থেমে নেই আমাদের জীবন সংগ্রাম

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ ও স্টিমিয়ান বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহতালার অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

আমি আজকে আপনাদের মাঝে থেমে নেই মানুষের জীবন সংগ্রাম নামক একটি টপিক নিয়ে লেখার জন্য উপস্থিত হয়েছি। আশা করছি করতে থাকুন আমার পুরো ব্লগ আপনাদের বেশ ভালো লাগবে।

20231025_101157.jpg


একটি পাইকারি সবজির মার্কেট গুলো শুরু হয় রাতে। বিশেষ করে রাত এগারোটা থেকে শুরু করে সারাদিন এই মার্কেট গুলোতে পাইকারি সবজি বিক্রি হয় এবং সেখান থেকে পাইকারি বিক্রে দ্বারা সবজি ক্রয় করে এবং তারা খুচরা বিক্রি করে জীবিকা নির্বাহ করে।

মূলত আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই আমাদের জীবনটা সত্যি একটি যুদ্ধ ক্ষেত্র। আমার নিজের কথা বলতে গেলে রাত এগারোটায় আমি মার্কেটে প্রবেশ করি এবং কাঁচা সবজি বিক্রি করার জন্য চলে আসি।

আমার মত আরও অনেকেই আছেন যারা রাতে মার্কেটে প্রবেশ করে এবং সবজি বিক্রি করেন এবং পাইকারি ক্রেতারা সবজি ক্রয় করে তারা খুচরা বিক্রি করেন না।

20231026_011113.jpg



রাত এগারটায় মার্কেটে প্রবেশ করার পর মার্কেট পরিষ্কার করা ছাড়াও লাইটিং সিস্টেম এবং দোকান সাজানো থেকে প্রায় এক ঘন্টা আমাকে কঠোর পরিশ্রম করতে হয়।

এরপর পাইকারি কমিশনার যখন আমাদেরকে মাল পাঠায় তখন সমস্ত কাঁচামাল গুলো আমাদেরকে সঠিকভাবে গুনে নিতে হয় এবং সেগুলো ওজন দিয়ে সঠিক মান নিশ্চিত করতে হয়।

এরই মধ্যে কাস্টমারের উপস্থিতি ঘটে এবং আমরা আমাদের বিক্রির কার্যক্রম শুরু করি।

মূলত সারারাত প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে এবং রাত জেগে আমাদেরকে পাইকারি সবজি বিক্রি করতে হয় এবং সেখান থেকে আমরা আমাদের জীবিকা তৈরি করি।

20231025_022857.jpg

আমার মত আরো হাজারো ব্যবসায়ী রয়েছে এখানে যারা প্রতিনিয়ত পাইকারি মাল বিক্রি করে এবং যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা মাল ক্রয় করেন। এভাবেই চলে আমাদের সারারাতের কঠোর পরিশ্রম এবং সবজি পাইকারি বিক্রির কার্যক্রম।

এখানে প্রতিনিয়ত এমনটাই চলছে এবং অনেক কঠোর পরিশ্রমী মানুষ রয়েছে যারা পাঁচ মন পর্যন্ত ভারী বস্তা মাথার উপর করে বহন করার সক্ষমতা রাখে।
20231027_103921.jpg



বিক্রি শেষে কিছু কিছু কাস্টমার রয়েছে যারা বাকিতে পাইকারি মাল ক্রয় করে থাকেন। সারারাত পাইকারি সবজি বিক্রি করার পর যখন আবার যখন কিছু কাস্টমার বাকিতে সবজি ক্রয় করে থাকেন কালেকশনের জন্য আবার রিক্সা নিয়ে বের হতে হয়।

বিভিন্ন সেক্টরে যেতে হয় এবং বিভিন্ন অলিগলিতে যেখানে খুচরা বিক্রেতারা খুচরা বিক্রি করেন সেখানে গিয়ে টাকা কালেকশন করতে হয় এবং পুনরায় আড়তে ফিরে এসে সমস্ত হিসাব নিকাশ সম্পন্ন করতে হয়।।

হিসাব সম্পন্ন করার পর পুরো রাতের গাড়ি ভাড়া সহ যাবতীয় খরচ এবং কমিশন এজেন্ট এর পাঠানো মালের কত টাকা বিল হয়েছে সে বিষয়ে নিশ্চিত করতে হয় এবং ব্যাংক একাউন্টে টাকা প্রেরণ করতে হয়।**

যদিও আমাদের কার্যক্রম শুরু হওয়ার কথা রাত এগারোটা থেকে সকাল ১১ টা পর্যন্ত তবে সবজি বিক্রির কিছুটা বিঘ্ন ঘটার কারণে তা হয়ে ওঠে না। মাঝে মাঝে আমাদেরকে বিকাল তিনটা পর্যন্ত আমাদেরকে পাইকারি সবজি বিক্রি করতে হয় এবং অনেক কঠোর পরিশ্রমী হতে হয়।।

তারপরেও প্রায় ১৮ থেকে ২০ ঘন্টা পরিশ্রম করার পরে দেখা যায় কোন কোন দিন কোন ব্যবসায়ীর বড় অংকের অ্যামাউন্ট ক্ষতির সম্মুখীন হয়ে যায়।

20231029_032007.jpg


নেই খাবারের ঠিক কিংবা ঘুমের ঠিক। এত পরিশ্রম শুধুমাত্র নিজের জীবিকা নির্বাহ করার জন্য। তারপরেও দিনশেষে প্রিয় মানুষগুলোর কাছে ভালো থাকতে পারলেই ভালো।

সারারাত কঠোর পরিশ্রম। নেই খাওয়া নেই ঘুম। বাসায় গিয়ে আবার দৈনন্দিন জীবনে বাজারসহ প্রতিনিয়ত চলছে ব্যস্তময় জীবন। কঠোর পরিশ্রম করেই কেটে যাচ্ছে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত। তবে তার পরেও থেমে নেই কোন জীবনের স্টেপ। ঝড়ের গতিতে চলছে জীবনের প্রতিটি মুহূর্ত। মৃত্যুর আগের দিন পর্যন্ত চলতেই থাকবে।আর এরই নাম জীবন।থেমে নেই মানুষের জীবন সংগ্রাম.

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  
 last year 

মানুষের জীবনটাই এমন। যে যার মত নিজ পরিশ্রমে ব্যতিব্যস্ত। কারোর করতে হয় হারভাঙ্গা পরিশ্রম, আবার কেউ অল্প পরিশ্রমে অনেক উপার্জন করে। তবে আপনার এই পরিশ্রম যথেষ্ট হালাল আর সম্মানীয়। আপনার পেশা কি আমি সম্মান জানায়।

 last year 

খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করেছেন আমাদের মাঝে।
আপনার কথার মাঝে বাস্তবতাকে দেখতে পেলাম।
আসলে বাস্তবতা খুবই কঠিন আমাদের জীবনটা সংগ্রাম ময়।
এই সংগ্রাম এবং কম্পিটিশনের জামানায় দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকাটাও এখন অনেক কষ্টের।

 last year 

আসলে আমি যেগুলো ব্লগ লিখে আপনাদের মাঝে তার সবকিছুই আমার জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। জীবনের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা গুলোকে কাজে লাগিয়ে আমি ব্লগ লিখে এবং যখন তার প্রশংসা পাই তখন সত্যি অনেক অনেক ভালো লাগে। প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।

 last year 

জীবন আসলে সুখের হয় পরিশ্রমের মাধ্যমে। আপনি কঠিন পরিশ্রম করেন। আর জীবনটা এমনই।পরিশ্রম সবাইকেই করতে হয়।তবে সবার পরিশ্রমের ধরন এক নয়।তবে বেঁচে থাকতে হলে পরিশ্রমের বিকল্প আর কিছুই নেই।

 last year 

তবে মাঝে মাঝে পরিশ্রম করি এবং অনেক ভয় হয়। যদি সেই পরিশ্রমের ফল মিষ্টি না হয় তখন কি হবে?

 last year 

ভাইয়া আপনার আজকের পোস্ট পড়ে কিন্তু আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কি হাড় ভাঙ্গা পরিশ্রম টাই না আপনি করেন। সত্যি বলতে আমাদের জীবন টাই একটি যুদ্ধ ক্ষেত্র। এখানে টিক থাকতে হলে যুদ্ধ ছাড়া আর কিছুই নেই। সারা রাত হাড় ভাঙ্গা পরিশ্রম করে দিনে বিকেল তিনটা পর্যন্ত কাজ করা কি সহজ কথা। সব মিলিয়ে আপনার আজকের পোস্ট আমাকে অনেক ব্যাথিত করলো।

 last year 

যখন আমার পরিশ্রমের ঘটনাগুলো আপনাদেরকে বাকরুদ্ধ করে তখন কিছুটা হলেও স্বস্তি পায়। এবং আপনাদের অবিরাম ভালোবাসা এবং মন্তব্য গুলো আমাকে আরো পরিশ্রমী হতে সাহায্য করবে ইনশাল্লাহ।

 last year 

পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো।আসলো আমাদের বেঁচে থাকার জন্যই এতো সব।পরিবারের মুখে খাবার জোগাতে এমন কঠোর পরিশ্রম করতে হয়।কাঁচা বাজারের অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে।খারাপ লাগলো এটা পড়ে যে কোন কোন দিন ব্যাবসায়ির মোটা অংকের লস হয়ে যায়।

 last year 

মাঝে মাঝে অনেক মোটা অংক হারাতে হয় ব্যবসায়ীদের। এ বিষয়ে আমার পূর্বেও ধারণা ছিল না। তবে আমি এখন বুঝতে পারছি আসলে একজন ব্যবসায়ী কতটা পরিশ্রম করে এবং আমরা কত কষ্ট করে সবজি পেয়ে থাকি।

 last year 

তখনই ভালো লাগে সেটা যেকোনো ধরনের কাজ হোক না কেন যখন সফলতা আসে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবন সংগ্রামের মধ্যে কাটে। এক একটা মানুষের জীবনের গতিধারা এক এক রকমের। আপনি তো দেখছি কঠোর পরিশ্রম করতেছেন ভাইয়া। তবে এই ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ লাভ রয়েছে। আশা করি আপনি যদি এই বিজনেস ধরে রাখতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ অনেক ভালো যাবে। তো আপনার পরিশ্রমে সফলতা আসুক আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমি জানি এটা অনেক লাভজনক ব্যবসা। তবে আপু একটি বিষয় হল এখানে কঠোর পরিশ্রম এর থেকেও পরিশ্রম। তাছাড়াও পুরো রাত পার হয়ে যায় কিভাবে বলা বাহুল্য এবং রাতে কোন ঘুম নেই।!!

তবে তারপরেও আমাদেরকে পরিশ্রম করতে হবে এটাই স্বাভাবিক।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 78920.03
ETH 3178.67
USDT 1.00
SBD 2.64