মৌলিক চাহিদা এবং আমাদের জীবন প্রণালী: বাসস্থান এবং আমাদের জীবন

in আমার বাংলা ব্লগ3 years ago

স্বাগতম @steem-for-future

20210729_093531.jpg

বাসস্থান

বাসস্থান আমাদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ অংশ। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বাসস্থান হচ্ছে অন্যতম।কেননা আপনার যদি একটি নির্ভরযোগ্য বাসস্থান না থাকে তাহলে আপনি এই সমাজে কিংবা এই দেশে কোন ভাবে সুন্দর ভাবে টিকে থাকতে পারবেন না

সেটি হতে পারে সং এবং খড় দিয়ে তৈরি বাসস্থান কিংবা ইট পাথর দিয়ে তৈরি ফ্লাট বাসস্থান। মোটকথা আপনাকে এই সমাজে বেঁচে থাকতে হলে অবশ্যই বাসস্থানের প্রয়োজন হবে।

বাসস্থান ছাড়া আপনি এই সমাজে বসবাস করতে পারবেন না। বাসস্থান মানুষের মৌলিক চাহিদা।আর এই চাহিদাগুলো পূরণ করতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে

20210729_093527.jpg

বাসস্থান এর গুরুত্ব

আসলে বাসস্থানের গুরুত্ব কথা বলে শেষ করা যাবেনা। এর গুরুত্ব অপরিসীম। খাদ্য শিক্ষা বস্ত্র এবং বাসস্থান এগুলো হল মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম।তবে এক্ষেত্রে সর্বপ্রথম আপনার একটি বাসস্থানের প্রয়োজন হবে। খাদ্য এবং স্বাস্থ্যের পরেই বাসস্থান এর স্থান।
20210729_093506.jpg
চিত্রে দেখা যাচ্ছে কিছু কার্ড এবং যন্ত্রপাতি দিয়ে বাসস্থান তৈরি করা হয়েছে।আমি সকালে ঘুম থেকে উঠার পরে যখন আমার পাশের বাড়িতে বেড়াতে গেলাম তখন দেখতে পেলাম কিছু মিস্ত্রিরি তাদের যন্ত্রপাতি দিয়ে একটি বাসস্থান মেরামতের কাজ করছে।

কেননা তাদের বাসস্থান এটি ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। এখন বর্ষাকাল।সুতরাং এমন অবস্থায় যদি বাসস্থানকে নির্মাণ না করা হয় তাহলে বর্ষাকালে প্রচন্ড বাতাসে এবং বৃষ্টির পানিতে বাসস্থান এটি একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। ওসুতরাং এমন অবস্থায় যদি এই বাসে স্থানটি মেরামত না করা হয় তাহলে হয়তোবা সে স্থানটি এমন ভাবে নষ্ট হয়ে যাবে যে সেটি পরবর্তীকালে আর কোন ভাবে ব্যবহার করা সম্ভব হবে না।সুতরাং কাঠমিস্ত্রি এবং এই ঘরের প্রকৃত মালিক এবং একজন সহকারি মিস্ত্রি মিলে কার্ড এবং টিন দিয়ে তাদের বাসস্থান কি পুনরায় ঠিক করছেন সেখানে সুন্দর ভাবে বসবাস করার জন্য।
20210729_093442.jpg

বাসস্থান ভাঙ্গা পুরনো কিংবা যতদূরই হোক না কেন বাসস্থান আমাদের জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ।যে সকল মানুষ ভূমিহীন এবং তাদের বাসস্থান নাই তারাই বুঝতে পারবে পৃথিবীতে টিকে থাকা কতটা সম্ভব। কেননা আমাদের আবহাওয়া প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। কখনো বর্ষাকালের বন্যার পানি,কখনো আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দেয় এবং কখনোবা প্রচন্ড রোদ রোদে আপনার মাথা পুড়িয়ে দেয়।এমন অবস্থায় আপনার যদি একটি নির্ভরযোগ্য বাসস্থান না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন পৃথিবীটা কত স্বার্থপর এবং পৃথিবীর মানুষগুলো কতটা স্বার্থপর হতে পারে।

20210729_093429.jpgতবে সে ক্ষেত্রে বাংলাদেশের যে সকল প্রতিনিধির গুলো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কেননা তারা বাংলাদেশের অনেক মানুষ গুলোকে সাহায্য এবং সহযোগিতা করে আসছে রাজনৈতিকভাবে।যদিও এখানে রাজনীতি কোন আলাপ নেই আমি বলতে চাই না। তার পরেও অসংখ্য ধন্যবাদ বর্তমান সরকার এবং তাদের এমপি মন্ত্রী এবং সকল নেতাকর্মীদের।

কেননা তারা বাংলাদেশের নিরীহ এবং অসহায় মানুষদেরকে ঘর দান করেছে।।।

20210729_093426.jpg

20210729_093412.jpg

20210729_093431.jpg

20210729_093429.jpg

20210729_093417.jpg

এটি হচ্ছে মূল এবং প্রধান মিস্ত্রি। একজন প্রধান মিস্ত্রির সাথে সহকারি একটি রয়েছে।বাড়িওয়ালা তাদেরকে যে অনুযায়ী দিক নির্দেশনা দিয়েছে তারা ঠিক সেভাবেই তাদের ঘর গুলো ঠিক করার কাজে ব্যস্ত রয়েছেন।

এরা মূলত ঘরের টিনগুলো ফিটিং করছে এবং তার কাটা দিয়ে সেগুলো আটকে দিচ্ছে। আর প্রধানমন্ত্রীকে সাহায্য করছে তার সহকারী একজন মিস্ত্রি।

খুব সুন্দর একটি অসাধারন এবং সমস্ত দৃশ্য
20210729_093412.jpg

এটি হল ঘরের প্রকৃত মালিক।সে কুড়াল দিয়ে তার ঘর তৈরি করার জন্য কাজগুলোকে একটি নির্দিষ্ট আকৃতি ধারণ করছে এবং একজন হেড মিস্ত্রি কে সাহায্য করছে।

যদিও সে একজন অসহায় এবং দরিদ্র লোক তার পরেও তার একটি থাকার জন্য নির্ভরযোগ্য ঘরের প্রয়োজন। কেননা তার ঘরে তার স্ত্রী ছাড়া একটি সন্তান রয়েছে এবং এখন বর্ষাকাল।যদি এই সময় সে তার ঘর মেরামত না করে হয়তোবা কিছুদিন পর সে আর এই ঘরে থাকতে পারবে না।

ঘর আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম।সুতরাং বাসস্থান নির্মাণ করতে কেউ যদি আপনাকে কোন ভাবে সাহায্য এবং সহযোগিতা করতে বলে তাহলে অবশ্যই আপনার উচিত হবে তাকে সাহায্য করা।

আর যদি পারেন তাহলে আপনি অবশ্যই তাঁকে সাহায্য করবেন এবং অন্য যে কোন খান থেকে তার জন্য সাহায্য আনার ব্যবস্থা করবেন আর এটি হবে মানবিক একটি কাজ।

আর হ্যাঁ এটি আমার অরিজিনাল কন্টেন

এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে লেখাগুলো অনুধাবন করার জন্য এবং সুন্দর করে ছবিগুলো পর্যবেক্ষণ করার জন্য

অসংখ্য ধন্যবাদ

@rme @amarbanhlablog @photoman @curators @rex-sumon

আমি20210726_183910.jpgমোঃ আকাশ আলী।একজন গার্মেন্টস কর্মচারী এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করতে ভালবাসি।গরিব এবং অসহায় লোকদের সাহায্য করতে পারলে খুব ভালো লাগে।সমালোচনাকারী মিথ্যাবাদী এবং গীবতকারী লোকদের খুব বেশি ঘৃণা করি

#amarbanglablog এর সাথে থাকুন,, সাথে থাকুন মাতৃভাষার। ভালোবাসার মাতৃভাষাকে

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 68781.96
ETH 3736.20
USDT 1.00
SBD 3.73