DIY- এক ধাপ এগিয়ে যাবার চেষ্টা 🙋‍♀️ ১০% @shy-fox কে।

in আমার বাংলা ব্লগ3 years ago

10% @shy-fox

আসসালামু আলাইকুম

হিন্দুদের প্রতি আদাব। এবং অন্যান্য সকল জাতি এবং ধর্মের মানুষের উপর আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং।

বন্ধুগণ আশা করছি সকলের সুস্থ এবং সুন্দর আছেন। সকলেই সুস্থ এবং সুন্দর থাকুন সেই দোয়া এবং শুভকামনা করি। এবং সৃষ্টিকর্তা যেন আমাকে সুস্থ এবং সুন্দর রাখে আপনারাও সেই দোয়া করবেন আমার জন্য।

বন্ধুরা,

আর্ট একটি বিশাল শিল্প। যার সীমানা খুঁজে পাওয়া সম্ভব নয়। আমি একজন ভাল মানের স্টিম ইয়ান হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমার এই চেষ্টার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি 3D একটি আর্ট নিয়ে। যদিও এটি আর্মি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি তার পরেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য।

পৃথিবীতে সৃষ্টিকর্তার সকলকেই কোনো না কোনো ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। তবে সৃষ্টিকর্তাই আমার জন্য যতটুকুই বরাদ্দ করেছেন আমি মনে করি ঠিক ততটুকুই আমি পাব। সৃষ্টিকর্তার দেওয়া কিছু নিয়ামত আপনাদের মাঝে আজ শেয়ার করতে এসেছি। এরই ধারাবাহিকতা নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটি সুন্দর মনের 3D আর্ট চিত্র অঙ্কন করে দেখাবো। আশা করছি সকলে আমার এই ব্লগ টি উপভোগ করবেন।।
IMG_20211020_211512.jpg

আমার নিজের 3D আর্ট

ধাপ - ১

IMG_20211020_204453_mfnr.jpg
বন্ধুগণ। প্রথমেই আমি এই চিত্রটি অঙ্কন করার জন্য আমার সাদা কাগজ সংযুক্ত একটি খাতা নিলাম। তার ওপর খুব সহজেই কলম দিয়ে একটি চতুর্ভুজ অঙ্কন করলাম।

ধাপ - ২

IMG_20211020_204729_mfnr.jpg
চতুর্ভুজ অঙ্কন করার পর আমি আড়াআড়িভাবে একটি দাগ রাখলাম। দাগ দেওয়ার পর পাশ দিয়ে আরও ছয়টি পর্যায়ক্রমে আড়াআড়ি ভাবে দাগ কেটে দিলাম।।

ধাপ - ৩

IMG_20211020_204912_mfnr.jpg

IMG_20211020_204936_mfnr.jpg
এবার আমিও যে চতুর্ভুজ অঙ্কন করেছিলাম এবং আরারি বেশ কয়েকটি দাগ কেটে ছিলাম সেই দাগগুলোকে মোটা এবং দেখার সৌন্দর্য বৃদ্ধি করতে মার্কার পেন ব্যবহার করলাম এবং দাগগুলো মোটা করে তৈরি করলাম।

IMG_20211020_211439_mfnr.jpgIMG_20211020_211426.jpg
IMG_20211020_211325.jpgIMG_20211020_211316.jpg
IMG_20211020_211305_mfnr.jpgIMG_20211020_211242_mfnr.jpg
IMG_20211020_211239_mfnr.jpgIMG_20211020_211224_mfnr.jpg

এবং তারপর আমি মোটা মার্কার দিয়ে একঘর পরপর ভরাট করে দিলাম। একঘর পরপর ভরাট করে দিলাম এবং সাইডের দেয়ালে আমি রুল দিয়ে আরো কিছু কাজ শেষ। অবশেষে আপনারা দেখতেই পাচ্ছেন।।

🙋‍♀️অসাধারণ বন্ধুগণ 🎉🎉

IMG_20211020_211210_mfnr.jpg

অবশেষে তৈরি হয়ে গেল আমার সুন্দর এই থ্রিডি আর্ট। যার মাধ্যমে আমি আমার প্রতিভার বিকাশ ঘটাতে চাই এবং আমার উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করতে পারি। এবং আমি মনে করি এমন ভাবে চলতে থাকলে আমি আগামীতে ভালো কিছু করতে সক্ষম এবং আমার প্রতিভার বিকাশ ঘটাতে চেষ্টা করে যেতে পারি প্রতিনিয়ত।

আমার থ্রিডি আর্ট তৈরিতে ব্যবহৃত উপকরণ

IMG_20211020_212028.jpgIMG_20211020_212012.jpg
  • খাতা

  • কলম

  • রং পেন্সিল

  • মার্কার পেন।

  • এবং আমার ক্রিটিভ চিন্তা ধারা।

উপস্থাপনায় ছিলাম

IMG_20211020_211755.jpg

আমি @steem-for-future

3d আর্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি

Screenshot_20210916-033845_Chrome.jpg

@amarbanglablog

শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য দুর্দান্ত এক সুযোগ।

আর্ট এর অংশবিশেষ

Screenshot_20211010-104907_Chrome.jpg

DIT - প্রজেক্ট। আমন্ত্রণে আমাদের প্রিয় ফাউন্ডার @rme

আমার w3w|https://w3w.co/decisive.essay.shadows

maker : @steem-for-future

প্রিয় রেগার্ডস,

Screenshot_20210911-222132_Chrome.jpg
মোঃ আকাশ আলী। আমি একজন গার্মেন্টস কর্মচারী। পাশাপাশি স্টিমিটিল কাজ করতে খুব বেশি ভালোবাসি। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে পারলে খুব ভালো লাগে।

@steem-for-future

Sort:  
 3 years ago 

বা কি দেখালেন ভাই সত্যিই অবাক হয়ে গেলাম। থ্রি ডি ভিউ আকানো খুবই কঠিন একটি কাজ। আমি তো অনেক চেষ্টা করেও পারি না। আপনি অনেক দারুন ভাবে তৈরি করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

মনোযোগ দিয়ে চেষ্টা করেন ভাই অবশ্যই হবে। আমারটাও যদিও আরো সুন্দর হওয়ার কথা ছিল কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয়নি। মূল্যবান মতামত দেওয়ার জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ

 3 years ago 

আপনি দিন দিন আর্টে অনেক পারদর্শী হয়ে উঠছেন। এই ব্যাপারটি প্রশংসার দাবিদার। আজকের আর্টটি অন্য দিনের তুলনায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
এভাবেই এগিয়ে যান।

 3 years ago 

সত্যি আপু খুব ভালো লাগছে আপনার মুখে প্রশংসা শুনে। দোয়া করবেন আপু আগামীতে যেন ভালো কিছু করতে পারি

 3 years ago 

বাহ!! আপনার তো দারুণ বুদ্ধি। পেন্সিল আর কাগজ দিয়ে ৩ডি আর্ট অংকন করেছেন।
খুবই সুন্দর হয়েছে।
শুভকামনা রইল।

 3 years ago 

জি ভাই তৈরি করার আপ্রাণ প্রচেষ্টায় এই সামান্যতম উপহার আপনাদের জন্য

 3 years ago 

😍😍😍

 3 years ago 

ভাই এর ডাই ছবিটি আসলেই প্রশংসার যোগ্য। এটি মনে হয় অনেক সময় নিয়ে করতে হয়েছে। যাইহোক ভাই আপনার প্রতিভা দেখে আসলে আমি মুগ্ধ। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

প্রথমে শুভ সকাল।
অনেক সুন্দর মতামত দিয়েছেন। তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন রইল

 3 years ago 

ভাইয়া আপনার করা 3D আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

আর্টটা সুন্দর হয়েছে। কিন্তু আপনার উচিত ছিল একটি পরিষ্কার কাগজে ছবিটা আঁকা। উপস্থাপনার ভুলের কারণে আপনার ছবিটা তার প্রাপ্য মান হারিয়েছে।

 3 years ago (edited)

ছবিটি পরিষ্কার কাগজে আঁকা হয়েছে। রাতের বেলা ছবি উঠানোর জন্য দেখতে এমন টি লাগছে। ছবি উঠানোর সময় এবং ছবি আঁকার সময় কাগজ সম্পূর্ণ পরিষ্কার এবং ক্লিয়ার

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66408.50
ETH 3486.20
USDT 1.00
SBD 2.70