স্বাস্থ্যবান হতে চান?? শরীরের জন্য শাক- সবজির প্রয়োজনীয়তা🥗🧑‍⚕️10% বেনিফিসিয়ারি 🦊@shy-fox🦊কে

in আমার বাংলা ব্লগ3 years ago

20211201_162753.jpg

আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক অনেক ভালোআছি। সকলে সব সময় সুস্থ এবং সুন্দর থাকুন এই কামনা করি সবসময়। সকলেই সৃষ্টিকর্তার কাছে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ এবং সুন্দর থাকি সবসময়।

আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেশ কিছু সবজি এবং সে সকল শপজিগুলোর উপকারিতা বলার কথা।

সবজি আমাদের শরীরের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খাদ্য। সবজি আমাদের শরীরকে ভিটামিন দিতে সাহায্য করে এবং আমাদের শরীরকে সুস্থ এবং সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সকল প্রকার সবুজ শাকসবজি খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি আসে। যা থেকে আমরা অনেক ভিটামিন পাই এবং আমাদের শরীরের সকল প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।।

আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই ছয় ঋতু দেশে বিশেষ করে শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। সে সকল সবজি গুলো খুবই ভিটামিন সমৃদ্ধ এবং সেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।

তাছাড়াও এ সকল সবজি গুলো অনেক সহজলভ্য। অনেক মানুষ এ সকল সবজি গুলো কিনে খেতে পারে এবং তাদের পরিবার এবং সকলের ভিটামিনের চাহিদা পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সত্যি আমাদের শরীরের জন্য একটি অত্যাবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ খাদ্য।।
20210716_111135.jpg
শীতকালীন সবজি গুলোর মধ্যে টমেটো অন্যতম। যদিও কোনো কোনো এলাকায় বারোমাসি টমেটো পাওয়া যায় তার পরেও কমিটি হল শীতকালীন একটি সবজি।

টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সমূহ। যেগুলো আমাদের শরীরকে ভিটামিন সি এর সকল প্রকার অভাব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিন-সি আমাদের মুখের ঘা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।।
20210716_111127.jpg
ধনেপাতা আমাদের দেশের একটি অতি সহজলভ্য সবজি। ধনেপাতা ছাড়া যেন একটি সন্ধ্যা ও আমরা চলতে পারিনা। ধনে পাতার ভর্তা অথবা ধনেপাতা দিয়ে বিভিন্ন প্রকার সালাদ তৈরি করা সম্ভব। প্রচুর পরিমাণে খাদ্য উপাদান সমৃদ্ধ থাকায় ধনেপাতা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ ভিটামিন গুলো সংরক্ষণের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।।
20210716_111105.jpg
কেরালা একটি সুস্বাদু খাদ্য। বিশেষ করে কেরালা ভাজি খেতে আমার খুব ভালো লাগে। কেরালার ভিটামিন সম্পর্কিত তথ্য আপনি যদি জানতে চান তাহলে আপনার অবশ্যই উচিত হবে গুগল অথবা অনলাইনে সার্চ দিয়ে সে সকল তথ্য গুলো সম্পর্কে অবগত হওয়া।

আপনি কেরালার গুণ সম্পর্কে জানলে আশ্চর্য হবেন। কেরালার সবথেকে সুন্দরতম রেসিপি তৈরি করা সম্ভব কেরালা ভাজি করে।
20210716_111119.jpg
শীতকালীন সবজি গুলোর মধ্যে অন্যতম। লাউ খেতে খুবই মজার একটি সবজি। বিশেষ করে শীতকালীন সবজি গুলোর মধ্যে লাউ হল অন্যতম।।

আলু লাউ এবং সাথে যদি ডিমের রেসিপি তৈরি করেন তাহলে সেটা এতো সুস্বাদু হয় কখনোই ভুলতে পারবেন না। এবং এর পুষ্টিগুণ রয়েছে অত্যন্ত কার্যকর।

অসাধারণ এবং সুস্বাদু সবজিগুলোর মধ্যে লাউ আমার সবথেকে প্রিয়।।
20210716_111138.jpg

20210716_111104.jpg20210716_111100.jpg
20210716_110913.jpg20210716_111028.jpg

সবজি এবং আমাদের স্বাস্থ্য

তোমাদের স্বাস্থ্য রক্ষায় ভিটামিন এর গুরুত্ব অপরিসীম। ভিটামিন ছাড়া আমাদের শরীর কখনোই পরিপুষ্ট এবং পরিপূর্ণ শক্তি পেতে পারে না। সুতরাং আমাদের শরীরে ভিটামিনের গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে সবজি।।

আপনি চাইলে তিন বেলা মাছ মাংস দুধ ডিম কিংবা অন্যান্য মাংসাশী খাদ্য খেতে পারেন প্রতিনিয়ত। কিন্তু সেগুলো যেমন আমাদের শরীরের জন্য উপকারী তেমনি সেগুলো আমাদের শরীরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ হয়ে দাঁড়াতে পারে বিভিন্ন রোগের।

কিন্তু আপনি যদি তিন সন্ধ্যা সবজি খান কিংবা শাক সবজি দিয়ে আপনার জীবন শুরু করেন তাহলে সেখান থেকে কোনপ্রকার খারাপ রোগ কিংবা অপুষ্টিজনিত রোগ হবার সম্ভাবনা কোন কারণ নেই। কেননা শরীর গঠনের জন্য পূর্ণাঙ্গ এবং সবকয়টি খাদ্য উপাদান রয়েছে এ সকল শাকসবজির ভিতরে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পোস্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি

20211201_145444.jpg

স্ক্রীনশট থেকে নেওয়া

#amarbanglablog

শুধুমাত্র বাংলায় ডাবিং করার জন্য এক দুর্দান্ত ব্লগ। বাংলা ছাড়া এখানে অন্য কোন ভাষা সাপোর্ট করা হয় না।

স্পেশাল ধন্যবাদ জানাতে চাই

@shy-fox @abb-school @amarbanglablog @photoman @blacks #beautyofcreativity

আমার লোকেশন এবং w3w কোড

https://w3w.co/bullion.rocked.devotion

ডেলিগেট করুন আপনার স্টিম পাওয়ার। প্রতিনিয়ত লিকুইড স্টিম পেতে এবং কমিউনিটি থেকে যথেষ্ট সাপোর্ট পেতে @heroism এ ডেলিগেট এর গুরুত্ব সত্যিই অপরিসীম।।

20211201_145221.jpg

প্রিয় রেগার্ডস

20211201_001408.jpg

20211201_144900.jpg

@steem-for-future

পোস্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি

Sort:  

শীতের সবজির অফুরন্ত সমাহার তুলে এনেছেন ভাই। সুন্দর ছিল লেখা ও ছবি।

 3 years ago 

আপনাদের সামনে শীতকালীন সবজি সম্পর্কে অফুরন্ত সময় তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। জানিনা কেমন হয়েছে তবে আপনাদের সার্পোট পেয়ে মনে হচ্ছে খুব ভালো।

ধন্যবাদ অসাধারণ মন্তব্য দেওয়ার জন্য

আসলে কন্টেন্টটি ভাল ছিল। আর মার্কডাউন গুলো অনেক ভাল ছিল।

 3 years ago 

জি ভাই সবই আপনাদের দোয়া এবং অনুপ্রেরণা। শুভ সকাল সাথে শুভেচ্ছা রইল

 3 years ago 
  • ওয়াও ভাই সবজি গুলো অনেক তরতাজা, আমার তো দেখে অনেক খেতে ইচ্ছে করছে। আমার সবচেয়ে পছন্দের সবজি হলো টমেটো। এটি খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে ছোট মাছের সাথে চচ্চড়ি করলে আর তো কথাই নাই। ভাই প্রত্যেকটি সবজির গুনাগুন অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া রইল আপনার জন্য।
 3 years ago 

সবজি গুলো সত্যি অনেক তরতাজা। টমেটো খেতে আমার খুব ভালো লাগে। পাকা টমেটো লবণ দিয়ে খেতে অনেক টেস্টি।

তবে এখন শীতকাল আপনি চাইলে টমেটো কিনে সাথে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে পারেন।

গঠনমূলক এবং সুন্দর মন্তব্য প্রেরণ করেছেন যা সত্যিই পাঠকের মনকে আকৃষ্ট করতে সক্ষম। ভালোবাসা দিবেন

 3 years ago 

ভাইয়া,আপনি খুবই উপকারী একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। একদম ঠিক কথা বলেছেন ভাইয়া আমরা দুধ ডিম মাছ মাংস অথবা মাংসাশী অনেক খাদ্য খেতে পারি এগুলো তে রয়েছে উপকারি দিক এছাড়াও এগুলো শরীরের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সবজিতে রয়েছে প্রাকৃতিক ভিটামিন যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। শীতকালীন সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।আমরা অনেকেই সবজি খেতে চাইনা কিন্তু সবজি খাওয়া আমাদের প্রতিটা মানুষের দরকার নিজের শরীরকে সুস্থ রাখার জন্য।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,সবজি সম্বন্ধে উপকারী পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

গুরুপাক খাদ্য যেমন আমাদের শরীরের জন্য উপকারী তেমনি সেগুলো আমাদের শরীরের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সবজি কখনোই আমাদের শরীরের কোন পার্শপ্রতিক্রিয়া দেখায় না।

দেখেই বোঝা যাচ্ছে পুরো ব্লগ টি পড়েছেন। খুব ভালো লাগলো গঠনমূলক মন্তব্য দেখে যা পাঠকের মনকে আকৃষ্ট করে প্রতিনিয়ত।

ভালোবাসা অবিরাম আপু আপনার জন্য। ভালো থাকবেন এবং দোয়া রাখবেন

 3 years ago 

ভাইরে ভাই কী আর বলব। সবজি বাজার খেয়ে ফেললাম কিন্তু আমার স্বাস্থ্য আর ভালো হলো না। কিন্তু আমি শারীরিক ভাবে সুস্থ। এবং আমি আমার এই স্বাস্থ্য নিয়ে খুশি।

সবজি গুলোর ছবি গুলো দারুণ তুলেছেন ভাই। দেখতে অসাধারণ লাগছে। খুবই ভালো পোস্ট ছিল।

 3 years ago 

আমার পোস্ট এর থেকেও আপনার মন্তব্যটা ছিল অসাধারণ। শরীর-স্বাস্থ্য ভাই সৃষ্টিকর্তার দান। তবে এক্ষেত্রে আমরা মাত্র চেষ্টা করে যেতে পারি বাকিটা সৃষ্টিকর্তার হাতে।

ছবিগুলো ভালো লেগেছে এটাই অনেক পাওয়া। ভালোবাসা নিবেন ভাইয়া

 3 years ago 

সবজি বাজারের দারুন সব সবজি গুলো ছবি আপনি দিয়েছেন এখানে। বিশেষ করে শীতকালে আমাদের সবজি প্রচুর পাওয়া যায় । আরে সবজি আমাদের শরীরের জন্য খুবই জরুরী। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কত গুণ বাড়িয়ে দেয় এই শাক ও সবজি গুলো। গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন আমার বাংলা ব্লগে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সবজির বাজার থেকে অসাধারণ সবজিগুলোর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি এবং সেই সবজিগুলোর উপকারিতা সম্পর্কে লেখার চেষ্টা করেছি।

ব্লগ ডিজে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এতে আমার সার্থকতা। ভালো থাকবেন শুভকামনা রইল

 3 years ago 

একেবারে সঠিক সময়ে সঠিক পোস্ট।😋
শীতকাল এলেই আমার বড্ড ভালো লাগে বাহারী সব চমৎকার সবজি পাওয়া যায়।
আসলে সবজি খেতে আমি ভীষণ পছন্দ করি।
অসাধারণ পোস্ট ছিলো 🪄

 3 years ago 

শীত মানেই সবজির বাজার। চারিদিকে শুধু শীতকালীন সবজি আর সবজি।

আর এই সবজির ভিতর লুকিয়ে আছে আমাদের স্বাস্থ্য।

আসলে সবজি খেতে আমারও ভীষণ ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন

 3 years ago 

সবুজ শাকসবজি সবসময় শরীরের জন্য খুবই উপকারী। এখন যেহেতো বাংলাদেশে শীতাকাল এজন্য সবজি বেশি পাওয়া যাবে। আর বিভিন্ন রকমের শাক পাওয়া যায়। শাকে প্রচুর ক্যারোটিন থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনি খুব সুন্দর করে কথাগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ।।

 3 years ago 

গঠনমূলক এবং সবসময়ই উৎসাহমূলক মন্তব্য করেন যা সত্যিই কাজের অনুপ্রেরণা বেড়ে যায়।

ভালোবাসা রইল সবসময়

 3 years ago 

আসলে ঠিকই বলেছেন শীত ছাড়া এরকম সবজিগুলো পাওয়াই যায় না। যখনই আমাদের শীতের ঋতু আসে ঠিক তখনই বিভিন্ন রকমের সবজি ও আসতে থাকে যা আমাদের শরীরের জন্য খুবই ভালো একটা দিক। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর লেখার মাধ্যমে ভালো ভালো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সব সময় চেষ্টা করি আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরার জন্য। আসলে শীতকে বলা হয় সবজির মৌসুম। সে ছাড়া এত সুন্দর সুন্দর সবজি সচরাচর পাওয়া যায় না।

খুব সুন্দর মন্তব্য করেছেন যা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য

 3 years ago 

ভাই এত সুন্দর সুন্দর শাকসবজি শুধু দেখালে হবে না কিছু নিয়ে বেড়াতে আসেন, হাহা,আ। শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এবং মানবদেহের জন্য প্রতিটি সবজি খুবই কার্যকর এবং উপকারী। আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োজন হয় যেমন, তেমনি বিভিন্ন ধরনের শাক সবজিতে ভিন্ন ধরনের প্রচুর পরিমাণে ভিটামিন এবং আয়রন ভরপুর থাকে। তাই আমাদের সবারই উচিত সব ধরনের শাকসবজি প্রতিদিনের খাবার রুটিন রাখা জরুরী। আপনি অনেক সুন্দর করে প্রতিটি শাকসবজির বর্ণনা দিয়েছেন। এবং আমাদের সাথে অনেক সুন্দর করে পোষ্টটি লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

যাই হোক ভাই, রোবট এর এই যুগে একটা ইনভাইট তো পেলাম এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। যোগাযোগব্যবস্থা সুযোগ থাকলে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ।

জি ভাই প্রতিটি খাদ্য আমাদের শরীরের জন্য উপকারী। রুটিন অনুযায়ী এবং পরিমাপ মাত্রিক অবশ্যই আমাদের খাদ্য গ্রহণ করা উচিত।

খুব সুন্দর মন্তব্য করেছেন ভাই। ভালোবাসা নিবেন

 3 years ago 

শরীর সুস্থ রাখতে আমাদের উচিত নিয়মিত শাক-সবজি খাওয়া।শাক-সবজি খেলে দেহে চর্বি না জমে বরং রোগ প্রতরোধক্ষমতা সৃষ্টি হয়।শীতকালীন সবজি গুলো আমার খুব প্রিয়।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

শাকসবজি আমাদের শরীরকে পরিপুষ্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। সুতরাং আমাদের নিয়মিত মৌসুমী শাকসবজি গ্রহণ করা উচিত আমাদের শরীরকে আরো স্বাস্থ্যবান এবং সুন্দর করতে।

শীতকাল আমারও খুব প্রিয় কারণ শীতকালে প্রচুর পরিমাণে শীতকালীন সবজির আবির্ভাব ঘটে। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনারঅসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68236.23
ETH 2643.41
USDT 1.00
SBD 2.70