সাপের উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী(সত্য গল্প)
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বেশ কয়েকদিন আগে আমি যখন ফোনে আমার নানির সাথে কথা বলছিলাম। তখন তিনি একটা অদ্ভুত ঘটনা বললো। তো ভাবলাম যে আজকে সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে, ঘটনাটি সত্যিই অনেক অদ্ভুত।
বেশ কয়েকদিন আগে আমার নানিদের একটু সামনের পুকুরটিতে মাছ ধরার জন্য পানি সেঁচা হচ্ছিলো। অর্থাৎ পুকুরের সব পানি তুলে ফেলা হচ্ছিলো। কারণ সেখানে মাছ চাষ করা হয়েছিলো। যে কারণে প্রায় অনেক বেশি মাছ হয়েছিলো। আর ওই দীঘিটাতে সবসময় অনেক পানি থাকে। অর্থাৎ আমি প্রথমে পুকুর বলেছি। তবে সেটা পুকুর নয়, সেটা হচ্ছে অনেক বড় একটি দীঘি।
তখন যখন দিঘী থেকে পানি তুলে ফেলা হচ্ছিলো। তখন হুট করে দিঘির পাশের একটি বড় গাছের উপর থেকে অনেক মোটা একটা সাপ সেই দীঘির মধ্যে পরে।অর্থাৎ সাপটি যে ইচ্ছাকৃতভাবে দীঘির মধ্যে পরেছে তেমনটা ছিলো। না সাপটি হয়তো গাছের উপরে ছিলো। কোনো ভাবে পরে গিয়েছে।সাপটির দৈর্ঘ্যে যেমন অনেক বেশি লম্বা ছিলো। ঠিক তেমনটাই প্রস্থেও অনেক বেশি মোটা ছিলো। আর তাই গ্রামবাসী ভয়ে সেই সাপটিকে মেরে ফেলে।
এখন একটা অলৌকিক ব্যাপার হলো যে পরিবারের মানুষেরা সাপটিকে মেরেছে। রাত হতে হতে সেই পরিবারের দুটি বাচ্চার এতোটাই জ্বর উঠেছে যে, গ্রামের হসপিটালে জবাব দিয়ে দিয়েছে। অর্থাৎ তারা আর কিছু করতে পারবে না। তাই সেই দুটি বাচ্চাকে সাথে সাথে শহরে নিয়ে আসতে হয়েছে সেদিন রাতে।
আর বর্তমান পরিস্থিতি হলো, যে বাড়ির লোকেরা সাপটিকে মেরেছে। সেই বাড়িতে এখন আর কোনো মানুষ ই থাকতে পারছে না। কারণ ওই সাপটির যে সঙ্গী রয়েছে। সেটা সবাইকেই কামড়াতে চাইছে। এবং অলৌকিকভাবে তাকে একই সাথে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। যেটা সত্যিই বিশ্বাস করা খুব মুশকিল।
এখন ওই বাড়িতে কেউ থাকতে পারছে না। তাই তারা শহরে চলে এসেছে এবং ওই বাড়িটি মোটামুটি ওই আরেকটি সাপটি দখল করে রেখেছে। অর্থাৎ কেউই যেতে পারছে না। ওই বাড়ির লোকেরা অনেক রকমের ভালো ভালো সাপুড়ে এনেছে। কিন্তু কেউই সেই সাপটিকে তাড়াতে পারছে না । আপনারাই চিন্তা করুন, কি অদ্ভুত ঘটনা!
Sort: Trending
[-]
xpilar.witness (55) 6 days ago
আপনারা যেমন ধরে নিচ্ছেন একটি জবাব লাগাতে হচ্ছে। যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে, একজন মানুষ সালিশের চেষ্টা করেছে।