অবহেলা ?? 10% পে- আউট ফর @shy-fox |||| @steem-for-future

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো @amarbanglablog ,

আশা করি সকলেই ভাল আছেন। সবাইকে রমজানুল মোবারক এর শুভেচ্ছা। সকলের সুস্থ এবং সুন্দর থাকুন সেই দোয়া এবং শুভকামনা রইল সকলের প্রতি। সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব অবহেলা যেটাকে ইগনোর বলে আমরা আখ্যায়িত করতে পারি।।
lazy-1458443__340.webp
Scr

মূল্যায়ন + ইগনোর

ignorance-582607__480.webp
Scr

পৃথিবীতে মানুষ চলাচল করে আসছে বহু বছর আগে থেকে। একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং শ্রদ্ধা জানিয়ে মানুষ দিনের পর দিন তাদের জীবনযাত্রা কে পার করে আসছে। তবে তাদের এই জীবনযাত্রার মানকে আরও উন্নত করতে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ করে। তাছাড়াও এই কাজগুলো করার মাধ্যম দিয়ে মানুষ যখন সফলতা অর্জন করে তখন তার থেকে নিচু স্থানে মানুষগুলোকে তখন সে ইগনোর অথবা অবহেলা করতে থাকে। আসলে অবহেলা জিনিসটা খুবই খারাপ। সর্বপ্রথম আপনি আশেপাশের মানুষ গুলোকে যদি অনেক অনেক ভালবেসে তাদের হৃদয় জয় করতে পারেন এবং কিছুদিন যদি পর আপনি আপনার কাংখিত স্থান থেকে ফিরে আসতে চান অর্থাৎ আপনি আপনার লেবেল পরিবর্তন হওয়ার কারণে তাদের কাছ থেকে দূরে আসতে চান সেটাকেই ইগনোর অথবা অবহেলা বলা যায়। অর্থাৎ প্রথমে ভালোবাসা এবং পরে অবহেলা। এটি আমাদের সমাজে সত্যিই খারাপ একটি অভ্যাস বলতে গেলে এটি আমাদের হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করে দেয় প্রতিনিয়ত।

আপনি চাইলে খুব ভালো মানের বন্ধুত্ব তৈরি করতে পারেন। তৈরি করতে পারেন মনের মত বন্ধুত্ব। তবে বন্ধুত্ব তৈরি করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার স্ট্যাটাস এবং যার সঙ্গে বন্ধুত্ব তৈরি করবেন তার সঙ্গে আপনার স্ট্যাটাস মিলবে কিনা বন্ধুত্ব তৈরি করার আগে সে বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।বন্ধুত্বের সম্পর্ক যখন মধুর হয়ে যাবে কিংবা আপনাদের সম্পর্ক যখন ঘন হয়ে যাবে তখন যদি সেখান থেকে আপনি চলে আসতে চান কিংবা আপনার সেই প্রিয় মানুষটাকে অবহেলা করেন এক্ষেত্রে সত্যিই চরম একটি হতাশাজনক বিষয় বলে আমি মনে করি।।

megalomania-3049551__480.jpg
Scr

আপনার এই সামান্য ভুলের কারণে হয়তোবা একটি মানুষের মনে অনেক বড় আঘাত পেতে পারে এমনকি সে ব্যক্তি আত্মহত্যার পর্যন্ত হতে পারে। আমি শুধু যে এখানে বন্ধুত্ব কিংবা খুব ভালো মানের বন্ধুর নির্বাচন করার কথা বলেছি আসলে বিষয়টি তেমন নয়। বিষয়টি অন্যান্য সচরাচর সকল বিষয়ের উপর সংঘটিত হতে পারে।

যেমন ধরুন আপনি কোন এক মানুষকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছেন কিংবা তাকে আপনার ভাললাগতে পারে। তবে আপনি তার সম্পর্কে না জেনেই তার ভাল লাগার বিষয়টি তাকে বলে দিলেন এবং তার সম্পর্কে না জেনে তার সাথে অনেক মধুর এবং ঘনিষ্ঠ একটি বন্ধুত্ব তৈরী করে ফেললেন।
এখন দেখা যাচ্ছে বেশ কিছুদিন পর আপনার স্ট্যাটাস কিংবা আপনি যাকে পছন্দ করেছিলেন সে ব্যক্তি আপনার মনের মত না কিংবা আপনার স্ট্যাটাস তার স্ট্যাটাস এর সাথে মিলানো সম্ভব নয়। এদিকে আপনি তাকে কোনোভাবেই আপনার সঙ্গ ছাড়তে বলতে পারছেন না। পূর্বের মত আপনার সেই প্রিয় মানুষ যখন আপনার কাছে এসে আপনার সাথে কথা বলতে চাই কিংবা আপনার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে চায় তখন আপনি তাকে অবহেলা করছেন প্রতিনিয়ত। আর এক্ষেত্রে দেখবেন এক সময় সেই মানুষটি আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে এবং তার মনটা এত ভাবেই ভেঙে যাবে যে সে কোন কূলকিনারা খুঁজে পাবেনা। বিষয়টি ঘটতে পারে আমাদের সমাজের বিভিন্ন পর্যায় থেকে।। সুতরাং ভালোবাসার পূর্বে আমাদের এই বিষয়টি সম্পর্কে অবশ্যই প্রত্যেককেই অবগত হওয়া উচিত এবং বন্ধুত্ব করার পূর্বে কিংবা খুব ভালো মানের সম্পর্ক তৈরি করার পূর্বে আমাদের সবকিছু জেনেশুনে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

অবহেলা অবহেলা অবহেলা

শব্দটি সত্যিই আমার কাছে কেমন জানি নিকৃষ্টমানের একটা শব্দ। সুতরাং আমাদের এই শব্দের ব্যবহার অবশ্যই কমাতে হবে এবং বিষয়টি আমি মনে করি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।

art-1839006__480.webp

Scr

অবশেষে একটি কথাই বলতে চাই আমাদের অবশ্যই উচিত মানুষকে ভালোবাসা। তবে ভালোবাসার পূর্বে অবশ্যই সে মানুষ সম্পর্কে যথাযথ তথ্য এবং তার স্ট্যাটাস এবং আপনার স্ট্যাটাস গুলো দেখে বন্ধুত্ব তৈরি করা। কেননা বন্ধুত্ব তৈরি করার পরে আবার এমন একটি বিষয় আপনার ভালো নাও লাগতে পারে এবং আপনি সেই বন্ধুত্ব ভেঙে ফেলতে পারেন না। কিংবা বন্ধুত্ব এত ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে আপনি যে বন্ধুত্ব রাখতে চাচ্ছেন না এবং সে বিষয়টি আপনি আপনার ব্যবহারই মাধ্যম দিয়ে তাকে জানিয়ে দিচ্ছেন এটাই হলো অবহেলা। সুতরাং আমাদের অবশ্যই সকলের প্রতি সকল প্রকার অবহেলা দূর করে সকলের তরে সকলে আমাদের ভালোবাসা বিলিয়ে দিতে পারলে আমরা প্রকৃত সার্থকতা অর্জন করতে পারব বলে আমি মনে করি।

পোস্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি

amarbanglablog update image.png

@amarbanglablog

শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য এ ব্লগ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9hrmo7HHjXhuejr1qDohdtJQsmCmKhy9HuRvHqMTJSKWVbMc2A7WQYb5wESGLzw3vN3PgJA2J.png

join us on discord server

regards

IMG_20210808_163639_mfnr.jpg

@steem-for-future

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই। আমাদের সকলের উচিত সকলের সঙ্গে মিলেমিশে চলা। কাউকে অবহেলা না করা। কাউকে প্রতিনিয়ত অবহেলা করতে থাকলে সে নিঃসঙ্গ বোধ করতে থাকে, নিজেকে ছোট মনে করে। সুন্দরভাবে পোষ্ট টি উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত আমাদের সুন্দর সুন্দর লেখা উপহার দিয়ে যাচ্ছেন। আপনার একটা জিনিস বেশি ভালো লাগে সেইটা হচ্ছে আপনার উপস্থাপন। আপনি লেখার বিষয়কে খুব সুন্দর ভাবে হাইলাইট করেন। অনেক ধন্যবাদ ভাই। আপনার লেখা চালিয়ে যান, পাশে আছি।

 2 years ago 

এই পৃথিবীতে সব কিছু সহ্য করা যায় কিন্তু অবহেলা টা কখনো সহ্য করা যায় না । অবহেলার মাধ্যমে অনেক কিছু হয়ে যায়।
আর আপনি সেই অবহেলা বিষয়টা নিয়ে আমাদের সাথে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই যুগ যুগ ধরে সবকিছুই পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হবে। তবে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে এবং কি শ্রদ্ধাভাজন হতে হবে। এবং ভালোবাসার প্রতীক হতে হবে, কারণ অবহেলা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। আপনি অসাধারণ ভাবে আপনার মনের ভাবগুলো ফুটিয়ে তুলেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62299.15
ETH 2428.96
USDT 1.00
SBD 2.65