🧒বালকের পাহাড়ের উপর থেকে✨ জোসনা রাত উপভোগ ১০%🦊 @shy-fox কে 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

PSX_20220126_160209.jpg

আসসালামু আলাইকুম।

আশা করি সকলেই ভাল আছেন। কাজ এর ভিন্নতা প্রকাশ করার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি একাকীত্ব বালকের পাহাড়ের উপর থেকে রাতের চাঁদের জোসনা ভ্রমণের একটি অসাধারণ দৃশ্য।

আমি চেষ্টা করেছি সুন্দর করে আমার কাজের মাধ্যমে সুন্দর একটি চিত্র অঙ্কন করা। যদিও আমি কোন প্রফেশনাল আর্টিস্ট নয় তবে তার পরেও আমি আমার সৃজনশীলতা প্রকাশ করার জন্য এবং কাজের মাধুর্য তৈরি করার জন্য আজকের এই সুন্দর চিত্র অংকন করার চেষ্টা করেছি। আশা করছি সকলেই উপভোগ করবেন আমার অসাধারণ এই চাঁদনী রাতে একজন বালকের একাকীত্ব জোসনা উপভোগ করার মুহূর্ত।

best write.png

প্রথমেই দেখে নেওয়া যাক প্রয়োজনীয় উপকরন সমুহ

১ ।পেন্সিল
২ । খাতা।

best write.png

কার্যপদ্ধতি।

১ -
20220126_154233.jpg

আমি প্রথমে একটি অর্ধ বৃত্তের নিলাম। অর্ধবৃত্ত বলতে একটি বৃত্তের এক-চতুর্থাংশ ফাঁকা রেখেছি। বৃত্ত তৈরি করার পর আমি সাইড থেকে চার ভাগের এক ভাগ অংশ ফাঁকা রাখলাম।।

best write.png

দ্বিতীয় পর্যায়

20220126_154416.jpg
এবার আমি যতটুকু অংশ ফাঁকা রেখে ছিলাম ততটুকু অংশে একটি পাহাড় তৈরি করার জন্য ম্যাপ তৈরি করলাম। এখানে আমি আসলে পাহাড় তৈরি করার জন্য কোন স্কেল কিংবা মাপ ব্যবহার করিনি। শুধুমাত্র হাতের টার্গেট অনুযায়ী আমি সুন্দর মানের একটি পাহাড় তৈরি করার জন্য একটি ম্যাপ তৈরি করলাম। এই পাহাড়ের দৃশ্য তৈরি করার জন্য আমি হাতের মাপ ব্যবহার করলাম এবং সুন্দর একটি পাহাড়ের মডেল তৈরি করলাম

best write.png

কার্যপদ্ধতিঃ প্রক্রিয়াধীন -৩

20220126_154955.jpg
এবার আমি সাধারণত জোসনা তৈরি করার জন্য যে একটি অর্ধবৃত্ত এঁকেছিলাম সেই বৃত্তটি মূলত পক্ষে ছিল জোসনা চান। এটি জ্যোৎস্নারাত এর একটি অসাধারণ মডেল তৈরি করার জন্য ব্যবহার করা হয়।

সুতরাং আমি এবার উপরোক্ত বৃত্তের অপর অর্থাৎ জোসনা রাতের যে সন্দ্র অঙ্কন করা হয়েছিল তার চারিপাশে আলোও তৈরি করার চেষ্টা করেছি। কেননা যেহেতু জোসনা রাতের অসাধারণ ফটোগ্রাফি শিক্ষকগণ করা হয়েছে সে কারণে 7-45 আমি আলো সৃষ্টি করলাম।

best write.png

কার্যপদ্ধতি -৪

20220126_155119.jpg

এবারে আমি যে পাহাড় এর চিত্র অংকন করলাম সেই পাহাড়ের চিত্র অংকন এর ওপর সুন্দর করে একটি মানুষের অর্থাৎ একাকীত্ব বালকের একটি সুন্দর মডেল তৈরি করলাম। যেহেতু অন্ধকার রাতের মধ্যে একটি বালক দাঁড়িয়ে ছিল সেজন্য আমি শুধুমাত্র হালকা আবছা একটি মানুষের মডেল তৈরি করলাম।।

best write.png

কার্যপদ্ধতি পদ্ধতি -৫

20220126_155418.jpg

একটি ভিডিও দেওয়া হল

https://youtube.com/shorts/BNY38PPdxO4?feature=share
এবারে আমি শুরু করলাম পাহাড় এর সুন্দর দৃশ্য গুলো আরো মাধুর্য করে তোলার জন্য.। অর্থাৎ পাহাড়ের মডেল গুলো আরো সুন্দর করে তৈরি করার চেষ্টা করলাম।

সিটিজি বালক কে ইঙ্গিত করা হয়েছে সেই বালকের জোসনা রাতের একটি ছোট্ট ছায়া সাথে আমি পাহাড়ের সম্পূর্ণ মডেল তৈরি করার চেষ্টা করলাম।

কেননা শুধুমাত্র আমি প্রথমে একটি পাহাড় তৈরি করার জন্য মডেল তৈরি করেছিলাম এবং আমি এখানে পাহাড়ের সম্পূর্ণ আকৃতি দেওয়ার চেষ্টা করছি।।

best write.png

সর্বশেষ কার্যপদ্ধতি

20220126_155716.jpg

এবারে আমি চাঁদের আলো সম্পন্ন করে দিলাম। কেননা জোসনা রাতে তখন আমি মাত্র অর্ধেক চাঁদের আলো নির্মাণ করেছিলাম। কিন্তু পরবর্তীকালে এটি দেখে আমার কাছে খুব ভালো না লাগার কারণে আমি পরবর্তীতে সম্পূর্ণ চাঁদের আলো তৈরি করলাম আমার কলমের ম্যাজিক দিয়ে।

20220126_155721.jpg20220126_155729.jpg
20220126_155741.jpg20220126_155817.jpg

best write.png

স্বাক্ষর পর্ব

20220126_155900.jpg20220126_155906.jpg

এবারে আমি সর্বশেষে আমার চিত্রাংকন এর উপর একটি লাল কলম দিয়ে সিগনেচার করলাম। যা কমিউনিটির রুলস এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

best write.png

আমার চিত্রাংকন সম্পর্কে কয়েকটি ফটো

আমি যে একটি একাকীত্ব বালকের জোসনা রাতের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকার চিত্রটি অঙ্কন করলাম সে চিত্রগুলো আমি বিশেষ একটি সফটওয়্যার দ্বারা বিভিন্ন ধরনের পেইন্টিং করার চেষ্টা করি।

সুতরাং এটি হলো আমার বিশেষ একটি গ্যালারি যা দেখার জন্য প্রত্যেকে আমন্ত্রিত।

PSX_20220126_160814.jpgPSX_20220126_160757.jpg
PSX_20220126_160724.jpgPSX_20220126_160641.jpg
PSX_20220126_160625.jpgPSX_20220126_160306.jpg
PSX_20220126_160249.jpgPSX_20220126_160104.jpg
PSX_20220126_160052.jpgPSX_20220126_160233.jpg

best write.png

উপস্থাপনায়

20220126_161223.jpg

20220126_155940.jpg20220126_155934.jpg

up-down2 #steem-for-future.png

পুরো ব্লগ টি উপস্থাপনায় ছিলাম আমি @steem-for-future . পোস্ট শতভাগ নিশ্চিত করতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও চিত্রাঙ্কন পোস্ট এর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। সুতরাং আমি আমার চিত্রাংকন এর সাথে কয়েকটি সেলফি সংযুক্ত করলাম এবং আমার বাংলা ব্লগ পরিবারের ১০০% ইউনিক নিশ্চিত করার জন্য সেটি শেয়ার করলাম।।

up-down2 #steem-for-future.png

প্রজেক্ট ঘোষণা করা হয়েছিল

DIY event.jpeg.png
পিকচার সংগ্রহ @rme

#diy

এসো নিজে করি।

@rex-sumon.png

cc

@photoman @blacks @club5050 @shy-fox @tron-fan-club

@rex-sumon.png

আমার w3w লোকেশন কোড

https://w3w.co/column.parkland.congratulations

@rex-sumon.png

প্রিয় রেগার্ডস

20211214_123550.jpg

মোঃ আকাশ আলী। বর্তমানে আমার বাংলা ব্লগ এবং বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটির একজন নিয়মিত মেম্বার। সব সময় নিজেকে আত্মবিশ্বাসী মনে করি। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন আমি ঠিক ততটুকুই পাব সময়ের ব্যবধানে। তবে কঠোর পরিশ্রম অনুযায়ী আমাদের জীবনকে উন্নত করতে পারে সেই বিষয়ে আমি একমত। মুহাম্মদ সাল্লাহু সাল্লাম এর আদর্শের অনুসারী হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

video image steem-for-future.jpg.gif

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আমার কাছে চিত্রটি অনেক ইউনিক লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে চিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। আপনার দেখানো ধাপগুলো একদম স্পষ্ট ছিলো। আমার কাছে সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

শুভকামনা অবিরাম প্রিয় ভাই।
আসলে এত সুন্দর করে মন্তব্য করেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা পাশে আছেন বলেই এত সুন্দর অনুপ্রেরণা পাই যা আমার কাজ করার অনুপ্রেরণা জগাই।

অভিনন্দন পাশে থাকার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি চিত্রটি অনেক সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে।একটি বালকের পাহার থেকে জ্যোৎস্না রাত উপভোগ করার দৃশ্যটি অসাধারণ লেগেছে।প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর করে তুলে ধরেছেন।শুভ কামনা রইল আপানার জন্য।

 2 years ago 

আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা জানাই ভাই সুন্দর মতামত দেওয়ার জন্য। যে মতামতগুলো সত্যিই আমার কাজের অনুপ্রেরণা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি

 2 years ago 

চিএটা ব‍্যক্তিগতভাবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে আপনার চেষ্টা টা ভালো ছিল। তবে ভাই সঠিক নিয়মে সঠিকভাবে চেষ্টা করুন ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ।

 2 years ago 

ভাই আমি আসলে কখনো আর্ট পোস্ট করি নাই তো এজন্য একটু সমস্যা হয়। আসলে চেষ্টা করছি ভালো কিছু করার। তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনাদের অনুপ্রেরণা এবং উৎসাহ প্রয়োজন। চেষ্টা করছি অবশ্যই সফল হবো ইনশাল্লাহ।

ধন্যবাদ দিক নির্দেশনা দেওয়ার জন্য

 2 years ago 

ভালো হয়েছে ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে আপনার আঁকা ছবিটি আমি বুঝতে পারিনি। বালকটি কোথায় এটা বুঝতে পাচ্ছিলাম না। পরে যখন বুঝতে পারলাম অভিভূত হয়ে গেছি। খুব সুন্দর একটি ছবি এঁকেছেন আপনি। শেয়ার করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42