চুরি বিদ্যা বড় বিদ্যা?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এটা কিন্তু একেবারে সত্যি কথা। অর্থাৎ চুরি বিদ্যা বড় বিদ্যা। কিন্তু এর পরবর্তী বাক্যটি আমরা সবাই ভুলে যাই। অর্থাৎ চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরো ধরা। আর আমরা সব সময় এই চুরি করে ধরা পরার ব্যাপারটি বেমালুম ভুলে যাই এবং সে কারণেই কিন্তু মানুষ চুরি করে। কারণ চুরি করে আসলে খুব অল্প সময়ে অনেক বেশি কিছু আয় করা সম্ভব। যেটা হয়তো কষ্ট করে আয় করতে একটা মানুষের এক জীবনেও সম্ভব হয় না।

তাই অনেকে যখন আসলে চুরি করতে যায়। অর্থাৎ সেটা শুধুমাত্র কোনো জিনিস উঠিয়ে নেওয়াটাকে চুরি বলে না আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এমন কিছু চুরি দেখতে পাই। যেটাকে হয়তো সাধারণ অর্থে চুরি বলা যায় না। কিন্তু একটু ভালোভাবে খতিয়ে দেখতে গেলে, সেটা চুরির পর্যায়েই পরে। যেমন: কোনো কিছু মিথ্যে বলে আয় করা। যেটা আসলে আমার কাছে সবচেয়ে বড় চুরির মধ্যে অন্যতম মনে হয়।

আর একটা হাস্যকর ব্যাপার হলো, যারা চুরি করতে পারে। তাদের আসলে কলিজাটাও বোধহয় একটু বড় থাকে। কারণ আসলে চুরি করতে গেলে কি করে মানুষের ভয় লাগে না আমি মাঝেমধ্যে সেটাই চিন্তা করি। আর এটা থেকেই মনে হয় যে চুরি বিদ্যাটা সত্যিই বিশাল বড় একটি বিদ্যা এবং এটা যে খুব ভালোভাবে রপ্ত করে ফেলতে পারে তার জীবন সহজ হয়ে যায়, কিন্তু সেটা একটা মুহূর্ত পর্যন্ত।

হঠাৎ যেদিন সে ধরা পরে।সেদিন কিন্তু তার প্রতিটা চুরি একসাথে ধরা পরে এবং যেটা একটা মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আমাদের আসলে আমরা যতটুকু পারবো ততটুকু নিয়ে থাকাটাই ভালো। কারণ চুরি বিদ্যা সত্যিই বড় বিদ্যা, কিন্তু সেটা ধরা পরার আগ পর্যন্ত। আর একবার যদি কেউ ধরা পরে যায়। তাহলে তার পর পর প্রতিটা চুরি কিন্তু ধরা পরতে থাকে। অর্থাৎ বিগত দিনে সে যে যে অন্যায়গুলো করেছে। সেই প্রতিটা অন্যায় ই সামনে চলে আসে।
Sort:  
 2 months ago 

চুড়ি করা ও মানুষ কে ঠকিয়ে বড়ে হওয়ার মতো পাপ নেই।আপনি চমৎকার কথা তুলে ধরেছেন আজকের পোস্টে।সত্যি চুরি বিদ্যা বড়ো বিদ্যা যদি না পড়ো ধরা।ধরা পরলে এক সাথে সব শেষ আর ধরা না পড়লে তো ভীষণ ভালো চোরের জন্য। ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরো ধরা। এটি চরম বাস্তব সত্য একটা বিষয়। তবে আমাদের ছোট্ট এ জীবনে এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা উত্তম। চুরির বিষয়গুলো একদিন না একদিন ধরা পড়বে। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

চুরি করে বড় হওয়ার চেয়ে, রিকশা চালিয়ে তিনবেলা ডালভাত খাওয়ার মধ্যে অন্যরকম শান্তি রয়েছে। কারণ চুরি করে মানুষ ঠকানো খুবই খারাপ একটি কাজ। যে বা যারা চুরি করে মানুষ ঠকিয়ে থাকে, তাদের উপর আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তায়ালা তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়ে থাকেন। সুতরাং কখনোই এই ধরনের কর্মকান্ডে জড়ানো উচিত নয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62108.38
ETH 2582.55
USDT 1.00
SBD 2.57