ঘুম এবং আমাদের ঘুমের প্রয়োজনীয়তা এবং ঘুমের ঘন্টাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম বন্ধুরা

শুভ সকাল।
আশা করছি সবাই অনেক অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলা। মহান আল্লাহতালার পাকের বিশেষ রহমতে আজকে শুরু করছি আমার বিশেষ এপিসোড

ঘুম

নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য
20210627_232416.jpg

ঘুম

ঘুম আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আমাদের ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সকল প্রাণীর ঘুমের প্রয়োজন হয়

ঘুম ছাড়া কোন প্রাণী পৃথিবীতে হয়ত বেঁচে থাকতে পারবে না ভালোভাবে। তবে আমাদের এই ঘুমের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।

কেননা আমরা মানুষ। মানুষ হিসেবে সমাজে বসবাস করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সকল নিয়ম কানুন মেনে চলতে হলে আমাদের অবশ্যই সামাজিক নৈতিকতার মেনে চলতে হবে।

সমাজের এসকল নৈতিকতা মেনে চলার জন্য আমরা বিভিন্ন সময় সমাজের নিয়মে বিভিন্ন কাজকর্ম করে।উদাহরণস্বরূপ আমরা সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করি এবং খাওয়া-দাওয়া শেষ করার পর আমরা যে যার কাজে বেরিয়ে পড়ি।কাজে বের করার পর আমরা দুপুরে বাসায় আসি এবং গোসল করার পর একটু বিশ্রাম করি অথবা একটু ঘুমিয়ে নেই।

তারপর আবার শুরু করি আমাদের কর্মকাণ্ড।এভাবে আমাদের কর্মকাণ্ড শুরু করার পর যখন বিশেষ কিছু মুহূর্তগুলো পার হয়ে যায় তখন আমরা আবার সন্ধ্যাবেলায় কাজ শেষ করি এবং শেষ হবার পর যখন রাত চলে আসে তখন রাতের খাবার শেষ করে এবং ঘুমিয়ে পরী

কিন্তু কেন এই ঘুম??

বিশেষ করে সারাদিনের ক্লান্তি দূর করতে এবং মনকে পুনরায় সঠিক এবং সতেজ করতে এই ঘুম।আপনি যদি সারাদিন কাজ করার পর রাতে না ঘুমিয়ে পড়েন তাহলে আপনি কখনোই দ্বিতীয় দিন কাজের জন্য আপনার শরীরকে তৈরি করতে পারবেন না।

সুতরাং আপনাকে সারা দিনের ক্লান্তি দূর করতে এবং আগামী দিনের জন্য কাজ করার জন্য মনোভাব সৃষ্টি করতে হবে সেজন্য আমাদের ঘুমানো প্রয়োজন।

তবে সেই ঘুম হতে হবে অবশ্যই সঠিক নিয়মে। চলুন দেখে নেওয়া যাক ঘুমানোর সঠিক নিয়ম এবং বৈজ্ঞানিক নীতিমালা অনুযায়ী ঘুমের একটি সারণি।

20210627_232416.jpg

20210627_232413.jpg

20210627_232408.jpg

20210627_232403.jpg

চিত্র সংগ্রহআমার কর্মস্থল
চিত্রগ্রাফি করেছেন@steem-for-future
চিত্রগ্রাফি ধরনের ডিভাইসমোবাইল ফোন
মোবাইলের নামস্যামসাং
মডেলএ ১০এস
চিত্রের ধরনঘুমের সময়

16 বন্ধুরা এবার দেখে নেওয়া যাক বয়সভেদে ঘুমের একটি তালিকা।

বয়সঘুমের ঘন্টা
১-৭১৫-২০
৭-১০১৫-১৭
১০-১২১৩-১৫
১২-১৫১১-১৪
১৫-ঊর্ধ্বে৬-৮

বন্ধুরা উপরে এই হচ্ছে ঘুমের একটি সারণি।বয়সভেদে আমাদের অবশ্যই এই ঘুমকে মেনে নিতে হবে এই ঘুমের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে।

কেন না ঘুমিয়ে গুরুত্ব অপরিসীম।

Sort:  
 3 years ago 

ভাল তথ্য দিয়েছেন ঘুম সম্পর্কে এবং ভাল লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বয়স অনুযায়ী ঘুমের বিষয়ে তথ্যগুলো আমার জানা ছিলো না, ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

যখন বড় বড় অ্যাকাউন্টগুলো থেকে রিপ্লাই আসে তখন নিজেকে খুব ভাগ্যবান মনে হবে। অসংখ্য ধন্যবাদ মডারেটর @hafizullah এবং প্রিয় পাঠক @hiramoni কে সাথে থাকার জন্য এবং আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68814.11
ETH 2404.54
USDT 1.00
SBD 2.36