মানুষের ভুলগুলো ক্ষমা করতে শিখুন এবং সবার সঙ্গে সুন্দর আচরণ করুন।

in আমার বাংলা ব্লগlast year

photo-1631821938670-0a2360265add.jpeg
Unsplash

আসসালামু আলাইকুম। হ্যালো আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি।

আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো। সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। আমি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমার আজকের মূল আলোচ্য বিষয় হলো মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা।

চমৎকার এই টপিক নিয়ে আমার জ্ঞান থেকে আলোচনা করার চেষ্টা করছি। আশা করছি সকলেই বেশ উপভোগ করতে পারবেন এবং একটি শিক্ষামূলক পোস্ট শেয়ার করতে পেরে আমিও অনেক অনেক আনন্দিত।

photo-1492632838136-48bfd3dd720b.jpeg

Unsplash

আমরা মানুষ এবং সামাজিক জীব হিসেবে আমাদের মানুষের প্রতি মানুষের একটা বেশ ভালো সম্প্রীতি রয়েছে। সামাজিক জীব হবার কারণে আমরা একা একা চলতে পারিনা এবং আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্ন পেশার বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে চলাফেরা করতে হয়।

এই চলাফেরা করার মাঝে আমরা বিভিন্ন সময় মানুষের সঙ্গে খারাপ আচরণ করে থাকি। যদিও আমরা সৃষ্টির সেরা জীব তবে তারপরেও একজন শ্রেষ্ঠ প্রাণী হয়ে আরেকজন শ্রেষ্ঠ প্রাণীর সঙ্গে এত খারাপ ব্যবহার করি যা বলা বাহুল্য।

খারাপ ব্যবহার করার পূর্বে একবার ওই পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন। শুধুমাত্র আপনার শরীরে দমের ব্যবহার করা হয়েছে।

এত শক্তি এত ক্ষমতা এক নিমিষেই শেষ হয়ে যাবে আপনার মৃত্যু দ্বারা। তবে মানুষ হয়ে কিসের এত দাম্ভিকতা? কিংবা কিসের এত অহংকার?

একটু চোখ বন্ধ করলেই আপনি দেখতে পাবেন পৃথিবীতে একমাত্র আপনার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনার আপন মানুষ নাই। সুতরাং দিনশেষে আপনি যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার অথবা মিথ্যা অহংকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার সার্থকতা কোথায়???

photo-1625479203878-b4db4d1d7795.jpeg

Unsplash

কাজের ক্ষেত্রে কথোপকথন কিংবা যেকোনো বিষয়ে আদান প্রদান করতে গেলে সামান্য ভুল হতে পারে। হতে পারেন আপনি কোন অফিসের প্রধান ডাইরেক্টর অথবা সিইও!!

তবে তাই বলে কি কর্মচারীর সামান্য ভুলের কারণে আপনি খারাপ আচরণ করবেন তার সঙ্গে??

সামান্য বিষয় নিয়ে আপনি তার সঙ্গে এত বাজে ব্যবহার করবেন যা এই সমাজে বলার ভাষা নাই!!

আপনি মানুষ হয়ে যদি মানুষের ভুলগুলো ক্ষমা করতে না পারেন তাহলে আপনি কিসের শ্রেষ্ঠ জীব? মানুষ হয়ে যদি ভুলগুলো ক্ষমা করতে না পারেন তাহলে আপনি কিসের সততাময়ি একজন ব্যক্তি?? মানুষের ভুলগুলো যদি আপনি ক্ষমা করতে না পারেন এবং সামান্য ভুলে যদি আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন আপনার ভিতরে মানসিকতা মানবতা কিংবা মানুষের প্রতি কতটুকু সহানুভূতি বিরাজ করছে??

হতে পারেন আপনি একজন বড় কোম্পানির মালিক। তাই বলে কি সামান্য অপরাধ ক্ষমা করা যায় না? ভুল তো মানুষ করে থাকে তবে তাই বলে কি সেই ভুলের কারণে তাকে যা ইচ্ছে তাই বলে অপমান অপদস্থ করা যায়??

আমরা মানুষ। পিতা আদম থেকে শুরু করে মানুষের এখনো ভুলের মধ্যে রয়েছে। এই পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে কেউ নই। প্রত্যেক মানুষ কোন না কোন ভুল করে এবং ক্ষমাও পেয়ে যায়।

তবে একটি বিষয় অবশ্যই আমাদের মনে রাখা উচিত আর তা হলো কেউ যদি কখনো ভুল করে ফেলে কখনোই তার সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। একটি ভুল করে ফেলেছে অবশ্যই সেই ভুলের জন্য তাকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে এবং পরবর্তীতে যেন সে একই ভুল না করে সে বিষয়ে নজর রাখা জরুরী।

একজন অফিস কর্মচারী কোন ভুল করলে যে তাকে ইচ্ছেমতো বকাবাজি কিংবা তার সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে কিংবা তার সঙ্গে চিৎকার করতে হবে এটা কোন সঠিক মানুষের কাজ না।

সুতরাং উপরোক্ত বিষয় আমি বোঝাতে চেয়েছি মানুষ যদি কেউ কোনো ভুল করে থাকে অবশ্যই তাকে ক্ষমা করে দেয়া উচিত। মূলত মানুষ মাত্রই ভুল করে এবং সেই ভুলের জন্য অবশ্যই তাকে বুঝিয়ে বলাটাই ভালো। অযথাই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার কোন প্রশ্নই আসে না বলে আমি মনে করি!

অফিসের কার্যক্রম থেকে নেওয়া হয়েছে। বিষয়টি সম্পূর্ণ আমার অফিসে কাজ করার অভিজ্ঞতা থেকে লিখেছি।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  
 last year 

মন ছুয়ে গেল আপনার আজকের পোস্ট এর টাইটেল পড়ে। শুধু টাইটেল এর মধ্যেই নয় বিস্তারিত বর্ণনা করেছেন আলোচনা করেছেন এই পোস্টের মধ্যে। সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার এ জাগ্রত বিবেক আমাকে সত্যিই অবাক করেছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62427.05
ETH 2464.11
USDT 1.00
SBD 2.65