স্লিম মানেই অসুস্থ নয়!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের সমাজের খুব বিরক্তিকর একটি ব্যাপার হলো, কোন মানুষ যদি শারীরিকভাবে চিকন হয়। তাহলে তাতে প্রথমেই কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই বলা হয় যে, সে অসুস্থ। আসলে আমাদের সমাজে একটা কনসেপ্ট অনেক বেশি জোরালো। সেটা হচ্ছে কোনো মানুষ যদি শুকনা হয়। কোনো মানুষ যদি দেখতে চিকন হয়। কোনো মানুষের যদি ওজন কম হয়। তাহলে তাকে স্বাভাবিকভাবে অসুস্থ বলে ধরে নেওয়া হয় এবং তাকে নানা রকম টিটকারিও দেওয়া হয়।
আমরা নিজেরাও কিন্তু দেই।অর্থাৎ আমি নিজেকে এসবের বাইরে রাখছি না। যেমন কখনো না কখনো কোনো না কোনো বান্ধবীকে এটা বলা হয়েছে যে, তুই তো বাতাসে উড়ে যাবি কিংবা তোকে কি বাসায় কোনো খাওয়া-দাওয়া দেয় না কিংবা আরো নানা কিছু! আসলে আমরা এসব বলার সময় একটা বার ও ভেবে দেখি না যে। ওই মানুষটা কেমন লাগছে! কারণ মজা একবার করলে সেটা মজা লাগে। কিন্তু সেই মজা যদি প্রতিদিন করা হয়। তাহলে ব্যাপারটা অনেক বিরক্তিকর হয়ে যায়। আর যাদের শরীরের ওজন কম। তাদের প্রতিনিয়তাই এ কথাগুলো শুনতে হয়। এবং সে কারণে একটা সময় তাদের কাছে এসব বিরক্তিকর এবং অনেকটা ডিপ্রেশনের কারণ মনে হতে থাকে।
আমরা আসলে সাইন্টিফিক ভাবে মোটেও চিন্তা করি না যে একটা মানুষের শরীরের মাংস কম নাকি বেশি তা দিয়ে তার সুস্থতা বিচার করা যায় না। তার শরীরটা সুস্থ কিনা সেটা দিয়েই তার শরীরের সুস্থতা বিচার করা যায় এবং তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করছে কিনা। এসবের মাধ্যমেই তার সুস্থতা যাচাই করা যায় এবং তার খাওয়া দাওয়া, তার লাইফ স্টাইল সবকিছু মিলিয়েই তার সুস্থতা বিচার করা যায়। কিন্তু আমরা বাঙালি জাতি! এসবের কোনো ধার-ই ধারি না। আমরা সব সময় তাদেরকে টিটকারি মূলক কথা বলতে বেশি স্বাচ্ছন্দবোধ করি। যেটা বন্ধ করা উচিত।
কারণ আমাদেরকে কিন্তু তারা তাদের জন্য বেতনভুক্ত কর্মচারী রাখে না যে, সে অসুস্থ নাকি সুস্থ সেটা তাদেরকে বলার জন্য। তারা যদি অসুস্থ হয়, সেটাও তারা যেমন বুঝে নেবে। ঠিক তেমনটাই তারা সুস্থ কিনা, সেটাও তারা বুঝে নিবে আমাদের অহেতুক নাক গলানোর কোনো প্রয়োজন এই আমি দেখি না।
স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দান,তাই কারো শারীরিক গঠন নিয়ে বারবার খোঁচা দেওয়া ঠিক না। তাছাড়া একজন মানুষের সুস্থ থাকাটা জরুরী। স্লিম কিংবা মোটা থাকুক, এতে তেমন কিছু যায় আসে না। তাছাড়া কারো দুর্বলতা নিয়ে কখনোই হাসাহাসি করা উচিত না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।