বেকার জীবনের কষ্ট গুলো (১৩ তম পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কারণ কয়েক মাস চেষ্টা করার পরও যখন তার চাকরি হয় না সে তখন আবার আশা হারিয়ে ফেলে। এমনই একদিন হতাশ হয়ে রাজন হেঁটে হেঁটে বাড়িতে ফিরছিলো। হঠাৎ করে তার পাশ দিয়ে কয়েকটা ছেলে দৌড়ে চলে যায়। যাওয়ার সময় তাদের ভেতরে একজন একটা ব্যাগ রাজনের সামনে ছুড়ে ফেলে। রাজন কোন কিছু বুঝে ওঠার আগে দেখতে পায় ছেলেগুলির পিছনে কিছু পুলিশ দৌড়ে আসছে। সবাই চলে গেলে রাজন তার সামনে পড়ে থাকা ব্যাগটি উঠিয়ে দেখে তার ভেতরে কয়েকটা বক্সে প্রচুর সোনার অলংকার।

Black and Gold Fancy New Year Card_20240623_230344_0000.png

এতগুলো স্বর্ণালংকার একসাথে দেখে সে অবাক হয়ে যায়।রাজন তখন চিন্তা করতে থাকে এগুলো সম্ভবত কোনো ধনী মানুষ তার সন্তানের বিয়ের জন্য কিনেছে। সে এখন কিভাবে এই স্বর্ণগুলি ফেরত দেবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে। হঠাৎ করে তার মাথা একটি বুদ্ধি আসে। সে স্বর্ণের অলংকারের একটি বক্সের উপরে একটি কার্ড লাগানো দেখতে পায়। সেই কার্ডে যে দোকান থেকে সোনা কেনা হয়েছে সেই দোকানের ঠিকানা ছিলো। রাজন সেই স্বর্ণগুলো নিয়ে তখন সেই দোকানের উদ্দেশ্যে রওনা দেয়।


অবশ্য একবার সে চিন্তা করেছিলো স্বর্ণগুলো পুলিশের কাছে দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে তার মনে হোলো স্বর্ণগুলো পুলিশের কাছে দিলে এগুলো আর আসল মালিকের কাছে পৌঁছাবে না। তাই সে নিজেই স্বর্ণগুলো তার মালিকের কাছে পৌঁছে দেয়ার জন্য দোকানের উদ্দেশ্যে রওনা দিলো। সেই স্বর্ণের দোকানে পৌঁছে রাজন দোকানদারের কাছে সবকিছু খুলে বললো।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59106.19
ETH 2538.36
USDT 1.00
SBD 2.37