Mechanical ময় CSE!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে বেশ কয়েকদিন ধরে আমি অসম্ভব প্যারার মধ্যে ছিলাম। আর ভাবলাম তা নিয়েই আপনাদের সাথে একটু কথা বলা যাক। আর এটাও ভাবলাম যে, কি পরিমান দুর্দশায় যে জীবন কাটছে। সেটা নিয়ে ও আপনাদের সাথে একটু শেয়ার করা যাক।
আমি একজন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর একজন স্টুডেন্ট এবং সেই হিসেবে অর্থাৎ আমার সাবজেক্ট হিসেবে কিন্তু, আমার এই যে সি এস ই এই বিষয়ক সাবজেক্ট গুলো বেশি পড়ার কথা তাই না? কিন্তু তা মোটেও হয় না। শেষ কয়েক দিন খুব বিরক্তির মধ্যে দিন কাটছে। আর তার একমাত্র কারণ হলো, আমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট এর চেয়ে বাইরের এতো এতো বেশি আজেবাজে সাবজেক্ট রয়েছে। যেটার কারণে আসলে খুব বেশি অস্বস্তিতে পরতে হয় এবং বিশেষ করে অনেক বেশি প্রেসার পরে যায়!
যেমন গতো কয়েক দিন ধরেই, আমি যে বিষয়টা নিয়ে রাত দিন পরেছিলাম। সেটা হচ্ছে মেকানিক্যাল এর ড্রইং। তাও আবার সফটওয়্যারে যেটা আমার জন্য করা অনেকটা দুর্বিষহ ছিলো। কারণ স্বাভাবিকভাবেই আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট নয়। তাই স্বাভাবিকভাবেই, সামান্য কিছুর চিত্র আঁকাটাই যেখানে আমার জন্য কষ্টকর। সেখানে আসলে সফটওয়্যার দিয়ে কোনো মেশিনারি জিনিসের চিত্র আঁকা অনেকটা অসম্ভব রকমের ব্যাপার।
মোটামুটি রাত-দিন এখন এমনভাবে মেকানিক্যাল এর পিছনে সময় দিতে হচ্ছে। যেনো মনে হচ্ছে যে আমি সিএসই এর স্টুডেন্ট নই। আমি মেকানিক্যাল এর একজন স্টুডেন্ট! তাহলে আপনারাই বুঝেন! কি পরিমান খারাপ অবস্থা। আর আমি সত্যিই বুঝি না যে, কেনো ডিপার্টমেন্টের মধ্যে এতো এতো বাইরের সাবজেক্ট দিয়ে রাখে। কারণ এইসব বাইরের সাবজেক্টের জন্য আমরা আমাদের আসল সাবজেক্ট গুলো পড়তে পারি না। আর আসল সাবজেক্টগুলোতেই আমাদের রেজাল্ট তখন খারাপ হয়ে যায়। যার কারণে আসলে এই বাইরের সাবজেক্টগুলো অবশ্যই কম দেওয়া উচিত। কিন্তু সেটা কেউ ই বুঝতে চায় না!