অল্প গাফিলতিতে মৃত্যু
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম যে আমার একটা বান্ধবী খুব অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পারি জমিয়ে ছিলো। আসলে সে একেবারে মৃত্যুবরণ করার মতোন অবস্থায় ছিলো না। হ্যাঁ, এটা ঠিক যে সৃষ্টিকর্তা যতোদিন যার হায়াত লিখে রেখেছেন। সে ঠিক ততোদিন ই বাঁচতে পারবে।
কিন্তু আমি আমার ওই বান্ধবীর মৃত্যু এখনো অব্দি মেনে নিতে পারি না। আপনাদের সাথে বিষয়টা আরেকটু বিস্তারিতভাবে শেয়ার করলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমার একজন বান্ধবী ছিলো এবং তার কাহিনীটি হলো। অর্থাৎ তার মৃত্যুর কারণটি হলো,তার তখন বিয়ে হয়েছিলো সবে। এবং সত্যি কথা বলতে তারা জামাই বউ একে অপরকে নিয়ে অনেক বেশি খুশি ছিলো। কারণ প্রায় ৭ বা ৮ বছরের সম্পর্ক যখন পূর্ণতা পায়। তখন তার চেয়ে আসলে ভালো কিছু আর কিছুই হতে পারে না।
তাদের দাম্পত্য জীবন খুব দারুণভাবে চলছিলো এবং অনেক বেশি আনন্দের কাজ ছিলো। কিন্তু হঠাৎ করে আমার সেই বান্ধবী কনসিভ করে এবং সে সেটা বুঝতেও পারে না। এবং পরবর্তীতে হঠাৎ যখন অসুস্থ হয়ে পরে। তখনও তারা কিছুটা গাফিলতি করেছিলো। অর্থাৎ সে যখন অতিরিক্ত বমি করা শুরু করেছিলো। তখনও তারা আসলে ভেবেছিলো যে, সেটা সাধারণ এবং এর পরে যখন তার ব্লিডিং শুরু হয়। সেটাকেও তারা সাধারণ হিসেবে ধরে নিয়েছিলো।
কিন্তু পরবর্তীতে যখন হসপিটালে নেওয়া হয়। তখন আসলে ডাক্তার তাদের জানায় যে, আমার ওই বান্ধবী কনসিভ করেছিলো এবং ওই বেবি টি জরায়ুতে না হয়ে অন্য এক জায়গায় হয়েছিলো এবং সেটা ব্লাস্ট করাতে তার আসলে এই অবস্থা এবং তার আসলে কিছুটা সময় পরে সে মৃত্যুবরণ করে। কারণ শেষ মুহূর্ত এও পর্যন্ত তার ব্লিডিং থামানো যায়নি এবং সে ধীরে ধীরে শকে চলে গিয়েছিলো এবং শেষ মুহূর্তে স্ট্রোক করে মারা গিয়েছিলো।
আসলে এই যে কন্সিবের ব্যাপারগুলো কিন্তু খুবই সেনসিটিভ। এইসব বিষয়গুলো নিয়ে যদি তারা এতোটা গাফিলতি যদি না করতো। তাহলে হয়তো ওই প্রাণটা বেঁচে যেতো এখনো। আসলে অনেক সময় আফসোস টাই আজীবন এর সঙ্গী হয়ে থেকে যায়!এইযে যেমন এখন আমার অবস্থা!