মুখোশধারী মানুষ সমাজে অত্যন্ত ভয়ংকর

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগে সকল বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সবসময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো।

আমাদের সমাজে এমন বেশ কিছু মানুষ রয়েছে যাদের চেহারা বোঝা অত্যন্ত কঠিন। তাই আমি আজকে আপনাদের মাঝে বিশেষ টপিক মুখোশধারী মানুষ সমাজে ভয়ংকর এই বিষয়ের লেখার জন্য উপস্থিত হয়েছি। শিক্ষামূলক ব্লগ উপভোগ করার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ করছি।

ai-generated-8368760_1280.jpg

SRC

photo-1534401661823-45bf556277d6.jpeg

SRC

আসলে এই সমাজে হাজার হাজার মানুষ রয়েছে যারা ভেতরে অনেক খারাপ হয়েও ভালোর মুখোশ করে আমাদের সামনে তাদের নিজেদেরকে উপস্থাপন করছে। যদিও তারা সমাজে নিকৃষ্ট ব্যক্তি তবে তাদের চলাফেরা এবং আপনার সাথে কিভাবে ওঠাবসা করবে তা দেখে আপনি কখনো বুঝতে পারবেন না এই মানুষের ভেতরটা এত নিকৃষ্ট।

মূলত তাদেরকে সমাজে আমরা মুখোশধারী ব্যক্তি হিসেবে অভিহিত করতে পারি। কারণ যদিও আমাদের মানবচোখ দিয়ে আমরা তাদেরকে ভালো মানুষ জানি তবে ভেতরে ভেতরে রয়েছে বিশাল ভয়ংকর গর্ত যে গর্তের ভেতরে আমরা খুব সহজেই চলে যায় এবং তাদেরকে বিশ্বাস করে ফেলি।

আর বিশ্বাস করার পরবর্তী সময়ে আমরা হাজার চেষ্টা করেও আর সেখান থেকে বের হয়ে আসতে পারে না এবং সর্বশেষ প্রতারণার মাধ্যমে আমাদের সর্বস্ব হারিয়ে এই পৃথিবীতে অসহায়ত্ব নিয়ে বেঁচে থাকতে হয়।

glasses-8461335_1280.jpg

SRC

photo-1611673983163-d985c0013006.jpeg

SRC

মুখোশধারী কথাটি আমরা বলতে আসলে খুব সাধারন মনে করি। কিন্তু এই মুকেশধারী কথাটির ভাবার্থক যদি আপনি বুঝতে চান তাহলে আপনার আশেপাশেই এমন যে সকল মানুষ রয়েছে যারা মুখে একটা বলে এবং অন্তরে আর একটা করে তাদের দিকে একবার তাকিয়ে দেখুন।

বিবেক বুদ্ধিহীন ওই মানুষগুলো আপনাকে বিভিন্ন সময়ে যখন আপনি অসহায় হবেন তখন আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনাকে উপকার করবে বলে বিভিন্ন। পরবর্তীতে যখন আপনি তার কাছে সাহায্য চাইতে যাবেন কিংবা সে আপনাকে সাহায্য করতে আসবে তখন বুঝবেন যে সে কত বড় প্রতারক কিংবা কত বড় মুখোশধারী ব্যক্তি।

উপকার করার কথা তো দূরে থাক উল্টা আপনার কাছেই সে অসহায় হয়ে যাবে। মাঝে মাঝে আপনাকে ভালো কাজ করতে বলবে এবং আপনি দেখবেন সেই কাজের বিরুদ্ধে আবার অপরপক্ষে এসে উনি নিজেই করবেন।

মূলত মুখোশধারী ব্যক্তিদের সম্পর্কে বলতে গেলে এটা সত্যি একজন সমাজের নিকৃষ্ট মানুষ।

ai-generated-8470562_1280.webp

SRC

একজন চোর, ডাকাত ছিনতাইকারী কিংবা ধর্ষণকারী সমাজের মানুষগুলোর যতটা ক্ষতি করতে পারে না ঠিক তার থেকেও শত গুণ বেশি ক্ষতি করতে পারে এই দুই চেহারাওয়ালা মানুষগুলো।

কারণ বাহির থেকে তাদের অপকর্মের কথা আপনি যদিও বুঝতে না পারেন তবে তার পরেও ভেতরে ভেতরে তারা যে এত নিকৃষ্ট কিংবা ছলনাময়ী তা আপনি কখনোই বুঝতে। ওহুদ করেই এই সকল মানুষগুলোকে বিশ্বাস করার মাধ্যমে এবং তারা আপনাকে অসহায়ত্বের সুযোগ নিয়ে বড় মাপের ক্ষতি করে ফেলবে এটাই তাদের স্বভাব।

মূলত সমাজে অবশ্যই আমাদের যদিও ভালো বন্ধু না থাকুক তবে তাও ভালো। তবে আমরা যেন এই মুখোশধারী ব্যক্তি গুলোকে চিনতে পারি এবং তারা যে আমাদের সমাজে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সে বিষয়ে যেন সৃষ্টিকর্তা আমাদের বোঝার জ্ঞান দেয়।

কারণ এই সকল মানুষগুলো অত্যন্ত ভয়ঙ্করই হয়ে থাকে
মুখে একটা বললেও অন্তরে তাদের আরো একটা বিষয় রয়েছে এবং সেটি অত্যন্ত ভয়ঙ্কর এবং আমাদের পরিবার সমাজ দেশ এমনকি বহির্বিশ্ব এটি অত্যন্ত ক্ষতিকারক।

তাই সব সময় আমাদের উচিত সবসময়ই সহজ সরল এবং সৎ ব্যক্তিদের সঙ্গে চলাফেরা করা। নিজেদের স্বার্থ অর্জনের ক্ষেত্রে যদি আমরা এ সকল মুখোশধারী মানুষগুলোর সঙ্গে চলাচল করি তাহলে আমাদের নিজেরই ক্ষতি। আর এর ফল বড় ভয়াবহতা রূপ দেয়।

আমার বাস্তব জীবন থেকে লেখা ব্লগ। আশা করছি এটি আমাদের কারো বেশি সচেতন হতে সাহায্য করবে। তাই আমাদের সকলের উচিত নিজেদের দিক থেকে সতর্ক থাকা এবং অবশ্যই সমাজে যাতে এ সকল মুখোশধারী মানুষগুলো স্থান না পাই, সেদিকে নজর রাখা।


abb.gif


Amarbanglablog Discord server link



ezgif.com-video-to-gif (6).gif

আমি

আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

kind regards

20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 6 months ago 

চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন ভাইজান। সমাজের বাস্তবতার প্রতি ছবি ফুটে উঠেছে আপনার লেখার মাঝে। সত্যি কথা বলতে কি ভাই সমাজে সব রকমের মানুষ থাকে। আর এই সমস্ত মানুষকে ঘিরেই যেন সমাজব্যবস্থা তবে তার মধ্য থেকে আমাদেরকে মুখোশধারী মানুষগুলোকে চিনেই পথ চলা উচিত। কারণ ওই জাতীয় মানুষগুলো সর্বদা ক্ষতিকর হয়ে থাকে

 6 months ago 

আপনারা যে পোস্ট পড়ে এত চমৎকার মন্তব্য করেন এটা আমার সত্যি অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আপনাদের এই মন্তব্য গুলো আমাকে অনুপ্রাণিত করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য

 6 months ago 

আসলে মুখোশধারী মানুষগুলো অত্যন্ত ভয়ংকর হয়ে থাকে। তাদের কোন চেহারা আসল এটাই বোঝা যায় না। অন্য সব মানুষদের থেকে এগুলোই বেশি ভয়ংকর। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রিয় মানুষগুলো ও মুখোশ পড়ে ঘুরে বেড়ায়, আর আমরা তাদেরকে চিনতেই পারি না। তাদের মুখোশের বাহিরে তাদের রূপ একরকম থাকে আর ভিতরে আরেক রকম। আমাদের সবারই উচিত মুখোশধারী মানুষগুলোর কাছ থেকে দূরে থাকা। আপনার লেখাটার মধ্যে বাস্তবিক বিষয়গুলো ছিল। আপনার আজকের পোস্ট আমার খুব ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 61119.19
ETH 2615.15
USDT 1.00
SBD 2.65