কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়েলস ম্যাচের রিভিউ

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত ১৬ তারিখে আইপিএলের ৩১ নম্বর ম্যাচে কলকাতার নাইট রাইডার্স এর মুখোমুখি হয়েছিলো রাজস্থান রয়ালস। এসে জিতে রাজস্থান রয়েলস কলকাতা নাইট রাইডার্স কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ব্যাটিংয়ে নেমে কোলকাতার শুরুটা খুব একটা ভালো হয়নি। তিন ওভার তিন বলে মাত্র ২১ রানে তারা তাদের প্রথম উইকেট হারায়। এরপরে সুনীল নারায়ণের সাথে আংকৃশ রাঘুবংশী ৮৫ রানের দারুণ একটি পার্টনারশিপ উপহার দেন। সেটাও মাত্র সাত ওভারে। যার ফলে মাত্র ১০ ওভার চার বলে কলকাতা নাইট রাইডার্স ১০৬ রান তুলতে সমর্থ হয়। তারপর রঘুবংশী আউট হয়ে গেলে সুনীল নারায়ন একপাশ থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন। রঘুবংশী আউট হওয়ার পরে আর কোন ব্যাটসম্যানই তেমন উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেনি। অবশ্য শেষের দিকে রিঙ্কু সিং মাত্র নয় বলে ২২ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। আর এদিকে শুনীল নারায়ন ৫৬ বলে ১০৯ রান করে আউট হয়ে যান। ২০ ওভার শেষে কলকাতার নাইট রাইডার্সের স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ২২৩।

Screenshot_20240419_150902.jpg

স্ক্রিন শর্ট নেয়া হয়েছে Shvankar Mishra চ্যানেল থেকে

জবাবে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়েলস এর দুই ওপেনার জাইসওয়াল এবং জস বাটলার দুজনে ঝড়ো সূচনা এনে দেন। মাত্র ১.৫ ওভারে তারা বাইশ রান তুলতে সমর্থন হন। কিন্তু তারপরেই জাইসোয়ালের উইকেট হারিয়ে বসে রাজস্থান রয়েলস। তবে এক প্রান্ত থেকে যাইসওয়াল আউট হয়ে গেলেও জস বাটলার তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ইনিংস খেলতে থাকেন। অবশ্য জস বাটলার ছাড়া রাজস্থান রয়েলসের অন্য কোন ব্যাটসম্যানী তেমন বড়ো কোনো স্কোর করতে পারেননি। তবে বড় কোনো স্কোর করতে না পারলেও রিয়ান পরাগ এবং রোভমান পাওয়েল দুটি ছোট কিন্তু কার্যকরি ইনিংস খেলেন। রিয়ান পরাগ করেন ১৪ বলে ৩৪ এবং রোভমান করেন ১৩ বলে২৬ রান। আর অপর প্রান্তে জস বাটলার শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। অসাধারণ একটি ম্যাচ উইনিং ইনিংস খেলার জন্য জস বাটলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এই ম্যাচটি ছিল দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ একটি ম্যাচ। হাই স্কোরিং এই ম্যাচে দুটো অসাধারণ শতক দেখা গিয়েছে। প্রথমটি করেছেন কলকাতার সুনীল নারায়ণ। দ্বিতীয়টি করেছেন রাজস্থান রয়েলসের যশ বাটলার। আসলে এমন ইনিংস সবাই প্রত্যাশা করে। রীতিমতো একটা পয়সা উসুল ম্যাচ বলা যেতে পারে এটা কে। আশা করি সামনে আমরা আরো এই ধরনের ম্যাচ দেখতে পাবো।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66426.55
ETH 3459.91
USDT 1.00
SBD 2.62