জেনারেল রাইটিং: আমাদের জীবনের পথ চলা

in আমার বাংলা ব্লগ6 months ago

optical-deception-3046735_1280.jpg

Source

আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ।। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকে সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

জীবনের গতিধারা বোঝার মত সাধ্য আমাদের নাই। কখনো জীবনটা নদীর মতো বহমান আবার কখনো নিস্তব্ধ গাছের পাতার মতো স্থির ভূমিকা পালন করে।

তবে জীবনে যা কিছুই ঘটে যাক না কেন সবকিছুকেই উপেক্ষা করে আমাদেরকে আগামী দিন অতিক্রম করতে হবে। কারণ প্রতিনিয়ত জীবনে উত্থান এবং পতনের মাধ্যম দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং তা না হলে আমরা এই পৃথিবীতে কখনোই বেঁচে থাকতে পারবো না।

movement-891107_1280.jpg

Source

জীবনের উত্থান এবং পতনের যেমন ধারা রয়েছে ঠিক তেমনি আমাদের আরো কিছু সমস্যা রয়েছে যেগুলো সবার সাথে শেয়ার কিংবা আলোচনা করা কখনোই সম্ভব হয় না। মাঝে মাঝে যেমন দোষ না করেও অপরাধী হতে হয় অপরদিকে এমন কিছু ব্যক্তিগত ঝামেলায় আমরা জড়িয়ে পড়ি যেগুলো কারো সঙ্গে শেয়ার করা যায় না আবার সেগুলো থেকে এড়িয়ে চলা যায় না।

তবে তার পরেও সমাজ পরিবেশ রাষ্ট্র কমিউনিটি এবং সম্প্রদায় সবকিছু মিলিয়ে আমাদেরকে ঠিক রাখতে হয় এবং আমাদের নিজেদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়।

কখনো আমাদের জীবনে অসম্ভব ঝড় নেমে আসে এবং সেই ঝড়গুলো যেন নিমিষেই সবকিছু শেষ করে দেবে এমন উপক্রম হয়ে যায়। যদিও জীবনের বহমান নদীর মত ধারা কখনোই এত সহজে শেষ হওয়ার মতো না তবে তারপরেও ধৈর্যের সীমা যখন হারিয়ে যায় তখন মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেল।

তবে সময় সুযোগ এবং পরিস্থিতি বুঝে যখন দেখে যে আমাদের হারানো জিনিস আমরা পুনরায় ফিরে পেয়েছি এবং আমরা আবারও ভাল কিছু করতে সুযোগ পেয়েছি তখন অনুপ্রেরণা গুলো আমাদেরকে এতটাই আনন্দিত করে তোলে যে সেই আনন্দের যেন আর সীমা থাকে না।

ceiling-fan-571309_1280.jpg

Source

জীবনের বহমান সময় যেমন আমরা অনেক আনন্দিত থাকি এবং সবসময় হাসিখুশি থাকি ঠিক এমনি করে আমাদের সবসময়ই জীবনের ধারাবাহিকতা বজায় রাখা জরুরী।

কারণ জীবন মানেই উত্থান পতনের খেলা। যদি জীবনের ভালো সময় আপনি উপভোগ করেন এবং মন্দ সময় গুলোকে আপনি যদি তিরস্কার করেন তাহলে কখনোই আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন না বলে আমি মনে করি।

কারণ আপনার কাছে সময় এবং সুযোগ সবসময় একইরকম নাও যেতে পারে। যখন আপনার ভালো সময় যাবে তখন সবাই আপনার প্রতি যেমন কদর দেখাবে ঠিক বিপরীতভাবে যখন আপনার মন্দ সময় যাবে তখন সবাই আপনাকে তিরস্কার করবে।

তবে মন্দ সময়গুলোকে আপনি যদি মানুষের তিরস্কারগুলোকে অভিমান না নিয়ে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে পারেন তবে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন।

মূল কথা একটাই জীবনের ভালো এবং মন্দ সময়গুলোকে উপেক্ষা করে আমাদের সব সময় চলতে হবে। শুধু আনন্দ থাকবে এটা কোন কথা নয়। আনন্দ যেমন রয়েছে ঠিক আমরা যেন যেমন আনন্দের সময় জীবনটাকে উপভোগ করি ঠিক কঠিন বিপদের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং তবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত উন্নত এবং সবার কাছে উপস্থাপনা করার মত যোগ্যতা তৈরি করতে সক্ষম হব।

অর্থাৎ বিপদে হাল ছেড়ে না দিয়ে শক্ত করে হাল ধরলে আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারব এবং একজনের কাছে সম্মানিত ব্যক্তি হতে পারব।

just-flower-5007030_1280.jpg

Source

সুতরাং সৃষ্টিকর্তা যেন আমাদের সকলকে বিপদে ধৈর্য ধারণের সুযোগ দেয় এবং জীবনের ভালো সময় গুলো উপভোগ করার তৌফিক দেয়।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  
 6 months ago 

আসলে জীবনে ভালো খারাপ দুটো সময়ই কখনো কখনো আসবে। খারাপ সময়ে ভেঙ্গে না পড়ে মেনে নেয়া উচিত।ঠিক বলেছেন জীবনে এমন পরিস্থিতিতে পড়তে হয় মাঝে মাঝে যে কারো সাথে শেয়ার করা যায় না।সুন্দর টপিক নিয়ে আজকের পোস্ট টি সাজিয়েছেন। বেশ ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি করার জন্য।

 6 months ago 

আসলেই মানুষের জীবন বড়ই অদ্ভুত ৷ একেক সময় এককে ভাবে চলতে থাকে মানুষের জীবন ৷ মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় , যেটা একান্তই নিজের ৷ অন্যের সাথে শেয়ার করার সম্ভব হয় না ৷ জীবনে এমন উত্থান পতন থাকবে ৷ সব সামলে নিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন ৷ আপনার জন্য শুভ কামনা রইল ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44