সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের রিভিউ

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আইপিএলের ৩০ নম্বর ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে জিতে রয়েল চ্যালেঞ্জার্সের ক্যাপ্টেন বিরাট কোহলি বোলিং এর সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার রীতিমতো তান্ডব চালাতে থাকেন। মাত্র আট ওভারের ভেতরে তারা স্কোরবোর্ডে ১০০ রানের বেশি জড়ো করতে সমর্থন হন। ১০৮ রানে হায়দ্রাবাদের প্রথম উইকেটের পতন ঘটে। কিন্তু এক পাশ থেকে উইকেট পড়ে গেলেও আর একপাশ থেকে ট্রাভিস হেড তার স্ট্রোক প্লে চালু রাখেন। অভিষেক শর্মা ২২ বলে ৩৪ রান করে আউট হলে ট্রাভিস হেডের সাথে যোগ দেন হেনরিক ক্লাসেন। এদিন হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা সকলেই ছিল অত্যন্ত মারমুখি। মাত্র ১২ দশমিক তিন ওভারে হায়দ্রাবাদের স্কোর কার্ডে রান উঠে ১৬৫। এই ১৬৫ রানে হায়দ্রাবাদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। হায়দ্রাবাদের ওপেনার ট্রাভিস হেড মাত্র ৪১ বলে ১০০ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ক্লাসেন, মারকরাম এবং আব্দুল সামাদের তিনটি ঝোড়ো ইনিংসের সুবাদে হায়দ্রাবাদ ২০ ওভারে ২৮৭ রানের পাহাড় সমান স্কোর দাড় করায়। ক্লাসেন করেন ৩১ বলে ৬৭ রান, মারকরাম করেন ১৭ বলে ৩২ রান এবং আব্দুল সামাদ করেন ১০ বলে ৩৭ রান।

Screenshot_20240418_105538.jpg

স্ক্রিনশট নেয়া হয়েছে Muzammil TV থেকে

জবাবে ব্যাটিংয়ে নেমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনাররাও দারুন শুরু করেন। মাত্র ছয় ওভারে ক্যাপ্টেন বিরাট কোহলি ডুপ্লেসিস কে সাথে নিয়ে ৮০ রান তুলতে সমর্থ হন। কিন্তু ৮০ রানে বিরাট কোহলি আউট হয়ে গেলে তারপর থেকে ১২২ রান পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারায় বেঙ্গালুরু। মূলত এখানেই তারা ম্যাচ থেকে ছিটকে যায়। কিন্তু ম্যাচে পিছিয়ে পড়লেও সেখান থেকে দীনেশ কার্তিক দলকে টেনে তোলার চেষ্টা করেন। দীনেশ কার্তিক লারমারের সাথে ৫৯ রানের একটি দারুণ পার্টনারশিপ উপহার দেন। লারমার আউট হয়ে গেলে তারপর আনুজ রাওয়াতের সাথে ৬৩ রানের আরও একটি পার্টনারশিপ উপহার দেন। কিন্তু পাহাড়সম রান তাড়া করার জন্য এই চেষ্টাটাও যথেষ্ট ছিলো না। দীনেশ কার্তিক ৩৫ বলে ৮৩ রান করে ১৮.৫ ওভারে দলীয় ২৪৪ রানের সময় বিদায় নেন। শেষ পর্যন্ত রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা ২৫ রানে হেরে যায়। দুর্দান্ত একটি শতো রানের জন্য ট্রাভিস হেড ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এই ম্যাচটি ছিল এটি হাই স্কোরিং ম্যাচ। এই ধরনের ম্যাচ দর্শকরা খুবই উপভোগ করে। আশা করি পরবর্তীতে আরও এই ধরনের ম্যাচ দেখতে পাবো।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61497.04
ETH 2478.29
USDT 1.00
SBD 2.66