স্কুল মাঠে বিশাল ফুটবল টুর্নামেন্ট উপভোগ
আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করছি সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে চাই। আমি আজকে স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট উপভোগ এর চমৎকার কনটেন্ট লিখতে চাই। আশা করছি আপনারা সকলে উপভোগ করবেন এবং আপনাদের বেশ ভালো লাগবে।
ফুটবল খেলা আমার অনেক বেশি ভালো লাগে। যদিও আমি ক্রিকেট খেলা পছন্দ করি তবে ফুটবল খেলা কিন্তু দেখতে আমার অনেক অনেক ভালো লাগে। কারণ গ্রামের সকল শ্রেণীর পেশার মানুষ ফুটবল খেলা দেখতে যায় এবং এটা নিয়ম অনেক সহজ হবার কারণে সকলে ফুটবল খেলা দেখতে খুব বেশি পছন্দ করে।
ক্রিকেট অপেক্ষা ফুটবল খেলা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমি একদিন বিকেলে যখন স্কুল মাঠে গিয়েছিলাম তখন এই বিশাল ফুটবল খেলা দেখেছিলাম। যেদিন ফুটবল খেলা শুরু হয়েছিল তার আগের দিন পুরো এলাকায় সাউন্ড সিস্টেমের মাধ্যমে ফুটবল খেলার ঘোষণা করা হয়েছিল। বিশেষ করে এই খেলায় বিশাল প্রাইজ মানি দেওয়া হয়েছিল এবং এটি ছিল ৪০ হাজার টাকার উপরে।
ফুটবল খেলা দেখতে গিয়ে আমি বেশ সুন্দরভাবে খেলাটি উপভোগ করেছিলাম। বিশেষ করে আমাদের স্কুল মাঠ অনেক বড় ছিল। বিশাল বড় মাঠে বাহির থেকে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছিল খেলা উপভোগ করতে। তাই তাদের জন্য পুরো স্কুল মাঠে প্লাস্টিকের চেয়ার দ্বারা পূর্ণ করা হয়েছিল এবং তাদের বসার জন্য সুব্যবস্থা করা হয়েছিল।
যদিও আমাদের নিজেদের স্কুল মাঠে খেলা হয়েছিল তবে তার পরেও আমাদের টিম খেলায় ফাইনালে যেতে পারেনি। সেমিফাইনালে গিয়ে আমাদের নিজেরা হেরে গিয়েছিল। যেহেতু সবকিছুই নিয়ম অনুযায়ী হয়েছিল তাই সেখানে জোর খাটানোর কোন কিছু নেই।
ফুটবল খেলা দেখতে গিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছিল। সেখানে অনেক বিক্রেতা এসেছিল যারা পেয়ারা বাদাম এবং মুড়িসহ পান বিক্রি করছিল।
বিশেষ করে খেলার মাঠে পুরো গ্যালারি দর্শক ছিল এবং মাঠে অনেক চমৎকার খেলা অনুষ্ঠিত হয়েছিল। যদিও এটা একটি টুর্নামেন্ট খেলা এবং গ্রামের খেলা তবে এখানে বিশ্বকাপের রোলস অনুযায়ী খেলা অনুষ্ঠিত হয়েছিল। শুধুমাত্র একদিন খেলা পরিচালনা করার জন্য বাহির থেকে রেফারি ভাড়া করা হয়েছিল এবং তাকে প্রায় ১৫ হাজার টাকা অর্থ প্রদান করা হয়েছিল।
অবশেষে আমরা বিজয়ী নির্বাচন করতে সক্ষম হয়েছিলাম এবং তাদের হাতে ৪১ হাজার টাকা চ্যাম্পিয়ন প্রাইজ মানি প্রদান করা হয়েছিল এবং বাকি রানার্সআপ দল কে ১৫ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়েছিল।
স্কুল মাঠে সবুজ ঘাসের উপর বন্ধুদের সাথে ফুটবল টুর্নামেন্ট খেলা উপভোগ করতে আমার খুব বেশি ভালো লেগেছিল। চমৎকার এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমি আমার বাংলা ব্লগ পরিবারের কাছে তা হস্তান্তর করলাম। আশা করছি ফুটবল খেলার এই পুরো কার্যক্রম আপনাদের বেশ ভালো লেগেছে । উপভোগ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন।
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার
। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
: টাক্স
https://x.com/steemforfuture/status/1903262098895016245?t=ex99G6CBSxTBkM7WoUHI-w&s=19
PUSS Task এর বিষয়টিতে পরিবর্তন আনা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন ডিসকর্ডের Daily-Task চ্যালেনে যে লিংকগুলো দেয়া হবে সেগুলোকে রিএ্যাক্ট, কমেন্ট করতে হবে। সেখানে বিস্তারিত গাইড করা আছে, সেগুলো অবশ্যই পালনীয় কিউরেশনের ক্ষেত্রে।
জি, ধন্যবাদ সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য
Team Steem Peacocks 🦚
Congratulations! Your post has been upvoted through steemcurator07.অনেক অনেক ধন্যবাদ @animal-shelter ও দল ৭ কে আপনাদের মূল্যবান সাপোর্টের জন্য।