অগ্নি নিরাপত্তা 🔥 ১০% @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

firefighter-2679283__480.webp

Scr

আসসালামু আলাইকুম

হ্যালো @amarbanglablog ,

আশা করছি সকলেই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো। আমি আজকে আবারো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম একটা সতর্কতামূলক পোস্ট নিয়ে। আমি আজকে আপনাদের সামনে আগুন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আগুন এর ব্যবহার সহ বিভিন্ন প্রকার সচেতনামূলক দ্রব্যসামগ্রীর কিছু বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব। আশাকরি সকলেই উপভোগ করতে পারবেন এবং কিছু জানতে পারবেন আমার ব্লগ থেকে।

তো সকলে আমন্ত্রিত আমার বাংলা ব্লগ পরিবারে #steemit প্লাটফর্মে, @steem-for-future দ্বারা । সকলেই আমন্ত্রিত।

ইতিপূর্বে আমি আপনাদের অবগত করেছিলাম যে আমি বাংলাদেশের স্বনামধন্য গার্মেন্টস ফ্যাক্টরি টি এন্ড জেড অ্যাপারেলস লিমিটেড এ দীর্ঘ চার বছর যাবৎ কাজকর্ম করি। কিন্তু হঠাৎ রাজনৈতিক সমস্যার কারণে আমি সেখান থেকে চাকরি থেকে রিজাইন দেওয়ার পর চাকরি থেকে বের হয়ে আসি। তবে আমি আজকে আপনাদের সামনে যে ঘটনা শেয়ার করব এটি আমার চাকরিরত অবস্থায়।

20211227_121859.jpg

https://w3w.co/twisty.soonest.goodness
সকল কর্মীদের জীবনের নিরাপত্তা অর্থাৎ অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের ফ্যাক্টরির পক্ষ থেকে সকল কর্মীকে অগ্নিনিরাপত্তা ট্রেনিং দেওয়া হতো। যেখানে যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত ফ্যাক্টরিতে আগুন লেগে যায় তবে সেখান থেকে একজন কর্মী কিভাবে খুব সহজেই বের হয়ে আসতে পারে এবং তার জীবন বাঁচাতে পারে সে বিষয়ে যথেষ্ট পরিমাণে জ্ঞান দেওয়া হতো।। কাজ করার ক্ষেত্রে কোন প্রকার অসুবিধা যাতে না হয় এবং যদি কোন অগ্নিকাণ্ড ঘটে তবে সেখান থেকে বেঁচে আসা সকল প্রকার প্রয়োজনীয় ট্রেনিং এখানে দেওয়া হতো। সুতরাং এটি অনেক মূল্যবান এবং সকল শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাহায্য করে।।
20211227_123004.jpg
https://w3w.co/twisty.soonest.goodness
20211227_122232.jpg
https://w3w.co/twisty.soonest.goodness
20211227_123007.jpg
https://w3w.co/twisty.soonest.goodness
20211227_123009.jpg
https://w3w.co/twisty.soonest.goodness
20211227_123016.jpg

https://w3w.co/twisty.soonest.goodness
সর্বপ্রথম ফায়ার এলার্ম বাজানো হয়। ফায়ার এলার্ম বাজানোর মাধ্যমে নিশ্চিত করা হয় যে ফ্লোরে আগুন লেগেছে। তবে যেদিন ট্রেনিং করানো হয় তবে আমাদের মাইকে সর্বপ্রথম অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হয় যে এখন ফায়ার ডিল ট্রেনিং করানো হবে। সুতরাং সকলকে সে বিষয়ে অবগত করানো হয় পূর্বেই।

পরে ফায়ার এলার্ম বাজানোর মাধ্যমে সকল শ্রমিক যাতে সমবেত স্থানে সমবেত হয় সেজন্য ফায়ার এলাম বাজানো হয়। ফায়ার এলার্ম বাজানোর পর সকলেই একই স্থানে সমবেত হয়। সকলেই একই স্থানে সমবেত হওয়ার পর আমাদের ফায়ার ট্রেনিং শুরু হয়ে যায়।
20211227_123013.jpg
https://w3w.co/twisty.soonest.goodness
20211227_123021.jpg

https://w3w.co/twisty.soonest.goodness

আমাদের যে ফায়ার ট্রেনার আছে সে আমাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। সকল শ্রমিক যখন মাঠের ভিতরে সমবেত হয় তখন মুঠো মাইক ব্যবহার করে সকল শ্রমিক এবং সকল ইস্টাফ ব্যক্তিদেরকে এই বিষয়ে অবগত হয় করা হয়। আগুন লাগলে দ্রুত কিভাবে ফ্লোর থেকে বের হয়ে আসতে হবে এ সংক্রান্ত সকল তথ্য দেওয়া হয়। আমি আপনাদের মাঝে বেশ কিছু তথ্য দেবার চেষ্টা করছি যেগুলো আপনাকেও গুরুত্বপূর্ণ ভাবে সাহায্য করতে পারে।।

  • ফ্লোরে আগুন লাগলে আতঙ্কিত হওয়ার কোন দরকার নাই। কেননা মানুষ আতঙ্ক বিশ্বাস করে এবং খুব দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়ে যায়। এ ক্ষেত্রে কখনোই আতঙ্কিত হওয়ার কোন প্রয়োজন নাই

  • আপনার কাছে যে ফ্রি থাকবে সেই সিঁড়ি দিয়ে আস্তে ধীরে নামতে থাকুন। দৌড়াদৌড়ি করার কোন দরকার নাই

  • আপনি যদি জানতে পারেন যে আপনি যেই বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিং এ আগুন লেগেছে তাহলে কখনই লিফট ব্যবহার করতে যাবেন না। কেননা লিফট ব্যবহার করার ফলে বৈদ্যুতিক সমস্যা হলে আপনি লিফট এর ভেতরে আটকে থাকবেন এবং সেখানে ঝুঁকি আরো বেশি থাকবে।

  • আগুন লাগলে কখনোই প্রয়োজনীয় জিনিসপত্রের মায়া করা যাবে না। ফ্লোরে কর্মরত অবস্থায় যদি কোন পার্সেল থেকে থাকে তাহলে সেটা সেখান থেকে যাক। আপনি যত দ্রুত সম্ভব তোর থেকে বের হয়ে আসার চেষ্টা করুন।

  • যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিসের নাম্বারে কল করুন অথবা জরুরী হস্নাইন নাম্বারে ফোন করে সাহায্যের জন্য আবেদন করুন।

  • আতঙ্কিত না হয়ে অগ্নিকাণ্ড নির্গমনে ফায়ার এর দায়িত্বরত ব্যক্তিদের অবগত করুন।

আশা করছি উপরোক্ত এই নিয়মগুলো মেনে চলতে পারলে আপনি খুব সহজেই অগ্নি কান্ড দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারবেন।

20211227_123036.jpg
https://w3w.co/twisty.soonest.goodness

শুধু আমরা শ্রমিকরাই যে ফায়ার ডিল এ অংশগ্রহণ করেছিলাম সেটা কিন্তু না। আমাদের সাথে আরো অংশগ্রহণ করেছিল আমাদের অফিসের মেডাম গন এবং ডাক্তারেরা সহ সকল এই। কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
20211227_121734.jpg
https://w3w.co/twisty.soonest.goodness
best write.png

আগুনের ব্যবহার প্রতিনিয়ত ঐ। আপনি প্রতিনিয়ত এটি ব্যবহার করে। ফোনের চার্জ করা শুরু থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে বৈদ্যুতিক ব্যবহার রয়েছে। এখানে আমরা মূলত বৈদ্যুতিক বলতে আগুন বুঝিয়েছি। সুতরাং প্রতিটি ক্ষেত্রে আমরা যখন আগুন ব্যবহার করছি তবে সে ক্ষেত্রে আমাদের অবশ্যই সে বিষয় সম্পর্কে অবগত হওয়া জরুরী। কেননা সামান্য ভুলের কারণে ঘটতে পারে অগ্নি দুর্ঘটনা। আর এই অগ্নি দুর্ঘটনা এড়াতে আমাদের প্রত্যেককেই গুরুত্বপূর্ণ ভাবে অগ্নি সম্পর্কে সকল প্রকার সচেতনতা অবলম্বন করতে হবে এবং অগ্নি নির্বাপক যন্ত্র সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হবে। অগ্নি দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় ট্রেনিং গুলো গ্রহন করুন। ধন্যবাদ সকলকে।

best write.png

ফটোগ্রাফিক সম্পর্কিত তথ্য

ফটোগ্রাফিঅরিজিনাল
ফটোগ্রাফার@steem-for-future
Device Samsung galaxy f22
LocationGazipur Bangladesh
W3Ww3w location

স্পেশালি ধন্যবাদ

@blacks @photoman @shy-fox #club75

regards

IMG_20210808_163639_mfnr.jpg

@steem-for-future

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো অবশ্যই আমাদের অগ্নিনিরাপত্তা বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে হবে যেন কোনো রকমের সমস্যায় পড়লে আমরা সেখান থেকে উদ্ধার কাজ চালাতে পারে ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ব্লগ টি পড়ার জন্য এবং সঠিকভাবে অনুধাবন করার জন্য ধন্যবাদ। আশা করছি সামান্যতম উপকারে আসবে আমার এই লেখাগুলো।

সতর্ক হোন, নিরাপদ জীবন যাপন করুন

 3 years ago 

খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন।আসলে সবার সচেতনতাই পারে সব দুর্ঘটনা এড়াতে।আশা করি আপনর এই পোস্ট পড়ে অনেকেই অনেক কিছু জানবে এবং নিজে সচেতন হবে।

 3 years ago 

ঠিক কথা বলেছেন ভাই। আমাদের অবশ্যই এ বিষয়ে সর্তকতা অবলম্বন করতে হবে তবেই দুর্ঘটনা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারব রক্ষা করতে পারবো আমাদের সুবিশাল অর্থনীতিকে।

ধন্যবাদ মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন। এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সতর্ক থাকা উচিত। আপনার কথাগুলো শুনে অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হয় অগ্নি নিরাপত্তার জন্য আপনার দেওয়া বিষয়গুলো মাথায় রাখা দরকার। তাহলে এ সমস্যায় পড়লে তার একটা সমাধান বের হবে। আমাদের মাঝে অগ্নি নিরাপত্তা নিয়ে এই বিষয়টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

এটা সত্যি আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জানা জরুরী। এই বিষয়ে আমাদের অবশ্যই সকলকে অবগত হওয়া দরকার। এটিকে সকলের জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

ব্লগটি ভিজিট করে সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

ভাই আপনি খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন, আমাদের বেঁচে থাকার পেছনে এই বিষয়গুলো ধারণ করা ও শেখা প্রতিটি নাগরিকের জন্য অত্যাবশ্যক একটি কর্তব্য বলে আমি মনে করি। শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

একদম ঠিক কথা ভাই। এটি আমাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ একটি জানা জরুরী বিষয়। কেননা আমাদের জীবন ধারণ করতে হলে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ।

ধন্যবাদ ব্লগটি ভিজিট করার জন্য

 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। অগ্নি নির্বাপক প্রশিক্ষণ আমার কাছে মনে হয় সকলের জন্যই প্রযোজ্য। বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরী থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলোতে আগুন লাগার ঘটনা একটি কমন ঘটনা। আপনার সৌভাগ্য হয়েছিল চাকরির সুবাদে এই প্রশিক্ষণ নেয়ার। যার ফলে আমরা আপনাদের পোষ্ট থেকে এবং আপনার প্রশিক্ষণ নেয়ার অভিজ্ঞতা থেকে এই সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই। অগ্নি নিরাপত্তা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাছাড়াও এখন বিভিন্ন কলকারখানায় আগুন লাগছে এবং এ বিষয়ে সর্তকতা অবলম্বন করতে না পারলে আমাদের জীবন হারাতে হতে পারে। তবে সে ক্ষেত্রে আমাদের অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে।

বিষয়টি আমি নিজে জানতে পেরে এবং আপনাদেরকে জানাতে পেরে অনেক ধন্য মনে করছি

 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক একটি পোস্ট বলে মনে করি ।যা আমাদের এই বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত বলে মনে করি। শুভকামনা রইল

 3 years ago 

অবশ্যই সর্তকতা অবলম্বন করবেন ভাই। কারণ আমরা যদিও সতর্ক হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের অনেক বড় সমস্যা দেখা দিতে পারে। ধন্যবাদ আপনাকে বিষয়টি বুঝতে পারার জন্য।

 3 years ago 
আমি নিজেও মনে করি আমাদের সকলের জীবনের নিরাপত্তার সার্থে আমাদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ জেনে রাখা উচিত। তাতে করে বিপদের সময় আমরা নিজেদের জীবন রক্ষা করতে পারবো। ধনবাদ আপনাকে ভাই।
 3 years ago 

আপনি চাইলে এটি করতে পারেন। যেকোনো প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আপনি আপনার বাসা বাড়ি অথবা পরিবারের কথা চিন্তা করে ফায়ার ট্রেনিং করে নিতে পারেন। যা আপনার পরবর্তী জীবনকে আরও সমৃদ্ধ এবং সুন্দর করতে সাহায্য করবে

আগুনের লেলিহান শিখার মতো নিজেকে জ্বালাতে না পারলে,সে যে কউকে ছাড়েনা।তাই জ্বলে উঠার নামই প্রশিক্ষণ হতে পারে। সুন্দর করে উপাস্থাপন করলেন, ভাই।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন। খেলা করতে হলে অবশ্যই কৌশল জানতে হয়। সুতরাং আগুনের ব্যবহার করতে হলে অবশ্যই এর সঠিক ব্যবহার জানতে হবে এবং কোন কারণে দুর্ঘটনা ঘটলেই এর থেকে মুক্তির উপায় জানতে হবে।

ধন্যবাদ মন্তব্য করার জন্য

আপনাকে সবসময় স্বাগতম জানাই। 🌹

 3 years ago 

আগুন আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। কিন্তু এই আগুন আমাদের ক্ষতির কারন হতে পারে যদি আমরা সচেতন না থাকি। আপনার পোষ্ট টি পড়ে বুঝতে পারলাম হটাৎ আগুন লাগলে কি করনীয় । তবে আমাদের দেশে এই আগুন লাগা বিষয়টি বার বার সতর্ক করার সত্ত্বেও একই দূর্ঘটনা ঘটে যাচ্ছে প্রতি বছর। বিভিন্ন নিয়ম কানুন বেধে দেওয়ার পরও বহু গামেন্টর্স সেই নিয়মে চলছে না। যে কারনে এমন সমস্যা হচ্ছে। যাই হোক আপনার পোষ্ট টি খুবি গুরুত্বপূর্ন এবং সচেতনতামূলক। খুবি ভাল লাগলো । ধন্যবাদ।

 3 years ago 

এটা আমাদের প্রতিদিনের জীবনে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাহায্য করে। আগুন যেমন আমাদের অতীব গুরুত্বপূর্ণ জিনিস আবার এটি অপব্যবহার হলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

তবে আমাদের প্রত্যেককেই এই বিষয়ে সর্তকতা অবলম্বন করতে হবে। বিষয়টি কখনোই অবহেলা চোখে দেখা উচিত নয়।

যখন পোস্ট পড়ে অসাধারণ মন্তব্য করেন তখন বুকটা ভরে যায় এবং লেখা সার্থক হয়ে যায়। তখন আর কোন ক্লান্তি ক্লান্তিময় থাকেনা।

অনেক অনেক ধন্যবাদ ভাই অসাধারণ মন্তব্য দেওয়ার জন্য।

 3 years ago 

আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।আসলে এগুলো সম্পকে আমাদের সকলে জানা উচিত।আসলে আমরা বিপদে খুব আমরা আতঙ্কিত হয়ে যাই।ভালো লাগলো। আপনি খুব সুন্দর লিখেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু বিষয়টি বুঝতে পারার জন্য। সর্বপ্রথম আমাদের অগ্নি সম্পর্কিত ট্রেনিং গ্রহণ করতে হবে এবং পরবর্তীকালে আতঙ্কিত না হয়ে যদি কোন দূর্ঘটনা ঘটে তাহলে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য প্রদান করার জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56596.99
ETH 2394.78
USDT 1.00
SBD 2.32