নিশ্চয়ই মিথ্যা আমাদের জন্য ভয়ংকর পরিস্থিতি তৈরি করে

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ ও স্টিমিয়ান বন্ধুরা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সব সময় সুস্থ সুন্দর ও ভালো থাকে এই কারণে সৃষ্টিকর্তার কাছে রইল প্রার্থনা।

আমি আজকে আপনাদের মাঝে একটি চরম বাস্তব বিষয় নিয়ে ব্লগ লেখার জন্য উপস্থিত হলাম। মিথ্যা আমাদের সমাজে একটি ভয়ংকর রূপরেখা তৈরি করে। আজকে আমি আপনাদের মাঝে মিথ্যা বলার কুফল সম্পর্কে একটি ছোট্ট ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। জানিনা কতটুকু লিখতে পারব তবে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এটি একটি উপকারী ব্লগ হিসেবে স্বীকৃতি পাবে।

man-7702933_1280.jpg
Original image source

মিথ্যা মানেই হলো আপনার মুখমণ্ডল কে আরও বেশি সুন্দর এবং সাদৃশ্য করে এই সমাজে ভালো হওয়ার একটা মিথ্যা প্রলোভন। এই সমাজে আমরা অনেক মানুষ আছি যারা সত্যকে পিছনে রেখে মিথ্যা কথা বলে মানুষের সামনে বড় হতে এবং ভালো সাজতে খুব বেশি পছন্দ করি।

সত্যটা যদি একটু বিদঘুটে প্রকৃতির হয়ে থাকে তাহলে আমরা সেই সত্যটাকে পিছনে লুকিয়ে রাখি এবং আমাদের মুখ দিয়ে যেমন আমরা ফুলের মতো পবিত্র কথা মিথ্যাকে এমনভাবে সাজিয়ে রাখি যে কোন ব্যক্তি তা বিশ্বাস করতে বাধ্য।

অর্থাৎ আমরা সত্যকে পিছনে রাখি এবং মিথ্যাকে এমন ভাবে উপস্থাপনা করি যেন ওই মিথ্যা কথাটাই আমাদের জন্য স্মরণ সত্য হয়ে দাঁড়ায়।

liar-7074360_1280.png
Source
human-8077902_1280.webp

SRC

আপনি মিথ্যা কথা বলে কিংবা মিথ্যা ওয়াদা কিংবা মিথ্যা বক্তব্য দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করবেন এবং মানুষ তা শুনে হাততালি দিবে। কিন্তু এই মিথ্যার ব্যাপারে যখন মানুষ জানতে পারবে এবং আপনার সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবে তখন কিন্তু আপনি সমাজে একজন প্রতারক এবং মিথ্যাবাদী ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাবেন।

কারণ একটা বিষয় আমাদের মনে রাখা উচিত যে মিথ্যা কখনোই চাপা রাখা যায় না। শত বছর, যুগ যুগান্তর পরেও সত্য একদিন না একদিন উন্মোচন হবে এটাই স্বাভাবিক। মিথ্যার আড়ালে কখনোই সত্যকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। আপনি যত বড়ই দক্ষ ব্যক্তি হয়ে থাকেন না কেন এবং যত কৌশল অবলম্বন করে মিথ্যা বলেন না কেন সেই মিথ্যা একদিন সমাজের সকলের কাছে প্রচার ও প্রসার ঘটবে এটাই স্বাভাবিক। তখন সমাজে আপনি একজন কলঙ্কিত ব্যক্তি হয়ে রূপ নেবেন।

photo-1582902244790-25a5ce0716f5.jpeg
Source

যদিও আমাদের সমাজটাকে আমরা বিনির্মাণ করেছি মিথ্যা দিয়ে। শত শত সত্যবাদী মানুষগুলো আজ কারাগারে বন্দী করে রেখেছে। এবং যারা মিথ্যা বলে এবং অধীনতা আমাদের মন জয় করতে পারে তাদেরকে আমরা আমাদের এই মহাবিশ্বের রাজ সিংহাসনে বসিয়ে রেখেছি।

যদিও সত্য একটু তিতা হয় তবে এর ফল কিন্তু অনেক সুমিষ্ট হয়ে থাকে। আর মিথ্যা যতই মিষ্টি মনে হোক না কেন এর পরবর্তী ফল কিন্তু অনেক ভয়াবহ রূপ নেয়।

আপনি একজন ব্যক্তিকে যেমন মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর যুগের পর যুগ কারাগারে বন্দী করে রেখেছেন, যদি ওই ব্যক্তি সত্যবাদী তবে তারপরেও মিথ্যা সাক্ষীর ফলে তাকে কারা ভোগ করতে হচ্ছে। মনে রাখবেন খুব শীঘ্রই আপনিও এই মিথ্যা সাক্ষী দেওয়ার কুফল ভোগ করতেই হবে। কারণ সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না।

মিথ্যাবাদী ব্যক্তি আমাদের সমাজে ভয়ংকর তুফান। সুতরাং আমি মনে করি আমাদের সকলকেই মিথ্যা থেকে দূরে থাকা উচিত এবং যারা মিথ্যা বলে তাদের থেকে শতশত গজ দূরে থাকা উচিত। ইনশাল্লাহ আমরা কখনোই মিথ্যা সাক্ষী দেব না এবং কখনো কারো ক্ষতি করার চেষ্টা করব না।

কারণ একটি মিথ্যা কথা সাজাতে গিয়ে আমাদেরকে আরো বেশি বেশি মিথ্যা বলে একটি মিথ্যা কথা ডাকতে হয়। সুতরাং যদিও সত্য বলে আপনার বিপদ আসে তবে তারপরে সত্য কথা বলুন।অন্তত সমাজের মানুষগুলোর কাছে আপনি ভালোবাসা পাবেন এবং পরকালে সত্যবাদী হওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছ থেকে পাবেন বড় পুরস্কার।

সৃষ্টিকর্তা আমাদের সকল প্রকার মিথ্যা এড়িয়ে চলার ক্ষমতা দিক এবং আমরা যেন সকলেই সত্য পথে চলতে পারি এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমার ব্লগ উপভোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

attention-297169_1280.webp

মিথ্যা কথা পরিহার করুন

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

প্রো ব্লগার

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64614.75
ETH 3444.80
USDT 1.00
SBD 2.55