কিছু জীবন যোদ্ধা 🎆১০% 🦊 @shy-fox কে🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

স্বাগতম #amarbanglablog এ আমার পক্ষ থেকে আমি @steem-for-future .10% @shy-fox কে.

20211002_175916.jpg

আসসালামু আলাইকুম। অন্যান্য সকল বন্ধুদের প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন প্রীতি ভালোবাসা রইলো। আশা করছি সবাই সুস্থ সুন্দর এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে যে গল্পটি নিয়ে শেয়ার করব এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ এবং অতীব বাস্তব একটি বিষয়।

জীবনে চলার পথে আমরা বিভিন্ন সময়ে আমাদের জীবনের এবং আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সক্ষম। তবে আমাদের এ সকল মৌলিক চাহিদাগুলো পূরণ করতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করে যেতে হয়।

কেউ কেউ রোদে পুড়ে কঠোর পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় কেউ কেউ আবার বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে। কেউ রাস্তায় কষ্ট করে ভ্যান চালাই আবার কেউ সেই কষ্টকে পরিশ্রম হিসেবে না নিয়েই এর থেকেও বেশী পরিশ্রম এর কাজ করে।

আমাদের সমাজে শত শত কর্মজীবী মানুষ রয়েছে। ছাদের বিভিন্ন ধরনের কর্ম বিভিন্ন পর্যায়ের হয়ে থাকে। যদিও দেখতে অতীব সহজ মনে হয় কিন্তু তারপরেও এ সকল কর্ম গুলো খুবই কঠোর এবং পরিশ্রমী। যদিও আমরা জানি আমাদের জীবনের চলার পথকে সুগম এবং সুন্দর করতে হলে কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই তার পরেও আমি আজ আপনাদের কিছু মানুষের জীবন প্রণালী দেখাবো যেগুলো সত্যিই অতীব কঠোর থেকে কঠোর এবং যেগুলো বাস্তবধর্মী বিষয়।

সমাজের কিছু কিছু মানুষ আছে যারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য পাথর ভাঙতে পারে এমনকি নিজের শরীরের ওজন এর থেকেও বড় বড় বোঝা বইতে পারে। এর একমাত্র কারণ এরা শুধু নিজেদের নয় নিজেদের পরিবার এবং নিজেদেরকে এই সমাজের টিকিয়ে রাখার জন্য এ সকল কর্ম গুলা করে থাকে।।

সমাজে খেটে খাওয়া মানুষের কোন অভাব নেই। যদিও সকলের কর্মের ধর্ম এবং সকলের পরিশ্রমের ধরনে এক রকম হয় না। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন ধরনের পরিশ্রম করে থাকেন আমাদের সমাজে শুধুমাত্র আমাদের জীবিকা নির্বাহ করার জন্য।

তবে কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা চাকরি করে। যেহেতু আমি আজ আমাদের সমাজের কিছু পরিশ্রমী এবং খেটে খাওয়া মানুষ গুলোকে দেখাবো সেজন্য আমার ব্লগিং থেকে আমি চাকরিজীবী মানুষ গুলোর বিষয় বাদ দিতে চাই। শুধু দেখাতে চাই খেটে খাওয়া মানুষগুলো কিভাবে এই সমাজে টিকে থাকে বছরের পর বছর শত শত যুদ্ধ করার মাধ্যমে।

চলুন শুরু করা যাক,,,

20210716_110939.jpg

চাচার দিকে একবার চেয়ে দেখুন। মাত্র দুই থেকে তিনশ টি লেবু কিনে কোন প্রকার দোকান ছাড়াই রাস্তার উপর বসে লেবু গুলো বিক্রি করছে। বড়জোর চাচা মাত্র 1000 টাকা ইনভেস্ট করেছে এই ব্যবসায়। চাচামিঞা কে দেখলাম রাস্তার উপর লেবু বিক্রি করছিল। তার ঢাকিতে মাত্র আড়াইশো পিস লেবু ছিল।। আমি মনে করি এই লেবু গুলো বিক্রি করে এই চাচা মাত্র 150 টাকা সর্বোচ্চ ইনকাম করতে সক্ষম। তাছাড়াও চাচা যেখানে বসে আছি সেই জায়গার ভাড়া বাবদ চাচা মাত্র 120 টাকা নিয়ে বাসায় ফিরতে পারবেন।

তারপরে কথা ও শেষ আশা যদি সমস্ত লেবু গুলো বিক্রি করতে পারেন ভালোমতো। আর বিক্রি করতে না পারলে হয়তো তার থেকেও বেশি লোকসান গুনতে হবে চাচাকে।
20210716_110913.jpg

এক থেকে দেড় মণ শসা কিনেছে চাচা পাইকারি দরে এবং বিক্রি করবে খুচরা বিক্রেতাদের কাছে। নেই কোন দোকান নেই কোনো ভালোমানের ব্যবসার স্থান। রাস্তার উপরেই বসে এই চাচা শসা গুলো যদি বিক্রি করতে পারে হয়তো সে কোনমতে টেনেকোষে তার সংসার চালাতে সক্ষম হবে। আর যদি এখান থেকে কিছু শসা নষ্ট হয়ে যায় কিংবা পোকা ধরে তাহলে চাচাকে হয়তো লোকসানের সম্মুখীন হতে হবে।।

20210716_111237.jpg20210716_110631.jpg

https://w3w.co/tiptoes.sideboard.rotations

একবার এই চাচী'র দিকে তাকিয়ে দেখুন। বেচারী একাধিক কলা নিয়ে বসে আছে কোন এক নেতার আশাই। হয়তো কখনো যদি কোনো ক্রেতা এসে কলা কিনে এবং সেই ক্রেতার কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে সে হয়তো তার পরিবার চালাবে। হয়তো তার স্বামী অথর্ব হয়ে গেছে এই পৃথিবীর মাস থেকে অথবা বড় কোনো সমস্যার কারণে চাচী আজ রাস্তার উপরে ফুটপাতে বসে কলা বিক্রি করছে। বেচারী কি আর করবে রাস্তার উপরে বসে কলা বিক্রি করছে এবং যখন কলা বিক্রি হবে হয়তো এটা দিয়েই তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছে।

সুতরাং জীবনের বড় একজন যোদ্ধা হিসেবে স্থান দিতে চাই এই বৃদ্ধ আন্টিরকে।।।

20210716_111231.jpg20210716_111219.jpg

https://w3w.co/tiptoes.sideboard.rotations

ঠিক একই দুর্দশা এই চাচীর। যখন বড় বড় সবজির আরব থেকে অপ্রয়োজনীয় এবং খারাপ মানের সবজি গুলো ফেলে দেওয়া হয় তখন এই চাচি সেখান থেকে সেগুলো সংরক্ষন করে আনে এবং সেগুলো আনার পর পুনরায় চলার মত যেগুলো থাকে সেগুলো নিয়ে সে মাত্র 10 টাকা ভাগা দিয়ে বিক্রি করে।।

চাচির ইচ্ছা আছে ব্যবসা করার। কিন্তু তারপরেও এই মানুষটি যথেষ্ট পরিমাণে অর্থ না থাকার কারণে হয়তো ব্যবসায় যথেষ্ট বিনিয়োগ করতে সক্ষম নয়। সেজন্য ব্যবসা না করে বাজার থেকে কুড়িয়ে কুড়িয়ে সবজি নিয়ে সে তার জীবিকা নির্বাহ করছে।।

সেলুট জানাই এমন সুন্দর পেশার মানুষ গুলোকে।।

20210716_111127.jpg

20210716_110735.jpg

https://w3w.co/tiptoes.sideboard.rotations

এই মুরুব্বী চাচা কে দেখলেই বোঝা যায় সে সমাজে কতটা একজন যোদ্ধা। সে এই বয়সেও কাজ করে খাচ্ছে এবং কোন প্রকার সাহায্য ছাড়াই সমাজে টিকে আছে।

এই চাচা একটি বড় সবজি বস্তা একা একা তুলতে পারছিল না। সুতরাং আমি ফটোগ্রাফি করার সময় আমার পাশে বন্ধু ছিল সেই বন্ধু এই চাচা কে সাহায্য করেছিল।

এরাই হল আমাদের সমাজের সব থেকে বড় মাপের যোদ্ধা। এবং আমাদের অনুপ্রেরণা।

আমাদের অবশ্যই উচিত সমাজের সকল খেটে খাওয়া মানুষগুলো থেকে শিক্ষা নেওয়া। কেননা তাদের যথেষ্ট বয়স কিংবা যথেষ্ট অর্থ না থাকার ফলে তারা বসে নেই এই সমাজে। কিংবা কারো কাছে সাহায্য নেওয়ার জন্য বসে নেই তারা। নিজেদের যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু সামর্থ্য বিনিয়োগ করেছে এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে এবং বুদ্ধি দিয়ে তারা সমাজে টিকে আছে বছরের পর বছর।

সুতরাং সেলুট জানাই সকল শ্রমজীবী মানুষদের।।।

এরা সমাজেই প্রত্যেকে কঠোর পরিশ্রমী এবং অতীব সৎ লোক। যারা কখনোই কারো উপর নির্ভরশীল নয় এবং কখনোই অসৎ পথে অর্থ উপার্জন করে না। সব সময় সত্য এবং কঠোর জীবনযাপন এবং পরিশ্রমের মাধ্যমে জীবনকে উপভোগ করে। সুতরাং সকল প্রকার এ ধরনের মানুষদের কে স্যালুট জানাই

আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই

@shy-fox @rme @amarbanglablog @photoman @blacks

প্রিয় রেগার্ডস

Screenshot_20210911-222132_Chrome.jpg
আমি মোঃ আকাশ আলী। আমি একজন গার্মেন্টস কর্মচারী এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করতে ভালবাসি। আমার মাতৃভাষা বাংলা সবথেকে প্রিয় ভাষা। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে চাই। পিতা-মাতার ভালোবাসা এবং দেশের মানুষের ভালোবাসা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই।

@steem-for-future

Sort:  
 3 years ago 

এই মানুষগুলো সত্যিই জীবন যোদ্ধা। এই বয়সে যেখানে সুখ করার কথা কিন্তু তারা পাচ্ছে না তারা এখনও তাদের পরিশ্রমের কারনেই বেঁচে আছে। পোস্টটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রইল আপনার জন্য

আপনি খুব গুরুত্বপূর্ন এবং সামাজিক একটি পোস্ট করেছেন ভাই।কথা গুলো খুব মার্জিত ভাষায় উপস্থাপন করেছেন আপনি।জীবনে চলতে হলে কঠোর পরিশ্রম এর কোন বিকল্প নেই।চাচার1000 টাকার ব্যাবসা হলেও সেটা হালাল।
অনেক সুন্দর সুন্দর বিষয় তুলে ধরেছেন ভাই।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হা এটি জীবন যোদ্ধাদের অতীব গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। এবং যেটি আমাদের বাস্তব জীবনকে ইঙ্গিত করে। ভালোবাসা অবিরাম সাথে থাকার জন্য

মানুষগুলো সত্যিই জীবন যোদ্ধা। আপনি সামাজিক একটি পোস্ট করেছেন ভাই।শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার প্রতি আন্তরিক অভিনন্দন সময় দিয়ে সাথে থাকার জন্য

 3 years ago 

আসলেই ভাইয়া আপনার পোস্ট দেখে আমি খুবই মুগ্ধ হলাম আপনি সাধারণ মানুষের জীবন যাপনের পেশাজীবন তুলে ধরেছেন যা বাস্তবে ঘটছে বাস্তবমুখী কিছু কথা। তুলে ধরে অনেক ভালো লাগলো আসলে মানুষ পেটের দায়ে অনেক কাজ করে খেতে হয়। খুবই খারাপ লাগে যে একজন বয়স্ক মানুষ হাটে লেবু বিক্রি করে তার সন্তান আছে তাও এরকম শিকার হয় খুবই খারাপ এবং খুবই কষ্টের একটা মুহূর্ত

 3 years ago 

গঠনমূলক এবং খুবই সুন্দর কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এবং গঠনমূলক মন্তব্য ব্যাখ্যা করার জন্য

 3 years ago 

আপনি কিছু জীবন যোদ্ধার গল্প এখানে লিখেছেন আসলে এটি গল্প নয় বাস্তবতা।অথচ আমরা এই মানুষগুলোর কাছে গিয়ে দরকষাকষি করি।খুবই চমৎকার ভাবে জীবন যুদ্ধের গল্প তুলে ধরেছেন এ জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি♥

 3 years ago 

আসলে বৃত্তবানদের কাছে এটি গল্পের মতোই। ঠিকই বলেছেন দরকষাকষি টা আমাদের একটি সহজাত স্বভাব যেটি খুবই নিকৃষ্ট মানের।

অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপু আপনার জন্য গঠনমূলক এবং সুন্দর মানের মন্তব্য করার জন্য

 3 years ago 

♥♥

 3 years ago 

খুব ভালো হৃদয়স্পর্শী পোস্ট ছিলো। শুভ কামনা রইল আপনার জন্য 💌

 3 years ago 

সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

জীবন সত্যিই এক যুদ্ধের নাম এবং সেখানে একেকজন একেকরকম যুদ্ধ করে যাচ্ছে। জীবনের এই সংগ্রাম ততদিন চলবে ততদিন জীবনে প্রান রয়েছে। কয়েকজন বাস্তব ও প্রকৃত জীবন যুদ্ধার গল্প শুনলাম আজকে।

 3 years ago 

ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং অবিরাম শুভেচ্ছা রইলো গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

সত্যি ভাইয়া আপনি অসাধারণ একটি বিষয় তুলে ধরেছেন আমাদের সামনে। জীবন যোদ্ধার অপরুপ জীবন্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব শেষে আপনার পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো।।

 3 years ago 

এটি আমাদের জীবনের বাস্তব চরিত্র। সাথে থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন

 3 years ago 

❤️❤️

 3 years ago 

জীবন মানে যুদ্ধ, যুদ্ধ সংগ্রামের মাধ্যমেই জীবনকে পরিচালনা করতে হয়।

 3 years ago 

ঠিকই বলেছেন। আর আমাদের এই যুদ্ধে কখনোই হার মেনে নিলে চলবে না। অবশ্যই জীবন যুদ্ধে আমাদের সংগ্রামী হতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 61065.80
ETH 2610.29
USDT 1.00
SBD 2.53