমাদের ঠিকই একদিন মরে যেতে হবে। তবে এই পৃথিবীতে শুধু জন্মগ্রহণ এবং মৃত্যুর মাধ্যম দিয়ে আমাদের জীবনের শেষ না। মৃত্যুর পরেও আমাদের আজীবন এবং পরকালের জন্য একটি জীবনে বসবাস করতে হবে এবং সেখানে ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য অবশ্যই কঠোর শাস্তি ভোগ করতে হবে।

সুতরাং ওই গাছের মতো আমরাও যদি আমাদের নিজেকে আত্মশুদ্ধি এবং আত্মবিশ্বাসী করে পরিবর্তন করার চেষ্টা করি তাহলে আমাদের জীবন অবশ্যই পরিবর্তন হবে
। আর জীবন পরিবর্তন হলে আমরা এই পৃথিবীটাকে চমৎকারভাবে উপভোগ করতে পারব এবং সৃষ্টিকর্তা সন্তুষ্টি অর্জন এবং গরিব দুঃখী মানুষের সেবা করতে সক্ষম হব। আর তবে আমাদের মানব জনম সার্থকতা পাবে।

প্রতিটি মানুষ নিজেকে পরিবর্তন করুক এবং উন্নতির চরম শিখরে আহরণ করুক এটাই রইল প্রত্যাশা। সকলে সুস্থ এবং ভালো থাকুন এবং নিজেকে উন্নত করুন মানব জনম সার্থক করুন। আল্লাহ সকলের মঙ্গল করুক ,আমিন।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আমি মনে করি পরিবর্তন কথাটি হলো নিজের মানসিকতা। আপনি যদি নিজেকে নিজে পরিবর্তন না করতে পারেন তাহলে কেউ কাউকে পরিবর্তন করে দিতে পারে না। সমাজে বসবাস করলে অনেক বাধা আসবে। আর সে বাধা কে যদি আপনি বড় বাঁধা হিসেবে মনে করেন তাহলে আপনি সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন। আর কোন বাধা পার হতে হলে আপনাকে আগে না শব্দটি বাদ দিয়ে দিতে হবে। না এই কথাটি বাদ দিলে আপনি যেকোনো বাধা কে অতিক্রম করতে পারবেন। খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে জীবনে বেঁচে থাকতে হলে এই পরিবর্তন আনাটা খুবই দরকার। তবে জীবনে পরিবর্তন আনা এত বেশি সহজ নয়। কারো কারো জীবনে সহজ হলেও কারো কারো জীবনে বিভিন্ন ধরনের বাধা চলে আসে। কিন্তু এসব বাধা কে যদি অতিক্রম করা যায় তাহলে পরিবর্তন আমার এবং সফলতা নিশ্চিত। আপনার পুরো লেখা পড়ে অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46