নাটক রিভিউ : দুধ পোড়া ঘ্রাণ

in আমার বাংলা ব্লগ6 months ago
Screenshot_20240217_214102_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আজ আমি আমার বাংলা ব্লগ পরিবারের মাধ্যমে একটি নাটক রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি। নাটকের নামদুধ পোড়া ঘ্রাণ

নাটকটি সম্পর্কে কিছু তথ্য
নাটকের নাম দুধ পোড়া ঘ্রাণ
পরিচালনাএজাজুল হক
অভিনয়েরুকিয়া, জয়ন্ত ,জলি
সময়১ ঘন্টা
ভাষাবাংলা
উপন্যাসসৈনিক
কাহিনী সারসংক্ষেপ
Screenshot_20240217_212308_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

এটা ছিল এক অজপাড়া গ্রামের গল্প। গ্রামের সাধারণ ছেলে মাসুদ। পেশায় সে একজন তাঁতি এবং সে প্রতিনিয়ত তাঁতের মাধ্যমে পোশাক তৈরি করে এবং সেগুলো সে বাজারে বিক্রি করে।

মাঝে মাঝে সে শাকসবজি নিয়ে বাজারে বিক্রি করে এবং সে তার পরিবার নিয়ে সংসার চালায়। মাসুদের পরিবারে মাসুদ ছাড়াও তার বউ আন্তঃসত্ত্বা এবং খুব শীঘ্রই তার ঘরে একজন সন্তানের জন্ম হবে।

বাজারে তাঁত কাপড়ের আগ্রহ কমে যাওয়ার ফলে মাসুদ এবং তার বন্ধু পরিবারের একটি ছাগল বিক্রি করে এবং ভালো একটি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে তা আর হয়ে ওঠে না কারণ পরিবারের সকলেই সেই বিষয় সম্মতি দেয় না।

Screenshot_20240217_212322_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

এদিকে মাসুদের বউ এবং মাসুদের মা প্রতিনিয়ত তাঁত এর মাধ্যমে কাপড় বুনাই এবং সেগুলো মাসুদ বাজার বিক্রি করে। গ্রামের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য গ্রামের এক মহাজন রয়েছে তার কাছে গেলে ওজন এবং টাকা বেশি নিয়ে পন্য কম দিয়ে থাকে এজন্য মাসুদ পণ্য কিনে আনার সময় বাজারে গিয়েছিল এবং এর সময় সেই মহাজনের কাছে তাকে অপমানিত হতে হয়েছিল।

গরিব বাসদ এর অতীতকাল নিয়ে মহাজন অনেক কটু কথা বলেছিল এবং পাকিস্তানি আমলের সেই ব্রিটিশদের নির্যাতনের বিভিন্ন বিষয় মাসুদকে অবগত করেছিল এবং মাসুদ এ বিষয় নিয়ে বেশি রাগান্বিত হয়েছিল।

Screenshot_20240217_212426_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

বেশ কয়েক বছর পর মাসুদ এর একটি পুত্র সন্তান হয়েছিল। পুত্র সন্তানটি গ্রামের তার বন্ধু ছেলের সাথে খেলা করে সারাদিন।

দেশ দেশান্তর ঘুরে বেড়ায় এবং একসঙ্গে তাদের বাবার মত মাসুদ এর ছেলে এবং তার বন্ধুরও বেশ ভালো একটা মিল ছিল।

Screenshot_20240217_212454_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

এদিকে গ্রামের সেই প্রাচীন মহাজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার ফলে মাসুদ এবং তার পরিবারকে একটি বিচারে বসানো হয়। মহাজন তার লোকজন নিয়ে মাসুদের বাসায় বিচার বাসায় এবং মাসুদকে মারের জন্য বিচারের সালিশ সিদ্ধান্ত গ্রহণ করে।

কিন্তু মাসুদের বড় দুইটি ভাই ছিল তারা মাসুদকে হেল্প করেছিল এবং তাকে মারতে দেবে না বলে মাহাজনকে হুমকি দিয়েছিল। অবশেষে গ্রামের সকল মানুষ রাগান্বিত হয়েছিল এবং মাসুদের বাসায় ত্যাগ করেছিল।

মাসুদের মা ছিল গ্রামের একজন বৃদ্ধ মহিলা। মাসুদ এর ছেলের সাথে মাসুদের মা সারাদিন খেলাধুলা করত এবং মারামারি ও খুনসুটি মাধ্যমে তাদের খুব একটা ভালো দিন অতিক্রম হয়েছিল।

কিন্তু গ্রামের মহাজনের বিপক্ষে কথা বলার ফলে মাসুদকে তার গ্রাম ত্যাগ করতে হয়েছিল এবং এটা সত্যি একটা কষ্টের মুহূর্ত ছিল।

Screenshot_20240217_212514_YouTube.jpg
স্ক্রিনশট ইউটিউব থেকে

অপরদিকে উপায় খুঁজে না পেয়ে মাসুদ সাম্পান নৌকা নিয়ে ছুটে চলেছিল তার শশুরের দেশে। বউ সন্তান এবং সে নিজে তার বউ এর বাবার দেশে রওনা দিয়েছিল কারণ ইতিপূর্বেই সে তার গ্রামে লাঞ্ছনা গঞ্জনা খেয়েছে।

তবে গ্রামের প্রত্যেকটি মানুষদের পরিবারের জন্য কান্না করছিল। কারণ মাসুদ গ্রামের একজন ভালো মানুষ এবং নিতান্তই সকলের কাছে প্রিয় এবং পরিচিত। মাসুদ পরোপকারী হওয়ার জন্য তার বন্ধু তাকে যেতে নিষেধ করলে মাসুদ তার গ্রাম ত্যাগ করেছিল।

সকলকে কাঁদিয়ে মাসুদ তার গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল।

ব্যক্তিগত মতামত

এটি একটি নিতান্তই গ্রামের দৃশ্য এবং সামাজিক নাটক। মূলত এই নাটকের মাধ্যমে আমাদের দেশের এবং পুরো বহির্বিশ্বের বাস্তব অবস্থা কে বোঝানো হয়েছে।

মূলত যাদের অর্থ-সম্পদ রয়েছে সমাজে তারাই রাজত্ব করে। গরিব অসহায় মানুষগুলো আজীবন ধনী ব্যক্তিদের খেলনার পাত্র হয়ে থাকে।

সব সময় গরিব মানুষগুলো অসহায় হয় এবং সমাজের অনৈতিকতা ও বর্বরতা ছড়িয়ে থাকে ধনী মানুষগুলো এই নাটকের এটাই হল প্রধান এবং মূল বাণী।

ব্যক্তিগত রেটিং

১০/১০

নাটকটির লিংক


abb.gif


Amarbanglablog Discord server link



ezgif.com-video-to-gif (6).gif

আমি

আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

kind regards

20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 6 months ago 

চমৎকার একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন ভাইজান। নাটকটি পুরাতন হলেও বেশ ভালো লাগলো আমার। আমি এমনিতেই জাতীয় নাটকগুলো খুবই পছন্দ করে থাকি। আরো বিশেষ করে গ্রাম পর্যায়ের নাটকগুলো আমার খুবই প্রিয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61042.80
ETH 2605.92
USDT 1.00
SBD 2.65