রাগের অপর নাম ক্ষতি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে রাগের অপর নাম ক্ষতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে এই পৃথিবীতে মানুষ তার অবনতির প্রধান কারণ হলো রাগ। কেননা রাগ একজন মানুষকে একদম উঁচু স্থান থেকে নিচু স্থানে নিয়ে আসতে পারে। আসলে আমার মনে হয় যে, রাগী মানুষ কখনো জীবনে উন্নতি লাভ করতে পারে না এবং জীবনের সকল ক্ষেত্রে তারা পরাজিত হয়। আসলে জীবনে জয়ী লাভ করতে হলে আমাদের অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। কেননা তারা ধৈর্য নিয়ে কাজ করে এবং সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে তারাই কিন্তু জীবনে উন্নতি লাভ করে। আসলে যারা রাগ করে বসে থাকে তারা কিন্তু সব কাজকর্ম থেকে পিছিয়ে যায় এবং তাদের দ্বারা ভালো কোন কাজ কখনো সম্পন্ন হয় না। আসলে রাগের বসে যদি মানুষ জীবনে কোন ক্ষতি করে বসে তাহলে এর ফল তাকে পরবর্তীতে ভোগ করতে হয়। কেননা রাগ মানুষকে সব সময় পিছনের দিকে টেনে রাখে।


ধরুন আপনি যদি রাগ করে খাবার খাওয়া বন্ধ করে দেন তাহলে এর ক্ষতি কিন্তু অন্য কারো কখনোই হবে না। কেননা ক্ষুধার জন্য আপনাকেই কষ্ট করতে হবে। আসলে আপনি যদি জীবনে সামনের দিকে এগোনোর জন্য কাজকর্ম না করেন এবং কোন একটা কাজ যদি একবার সম্পূর্ণ না হয় তাহলে আপনি যদি সেই কাজটি রাগ করে আর না করেন তাহলে সেই কাজটি আর কখনোই সম্পূর্ণ হবে না। আসলে প্রতিটা কাজ আপনাকে ধৈর্যের সাথে সবসময় করতে হবে। কেননা ধৈর্য ধরে আপনি যদি কোন কাজ কখনোই না করেন তাহলে সেই কাজ কখনো আপনার দ্বারা সম্পন্ন হবে না। আসলে রাগ মানুষকে সবসময় অন্যান্য মানুষের কাছে ছোট করে দেয় এবং রাগী মানুষকে কেউ কখনো কোনরূপ পছন্দ করেনা। কথায় আছে, আপনি রাগ করেছেন তো আপনি জীবনে হেরে গেছেন।


আসলে এই রাগের বশে মানুষ বিভিন্ন ধরনের ক্ষতি করে ফেলে জীবনে। ধরুন আপনি রাগ করে কোন একটা বড় ধরনের ক্ষতি করে ফেললেন এবং সেই ক্ষতির ফল অনেকটা বেশি খারাপ। আসলে এইসব ক্ষতি করার পর আপনি যদিও আপনার সেই রাগের খারাপ দিকটা বুঝতে পারলেও আপনি কিন্তু আর কখনো সেই শাস্তি থেকে ক্ষমা পাবেন না। অর্থাৎ রাগ করে কোন কিছুই কখনো করতে নেই। আসলে আপনার যখন কোন কিছুতে রাগ হয় তখন আপনি চুপচাপ বসে থাকবেন এবং নিজের মনকে শান্ত করার চেষ্টা করবেন। আসলে আপনি রাগ করে যদি কোন কিছু করতে যান তাহলে সবকিছুই আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে এবং কোন কিছু আপনি খুব সহজে সমাধান করতে পারবেন না। তাইতো কাজ করার আগে মনকে শান্ত করতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ করতে হয়।


তাই যারা রাগী লোক রয়েছে এই পৃথিবীতে তাদের জীবনের পরাজয় কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। আসলে রাগ করে যদি আপনি গাছ কেটে ফেলেন তাহলে সেই গাছের ফল কিন্তু আপনি কখনোই পাবেন না। আর এজন্য আমাদের সব সময় ধীরে সুস্থে সকল ধরনের কাজ করতে হবে এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে আমরা যদি সবাই মিলে রাগ বর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে এর ফলে আমরা যেমন জীবনে উন্নতি লাভ করতে পারব তেমনি একই সাথে আমরা আমাদের পরিবারের লোকজনের মুখে হাঁসি ফোটাতে পারবো। তাই সবাই অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে এবং কোন কাজে যদি একবার অসফল হই তাহলে পুনরায় সেই কাজটি মনোযোগ দিয়ে করতে হবে। আর কোন কিছুতেই কখনো রাগ করে বসে থাকলে চলবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

কথা গুলো একদম ঠিক বলেছেন কারণ রাগ মানুষকে জীবনে কিছু করতে দেই না সব সময়ে রাগ পিছনের দিকে টানে তাই রাগকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 94750.26
ETH 3276.79
USDT 1.00
SBD 3.15