ফলের ফটোগ্রাফি পোস্ট

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


ছবি তুলতে আমার কাছে এখন বেশ ভালো লাগে সময় সুযোগ পেলে এখন আমি ছবি তুল ি তবে বেশিরভাগ সময় আমার ছবি তোলার বিষয় থাকে গ্রাম বাংলার সৌন্দর্য আমি গ্রামের দিকে যখনই ঘুরতে যাই তখনই প্রচুর ছবি তুলি কারণ চারদিকে যেখানেই তাকায় সবই আমার কাছে সুন্দর মনে হয়। তবে আজকের পোষ্টের ছবিগুলো কিছুটা ভিন্ন রকমের। আজকে আপনাদের সাথে গ্রামের দিকে ঘুরতে গিয়ে তোলা কিছু ফলের ছবি শেয়ার করবো। যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG_20240517_072509.jpg

ছবিটাতে আপনারা একটি ডালিম দেখতে পাচ্ছেন। গ্রামে ঘুরতে গিয়ে একটা গাছে ডালিম ধরে থাকতে দেখেছিলাম। একটা সময় আমাদের দেশের গ্রামাঞ্চলের বেশিরভাগ বাড়িতেই ডালিম গাছ দেখা যেতো। কিন্তু কোনো এক অজানা কারণে এখন এই গাছটা প্রায় দেখা যায় না বললেই চলে। তবে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে দুটি ডালিম গাছ দেখতে পেয়েছিলাম। অনেকদিন পর ফল ধরা ডালিম গাছ দেখে আর ছবি তোলার লোভ সামলাতে পারিনি। তখনই এই ছবিটি তুলেছিলাম।

IMG_20240517_072650.jpg

এখন আপনারা ছবিতে একটি ভিন্নধর্মী আম দেখতে পাচ্ছেন। এটাকে বাংলায় সূর্য আম বলা হয়। তবে বেশিরভাগ মানুষ এটাকে মিয়াজাকি আম হিসেবে চেনে। জাপানের একটা বিখ্যাত জাতের আম এটি। যদিও আমাদের দেশেও এখন এই আম অনেক জায়গায় দেখা যাচ্ছে। এই আম কখনো খেয়ে দেখা হয়নি। খুব ইচ্ছা আছে একবার এই ধরনের আম খেয়ে দেখার।

IMG_20240517_072730_1.jpg

এই আমটা দেখে আমি প্রথমে ফজলি আম মনে করেছিলাম। যদিও ছবিতে দেখে আমটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তবে এই আমটা এখনো বড় হতে অনেক সময় লাগবে। এই আম বড় হলে নাকি দুই তিন কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। সম্ভবত এটা ব্রুনাই কিং জাতের আম। বাংলাদেশে এখন নানার জাতের আমের চাষ হয়ে থাকে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ নানা জাতের চারা সংগ্রহ করে এনে বাংলাদেশে সেই জাতের আম উৎপাদন করছে। আসলে আমাদের দেশের মাটি এতোই উর্বর যে যে কোনো ফল এই মাটিতে হয়।

IMG_20240517_073935.jpg

IMG_20240517_081053_1.jpg

উপরের ছবিতে আপনারা দুই ধরনের কলা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সবরি কলা। আর একটা হচ্ছে গাছে ধরে থাকা কাঁচা কলা। এই কলা গুলো অত্যন্ত পুষ্টিকর খাবার। সবরি কলাটা আমরা ফল হিসেবে খেয়ে থাকি। আর কাঁচা কলা আমাদের দেশে সবজি হিসেবে ব্যবহার করা হয়। কলা হচ্ছে এমন একটা ফল যেটা আমাদের প্রচুর পুষ্টির যোগান দেয়। তাছাড়া কলা সহজলভ্য এবং এটার দাম সবার আওতার ভিতরেই থাকে। যার ফলে আমাদের দেশের মানুষজন প্রচুর কলা খেয়ে থাকে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54523.93
ETH 2291.82
USDT 1.00
SBD 2.35