কখনো কখনো নিজেকে পিছিয়ে নিয়ে আসাটাই উত্তম!!!! ১০% বেনিফিসিয়ারি 🦊 @shy-fox কে

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

হ্যালো #amarbanglablog

আশা করছি সকলে সুস্থ থাকুন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলেই সব সময় সুস্থ এবং সুন্দর থাকুন সেই কামনা করি প্রতিনিয়ত। এবং সকলেই সৃষ্টিকর্তার কাছে আমার জন্য দোয়া করবেন আমিও যেন সবসময় সুস্থ এবং সুন্দর থাকতে পারি।।
আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার বর্তমান মনের পারিপার্শ্বিক অবস্থা এবং শহরের কিছু বাস্তব চিত্র তুলে ধরার জন্য। বিশেষ করে ব্যস্তময় এই শহরে সত্যিই মানুষগুলো কেমন জানি হয়ে গেছে। এবং এই বাস্তবধর্মী শহর এবং আমার জীবন সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আশা করছি সকলেই উপভোগ করবেন

20220322_220135.jpg
Device Samsung galaxy f22
https://w3w.co/brightly.blazing.blackouts

সময়টা ছিল রাত দশটা। তার পরেও টিপটিপ করে আলো জ্বলছিল শহরের প্রতিটি বিল্ডিং এবং প্রতিটি ফ্যাক্টরিতে। কেননা কাজের প্রচণ্ড চাপ থাকার কারণে এবং প্রচুর পরিমাণে গ্রাহক থাকার কারণে ফ্যাক্টরিগুলো দেখার সময় তাদের কাজের শিপমেন্ট দিতে সক্ষম নয়। সুতরাং অনেক রাত পর্যন্ত এসকল অফিস গুলো খোলা রেখেই তাদেরকে তাদের কার্যক্রম গুলো চালিয়ে যেতে হয়েছিল। তবে সেক্ষেত্রে মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ উভয়ই লাভবান। কেননা যত বেশি কর্মঘন্টা বাড়বে তত বেশি বাড়তি টাকা ইনকাম করা সম্ভব এবং ততো বেশি উন্নতি সম্ভব। সে ক্ষেত্রে বিষয়টি সত্যিই অনেক চমৎকার।

20220322_220126.jpg

20220322_220419.jpg
Device Samsung galaxy f22
https://w3w.co/brightly.blazing.blackouts

একদিকে গার্মেন্টস ফ্যাক্টরির শিপমেন্ট দেওয়ার জন্য প্রতিটি গাড়ি তৈরি হয়ে বসে আছে। প্রতিটি মানুষ শুধু কর্মময় জীবনে ব্যস্ত আর ব্যস্ত। বিন্দুমাত্র সময়টুকু পর্যন্ত নেই কেউ কাউকে সময় দেওয়ার। কেউ চলেছে বড় বড় ট্রাক কিংবা সিএনজি নিয়ে শহরের বিভিন্ন রকমের কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য।

আবার অপরদিকে এই মধ্যরাতে রিস্কা চালক গুলো 2 1 টি যাত্রী নেওয়ার জন্য রাস্তায় ঘুরে ঘুরে রিসকা চালাই। সকালবেলা ঘুম থেকে ওঠা পর্যন্ত সারাদিন মানুষ গুলো সত্যিই পরিশ্রমই। কেউ আসে নিজের কর্ম কেয়ারও স্বাবলম্বী করতে এবং কেউ আসে অফিসের বসকে খুশি করার উদ্দেশ্যে। আসলে দিন শেষে এ সকল জিনিস গুলো সত্যিই হৃদয় কে গভীরভাবে চিন্তা করাই।।

20220322_220438.jpg

20220322_220148.jpg

Device - Samsung galaxy f22
https://w3w.co/brightly.blazing.blackouts

এর মাঝে আবার কেউ কেউ রয়েছে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা য় । কেউ ছুটে চলেছে কর্মের উদ্দেশ্যে এবং আগামীকাল কি কর্ম করবে সেই বিষয় সম্পর্কে জানতে এবং আগামীকালের জীবিকা নির্বাহ করার জন্য। আবার কেউ কেউ ছুটে চলেছে অফিস থেকে ছুটি পেয়ে বাসার উদ্দেশ্যে। খুব দ্রুত বাসায় যাওয়ার পর ড্রেস চেঞ্জ করে রাতের খাবার খেয়ে আবার ঘুমোতে হবে এবং সকালে অফিসের চিন্তা।? আসলে এত কিছু নিয়ে কিভাবে দিনগুলো যে অতিক্রম হয়ে যায় মানুষ আসলে হয়তো এ বিষয়গুলো কখনোই চিন্তা ভাবনা করে দেখেনা। বিষয়টি সত্যিই আমাকে অনেক অনেক ভাবায়।

কর্মময়, এই শহর। ব্যস্ত প্রতিটি মানুষ ব্যস্ত প্রতিটি জনপদ। তবে এর থেকে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই সঠিক চিন্তাধারার মানুষ হতে হবে। দিনশেষে আপনি কতটুকু ভালো কাজ করলেন কিংবা আপনার নিজের জন্য কতটুকু সার্থকতা হাসিল করতে পারলেন সেটাই হলো বড় কথা। আপনি সারাদিনে যে সকল কার্যক্রম গুলো পরিচালনা করেছেন সেখান থেকে আপনি কতটুকু উপকৃত হতে পারছেন এবং আপনার আশেপাশের মানুষগুলো কতটুকু উপকৃত হতে পারছে সেই বিষয়টি চিন্তা করে আমাদের অবশ্যই সামনের দিকে এগিয়ে চলা উচিত। কেননা শুধু এই ব্যস্ত শহরে সাথে তাল মিলিয়ে যদি আপনি শুনতে থাকেন তাহলে একসময় দেখা যাবে হয়তো আপনি আপনার পথ হারিয়ে ফেলেছেন। সুতরাং পথ হারিয়ে ফেলার পূর্ব মুহূর্তে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন পথে এবং কতটুকু সাফল্য এবং কতটুকু শান্তি পেতে চান???

যদি আপনি নিতান্তই প্রকৃত এবং সুন্দর শান্তি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ব্যস্ত শহরে সাথে তাল মেলানো উচিত নয়। নিজের চিন্তাশক্তিকে আরো কঠোর করে সবকিছু স্বাভাবিক ভাবে নিয়ে সমাজের অন্যকে খুশি রাখার চেষ্টা করুন এবং নিজে খুশি থাকার চেষ্টা করুন তবেই আমার মনে হয় প্রকৃত সার্থকতা অর্জন করা সম্ভব।।

20220322_213756.jpg
Device- Samsung galaxy f22
https://w3w.co/brightly.blazing.blackouts

আর?

আর দিন শেষে একবার আমার দিকে তাকিয়ে দেখুন? সত্যিই আমি অনেক বড় খুশি একজন মানুষ। কেননা কারো ভালো লাগা দেখে আমার হিংসা হয় না কিংবা কারো উন্নত দেখে আমার হিংসা হয় না। তবে সব সময় আমি চেষ্টা করি আমার নিজের অবস্থানকে আরো শক্ত করার এবং এই অবস্থানকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার। সুতরাং সকল প্রকার হিংসা বিদ্বেষ অহংকার সবকিছু বাদ দিয়ে নতুন করে শুরু করুন সবকিছু দেখবেন সফলতা শান্তি এবং উন্নতি সবকিছু একসঙ্গে আপনার হাতে ধরা দিবে। সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অনেক অনেক ভালবাসা জানিয়ে আজকের এ পর্যন্তই।

পোস্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি

amarbanglablog update image.png

শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য এই ব্লগ। বাংলা ছাড়া অন্য কোন ভাষায় এখানে সাপোর্ট করা হয় না।

স্পেশালি ধন্যবাদ দিতে চাই

@blacks @photoman @club75

আমাদের সাথে যোগাযোগ করুন

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9hrmo7HHjXhuejr1qDohdtJQsmCmKhy9HuRvHqMTJSKWVbMc2A7WQYb5wESGLzw3vN3PgJA2J.png

Discord official link

প্রিয় রেগার্ডস

png_20220130_135916_0000.png

@steem-for-future

Sort:  
 3 years ago 

লিখাটি পড়ে ভাল লাগলো ভাইয়া। খুব ভাল লিখেছেন। ব্যস্ত শহরের মানুষগুলোও খুব ব্যস্ত। একটা রুটিন বাধা জীবনে চলে সবাই। দিন শেষে তারা নিজে বা সমাজ তাদের কাজে ভাল আছে কিনা সেই হিসেবটা মেলানোর সময় বা প্রয়োজনীয়তা কোনটাই হয়ত তারা বোধ করেনা। কিন্তু সব কিছুর আগে আত্ম সন্তুষ্টি দরকার। নিজে ভেতরে বাইরে ঠিক থাকতে হবে। আর সেই সাথে নিজের মানুষদেরও ভাল রাখার চেষ্টা করতে হবে। আর ঠিকই উদাহরণ দিয়েছেন, দিন শেষে আমাদের লোভহীন, হাসিখুশি আর সাদা মনা একজন মানুষের দিকে তাকানো উচিত!

 3 years ago 

মনের মত মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমি দেখেই বুঝতে পেরেছি এটা একদম সুশ্রী একটা মন্তব্য। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত সুন্দর করে ব্লগটি করে তার পরে রিপ্লাই দেওয়ার। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আবার ব্লগটি ভিজিট করে এবং তার সাথে অসাধারণ বক্তব্য যুক্ত করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। আর শুভ কামনা রইল আপনার জন্য যেন নিজের জীবনমন্ত্রে অটুট থাকতে পারেন।

 3 years ago 

অবিরাম ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন। সবগুলোই আপনার জন্য। সুন্দর থাকুন সেই কামনা সব সময়

 3 years ago 

আপনি চমৎকার কিছু কথা বলেছেন। আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমার ব্লগটি ভিজিট করেছেন এজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনার লেখাটি সত্যি অনেক তথ্যবহুল এবং অনেক শিক্ষনীয়। আপনার লেখার গভীরতা অনেক বেশি। সত্যি অসাধারণ দেখতে পারেন আপনি। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ রইল লেখাগুলো এবং আমার ব্লগটি ভিজিট করার জন্য। আসলে আমার এই সকল লেখাগুলো আপনাদের ভালবাসা এবং অনুপ্রেরণাই তৈরি। আপনারা পাশে আছেন বলেই আমি লিখতে পারি। ধন্যবাদ পাশে থেকে সুন্দর সাপোর্ট নিশ্চিত করার জন্য।

 3 years ago 

অতীব সত্য কথা বলেছেন এবং এটাই বাস্তবতা। অনেক ভালো হয় কারণ এক পা কেউ যদি পিছিয়ে রাখে ওই এক পা পেছানোর কারণে আরও 10 জনের ভালো হতে পারে। বা নিজের জন্যও ভালো হতে পারে।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি বাস্তবমুখী পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আরে সকল বিষয়ে লেখার মনোভাব তৈরি হয় এবং অনুপ্রেরণা পাই আপনাদের কাছে থেকে। সব সময় আপনাদের সার্পোট পেয়ে কাজ করার উৎসাহ বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল অসম্ভব সুন্দর মন্তব্য দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 90511.59
ETH 3105.48
USDT 1.00
SBD 2.94