কারো খেয়ে অসুখ,কারো না খেয়ে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের বর্তমান সমাজটা হয়ে গিয়েছে একেবারে পাহাড়ের চূড়ার সাথে যেনো পাতালের তফাৎ। অর্থাৎ এই কথাটা শুনে হয়তো অনেকেই ভালোভাবে বুঝতে পারছেন না যে, আমি আসলে কি বুঝাতে চাইছি। আমি আসলে যেটা বুঝাতে চাইছি। সেটা হচ্ছে, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ হয়ে গিয়েছে অসম্ভব বড়লোক। যাদের হয়তো নিজের সম্পদের ঠিকানাটাও নেই। অর্থাৎ একটা মানুষের কাছে কতোটা সম্পদ রয়েছে। সেটা হয়তো তারা নিজেরাও জানে না। আবার আরেক শ্রেণীর মানুষ রয়েছে। যারা দু মুঠো দুবেলা যে ভাত খাবে, সেটাও পারছে না।
যেমন আমি আমাদের রমজানের কথা যদি বলি। তাহলে রমজানের সময় আমরা টিভিতে দেখেছি যে কত কত কোটি কোটি টাকার ইফতারি প্রতিদিন বিক্রি হয় কিংবা অনেক ঘরে এতো বেশি ইফতারির আয়োজন হয় যে। তার এক ভাগও মানুষ খেয়ে শেষ করতে পারে না এবং সেসব সবগুলোই ফেলে দেওয়া হয়।
আবার আরেক দিকে চিত্র একেবারেই ভিন্ন। অর্থাৎ একটি সাংবাদিকের সাক্ষাৎকারে দেখেছি যে, একটি খুব নিম্নবিত্ত পরিবারে রমজানের প্রথম দিন বলে মুরগির মাংস কেনা হয়েছে এবং সে মুরগির মাংস খাওয়া হবে প্রায় তিন থেকে চারবেলা করে এবং তাতেও বাড়ির মহিলা মানুষেরা খাবে না। কারণ যদি মহিলা মানুষেরা খায়। তাহলে পুরুষ মানুষেরা কয়েক বেলা মুরগির মাংসটি খেতে পাবে না অর্থাৎ দ্রুত শেষ হয়ে যাবে সে কারণেই।
এইজন্যেই ব্যাপারটা লিখলাম যে, কেও কেও খেতে খেতে অসুস্থ হয়ে যাচ্ছে। আর কেও কেও না খেতে পেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সমাজের চিত্রটা মোটেও এমনটা হওয়া উচিত নয়। আমাদের সমাজের চিত্রটা হওয়া উচিত ছিলো এমন যে, আমরা সকলেই মিলে মিশে থাকছি, খাচ্ছি কিংবা আমরা একে অপরের কষ্ট বুঝতে পারছি কিন্তু আমাদের সমাজে সে সব কিছুই দেখা যাচ্ছে না।
হয়তো কেউ এতোটাই বেশি খাচ্ছে। যার কারণে তাদের পেটে সমস্যা হয়ে যাচ্ছে, কোরেস্টেরল বেড়ে যাচ্ছে কিংবা ইত্যাদি ইত্যাদি। আবার অন্যদিকে কেউ না খেতে পেয়ে রক্ত শূন্যতায় কিংবা বিভিন্ন অসুস্থতায় মারা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের তিক্ত সত্য কথা। যেটা হয়তো আমরা দেখেও না দেখার ভান করে থাকি।
বর্তমানে সমাজের এই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। ধনী পরিবারের লোকজন অতিরিক্ত খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ছে আর দরিদ্র পরিবারের লোকজন খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়ছে।
আসলে আমাদের দেশের বর্তমান অবস্থা হচ্ছে ধনী আরও ধনী হবে এবং গরীব আরও গরীব হবে। এমন গরীব হবে যে তিনবেলা খাবারও পাবে না। যাইহোক এটা ঠিক বলেছেন যে,ধনীরা ভালো ভালো খাবার খেয়ে খেয়ে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে ভুগছে,আবার গরীবরা খাবার না পেয়ে পুষ্টিহীনতায় ভুগছে। এতে করে বেশি বেশি অসুস্থ হচ্ছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।