উদাসী সময়ের সবচেয়ে উপকারী টনিক কি?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে মন খুব উদাস থাকে। তখন কি যে করতে ইচ্ছে করে আর কি যে করতে ইচ্ছে করে না সেটা খুব ভালো করে আসলে মাথাতেই আসে না। অর্থাৎ জীবনের চলার পথে ব্যস্ততা পূর্ণ সময়ে চলতে চলতে একটা সময় এমন হয়ে ওঠে যে, মনটা যেনো খুব উদাসী হয়ে ওঠে। তখন পছন্দের কোনো কাজ আর পছন্দনীয় হয় না। তখন ভালো লাগার কোনো কাজ আর ভালো লাগে না। ভালোলাগার অনেক কাজ কিন্তু আমাদের থাকে। অর্থাৎ ধরুন কেউ ছবি আঁকতে খুব ভালোবাসে।

কিন্তু দেখবেন হুট করেই সে ছবি আঁকা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ জীবনের প্রতি পাতায় পাতায় আমরা এমন অনেক কিছুই ফেস করি। এই যে এতো কিছু আমরা ফেস করি, আমরা এতো কিছু সহ্য করি। এরপরেই আসলে আমাদের মনটা একটু একটু করে ভেঙে যেতে থাকে। হয়তো আমরা নিজেরা বুঝতে পারিনা কিংবা হয়তো বুঝতে পারি। কিন্তু আমরা নিজেদেরকে সেটা বুঝতে দিতে চাই না। ব্যাপারটা অনেকটা বলা যায় যে, আমরা নিজেদেরকেই নিজেদের কাছে লুকিয়ে রাখি। আমরা জানি যে আমরা ভালো নেই। কিন্তু তাও আমরা নিজেদের কাছে বারবার ভুল প্রমাণ করতে চাই যে, আমার ভালো আছি।

আজকে আমি তার উত্তর খুঁজতেই আপনাদের কাছে আসলাম। কারণ অনেক অনেক খুঁজেও আমি এই উত্তর পাইনি। অর্থাৎ খুব মন খারাপ থাকলে তখন মানুষের কি করা উচিত, যাতে এক লহমায় তার মন খারাপ ভালো হয়ে যায়। হয়তো এখন অনেকেই বলবে পছন্দের কাজ করতে। কিন্তু আপনাদের সাথে আমার কথার মিল হবে কিনা জানিনা। কিন্তু সত্যি কথা বলছি, আমার যখন মন খারাপ থাকে। তখন পছন্দের কাজগুলো করতেই সবচেয়ে বেশি বিরক্ত লাগে। এমন মুহূর্তগুলোতে মানুষ কি করে নিজের মন ভালো করে সত্যিই আমার জানা নেই। আপনাদের জানা আছে? কারন আমি নিজের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স যদি বলি। তাহলে মন খারাপ থাকলে আমার ভালো লাগার বিষয়গুলো বিষের মতোন লাগে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26