প্রথম দিনের অফিসের অনুভূতি এবং বৃষ্টি উপভোগ ।১০% 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

20220511_072814.jpg

আসসালামু আলাইকুম বন্ধুগণ।

সবাইকে স্বাগতম #amarbanglablog

সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। আশাকরি সকলেই সুস্থ সুন্দর এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলেই সুস্থ সুন্দর এবং ভাল থাকুন সবসময় এই কামনা করি এবং সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও যেন সবসময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি।

সম্ভবত অনেক রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আকাশে প্রচণ্ড মেঘ। সারারাত বৃষ্টি হওয়ার কারণে শহরের রাস্তা গুলো কেমন জানি পিচ্ছিল হয়ে গেছে। যদিও ইট-পাথরের রাস্তা তারপরেও রাস্তার পাশে শ্যাওলা জমে রাস্তাগুলো পিচ্ছিল। খুব সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করি এবং সকালের গোসল শেষ করে নাস্তা শেষ করে। অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে গিয়ে অনেক ভাল লাগছিল। কেননা ঈদের পরে গতকাল কে ছিল অফিসের প্রথম দিন। সবার সাথে কোলাকুলি এবং পুনরায় আলাপ-আলোচনা করে অনেকক্ষণ সময় আনন্দ কোরছিলাম।

PSX_20220510_184255.jpgPSX_20220510_184341.jpg

https://w3w.co/state.goofy.reddish

ঠিক এমন সময় প্রিয় মানুষটির কাছ থেকে চলে আসলো ছোট একটি গিফ্ট। যদিও গিফট এর কোন বড়দিন বা ছোট অংশ থাকে না তার পরেও এটি আমার কাছে অনেক ভালো মানের একটা বিষয় ছিল। প্রিয় মানুষ যখন কোন কিছু গিফট করে সেটি পাওয়ার আনন্দ সত্যিই অন্যরকম। তাই আমার মনটা সত্যিই অনেক ফুরফুরা হয়ে গিয়েছিল সকাল সকাল এত সুন্দর একটা গিফট পেয়ে।

মনটা খুশিতে নাচানাচি করতে লাগল। যাই হোক তারপর অনেকদিন অফিস বন্ধ থাকার কারণে যথেষ্ট পরিমাণে কাজ ছিল না। তাই বসে ছিলাম। দুপুরের খাবারের সময় পর্যন্ত বসে থাকার পর দুপুরের খাবারের প্রায় 10 মিনিট পূর্বে আমার মেশিনের কাজ চলে আসলো। যাইহোক মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমরা দুপুরের লাঞ্চ করার জন্য।

বাসায় চলে আসার পরে দুপুরের খাবার শেষ করি। এমন সময় অফিসে যাওয়ার সময় আবার শুরু হল গুড়ি গুড়ি বৃষ্টি। যদিও ভাল লাগছিল তার পরে মনটা কেমন জানি বিরক্ত বিরক্ত লাগছিল। যাই হোক তার পরেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বিজেপি অফিসে চলে গেলাম এবং অফিসের কার্যক্রম শুরু করে দিলাম। যেহেতু প্রথম দিনের অফিস সবাই অনেক জার্নি করে অফিসে এসেছে তাই আমাদের পুরো অফিস বিকেল পাঁচটায় ছুটি হয়ে গেল।

PSX_20220510_184020.jpg

https://w3w.co/state.goofy.reddish

অফিস ছুটি হয়ে যাওয়ার পর শুরু হলো আবার অন্য আরেক সমস্যা। গুড়ি গুড়ি বৃষ্টি যেন থামছেই না। এদিকে অনেক মানুষ অফিসে ছাতা নিয়ে আসেনি। তাই সবাই অফিসের প্রধান গেটে দাঁড়িয়ে ছিল। আবার কেউ কেউ এই গুড়ি গুড়ি বৃষ্টির ভেতর দিয়েই ভিজতে ভিজতে অফিস থেকে কর্মস্থল ত্যাগ করেছিল। মাঝে মাঝে দুই একটা গাড়ি আসছিল। কিন্তু মানুষ গুলো খুব দ্রুত সেই গাড়িতে আহরণ করে তাদের বাসায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছিল। গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু সত্যিই অনেক আনন্দ এবং উপভোগ করার একটা সময়। তবে এই বৃষ্টি যদি আমাদের জীবনযাত্রার মানকে থামিয়ে দেয় কিংবা আমাদের কর্মস্থল কিংবা আমাদের সামনের রাস্তায় বাধা সৃষ্টি করে তবে সেটি সত্যিই মন্দ লাগার মতো একটি বিষয়।

জাইহক আমিও ছাতা নিয়ে সেই ভিড়ের মধ্যে শহরের অসাধারণ দৃশ্য উপভোগ করছিলাম। একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং সকল মানুষের অফিস ছুটি হয়ে যাওয়ার অসাধারণ আনন্দঘন মুহূর্ত গুলো সত্যি আমাকে অনুপ্রাণিত এবং অনেক অনেক মজার ছিল প্রতিনিয়ত।।।
PSX_20220510_183937.jpg
https://w3w.co/twisty.soonest.goodness

এভাবে গুড়ি গুড়ি বৃষ্টি ভিতরে আমি ছাতা নিয়ে হাটাহাটি করছিলাম। ঘোরাঘুরি করতে আমার এমনিতেই অনেক অনেক ভালো লাগে। এদিকে পাঁচটায় অফিস ছুটি হয়ে গেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি। অফিস থেকে বাসায় আসার রাস্তায় আবার সামান্য পরিমাণে কাদা ছিল। তাই মনে চাইছিল না যে অফিস থেকে বাসায় ফিরে আসি। যাই হোক তখন আমি আবার নতুন কিছু আবিষ্কার করা শুরু করে দিলাম।

আমি ছাতা নিয়ে আমার গার্মেন্টস ফ্যাক্টরির আশেপাশে দোকান ঘোরাফেরা করছিলাম। বেশ ভালই লাগছিল আমার। এমন করে ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সূর্য ডুবে গিয়েছিল। তবে মানুষ সারাদিন যে সকল কার্যক্রম চালিয়ে যায় সেগুলো দেখতে আমার অনেক অনেক ভালো লাগে। তাই আমি সেই মানুষগুলোর কার্যক্রম দেখছিলাম।

কেউ কেউ অনেক ব্যস্ত আছে মাছ কিনতে গিয়ে। আবার কেউ কেউ অনেক ব্যস্ত মুদিখানার দোকানে কেউ বা আবার সবজির দোকানে। তবে আমি এই সমস্ত বিষয় গুলো উপভোগ করছিলাম সম্পন্ন বৃষ্টিতে ভিজে ভিজে। যদিও আমার কাছে ছাতা ছিল তার পরেও বৃষ্টিতে ভিজে হালকা হবে আমি এই অসাধারণ সন্ধ্যার পূর্ব মুহূর্তের দৃশ্য গুলো নিজের অন্তরে উপভোগ করছিলাম খুব আনন্দের সাথে। আমি একজন ভ্রমন প্রিয় মানুষ এবং সব সময় ভ্রমণ করতে ভালো লাগে এবং নতুন কিছু দেখতে এবং আবিষ্কার করতে অনেক অনেক ভালো। সুতরাং বিকেল বেলার এই পুরো মুহূর্তটা আমার কিন্তু অনেক অনেক ভালভাবে কেটেছিল। বিশেষ করে সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমি যে ফটোগ্রাফি করেছিলাম এটি ছিল আমার সবথেকে অসাধারণ এবং সর্ব প্রধান এবং ভালোলাগার ফটোগ্রাফি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সাথে থাকার জন্য আমার বাংলা ব্লগের।

red.amar.png

Photographyoriginal
Photographer@steem-for-future
DeviceSamsung galaxy f22
EditAdobe Photoshop express
Categorytravelling joy

Discord logo.png

Join us on discord server here

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaGZGHykMb9Ly3tnz6Ry5CgD18hg21dpJk2CFBm5Z6kJyeuFD148wXcjBvqAGX...HugJ2J54AbfC7YuBe3dYpJ7DazhXozc73VuoifbNudfwtLhcLWtNfmzi3JdiHv17ptYnn6f8bgsNLoHkz24hf52SoJaWh7HaPPtjW5JJbQGifHZ8VdXxQ4SfkS.png

প্রিয় রেগার্ডস

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328Y7XZYyKNJDVdc5VZAE6c1mWa2jt4kCgREHADiLAWNFTJmdbCDKesMirHXucwwLtrCoFsaGw3xwGPGduocGUW62isHiykdKEKWXg.jpeg

@steem-for-future .

পোস্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি

abb.gif

@amarbanglablog

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Sort:  
 2 years ago 

আসলেই প্রিয় মানুষের গিফট যতই ছোট হোক না কেন,ঐটা অন্যরকম ভালো লাগা কাজ করে।আর দোয়া চেয়েছেন,দোয়া করি ভালো থাকেন সবসময়ই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গিফট সবসময়ই অমূল্য। সেটা যত ছোট হোক কিংবা বড় হোক। ধন্যবাদ আপু ব্লগ টিপ পড়ে সুন্দর মানের মন্তব্য করার জন্য।

 2 years ago 

গিফট যেটাই হউক না কেন তা গ্রহন করার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে আর তা যদি হয় প্রিয়জনের কাছ থেকে তাহলে তো কোন কথাই নেই।আপনার জন্য রইল অফুরন্ত দোয়া ও আর্শীবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সহমত পোষন করার জন্য। সব সময় পাশে থেকে মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।

 2 years ago 

আসলে একটা কথা ঠিকই বলেছেন গিফট কখনো দামের সাথে মূল্যায়ন করা উচিত নয়। বিশেষ করে প্রিয় মানুষের গিফট হলে তো কোন কথাই নেই। সেটা যাই হোক না কেন মাথায় তুলে রাখা উচিত। অনেকদিন ছুটির পর প্রথম অফিসের অনুভূতিটা বেশ ভালই লাগলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার চমৎকার মন্তব্যের জন্য। খুবই ভালো লাগছে আপনার মন্তব্য পড়ে। পাশে থেকে গঠনমূলক মন্তব্য এবং সহমত পোষন করার জন্য আন্তরিক ধন্যবাদ রইল।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া প্রিয় মানুষের দেওয়া ছোট্ট একটা জিনিস নিজের কাছে খুব বড় মনে হয়। যাইহোক আপনার ছবি দেখে বোঝা যাচ্ছে অফিসের প্রথম দিন ভালো একটি সময় কাটিয়েছেন। কিন্তু বৃষ্টির কারণে একটু ব্যাঘাত ঘটেছে। আপনাকে ধন্যবাদ ভাইইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

প্রথম দিনের অফিস যাই হোক ভালো কাটছে তার পরেও সত্যি কথা বলতে বৃষ্টির কারণে কেমন জানি একটা এলোমেলোভাবে চলে এসেছিল। যাই হোক তার পরেও অনেক উপভোগ করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ছুটি শেষে এখন সবারই কাজে ফেরার পালা। তো আপনি অনেকদিন পর অফিসে সবার সাথে দেখা করছেন এজন্যই খুব ভালো লাগছে। আর একটি কথা বলেছেন যে প্রিয় মানুষের গিফট যত ছোট হোক না কেন সেটা দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ধন্যবাদ আপনাকে মুহূর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

সব সময় চেষ্টা করি আমার আনন্দের মুহূর্ত গুলো আপনাদের মাঝে তুলে ধরার। তবে একটা জিনিস অবশ্যই প্রিয় মানুষের দেওয়া গিফট যত ছোট হোক কিংবা বড় হোক সেটা বড় কথা নয়। গিফট মানি ভালোলাগা কাজ করার একটা বিষয়। ধন্যবাদ আপনাকে আপনার অনেক চমৎকার মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমদিনে অফিসে অনুভূতি এবং বৃষ্টির উপভোগ সবমিলিয়ে দারুন একটা মুহূর্ত পার করেছেন। আপনার অনুভূতির গল্প পড়ে অনেক ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক দিন অফিসে যাওয়া হয়না। তাই প্রথম দিনই অফিসের অনুভূতিটা একটু অন্যরকম ছিল। তাছাড়াও বৃষ্টি র কারণে গল্পটা আরো একটু ভিন্ন।

যাইহোক শেয়ার করতে পেরে আমি আনন্দিত।

 2 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন গিফট যেটাই হোক না কেন তা কখনো মূল্য দিয়ে বিবেচনা করা যায় না। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি অফিস অনুভূতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । দেখে খুব ভালো লাগলো। সত্যি খুবই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য। সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60023.73
ETH 3191.15
USDT 1.00
SBD 2.45