এক জনমে মিটলো না সাধ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে এক জনমে মিটলো না সাধ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমরা এমন এক পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যে পৃথিবীর সাধ আমাদের এক জনমে কখনো মিটবে না। আসলে এমন সুন্দর পৃথিবী আমার মনে হয় আর অন্য কোন গ্রহ নেই। আসলে এমন সবুজ পৃথিবীতে মনে হয় আমরা বারবার জন্মগ্রহণ করি। কারণ এই পৃথিবী আমাদের যতটা ভালবাসে এবং এই পৃথিবীর কাছ থেকে আমরা যতটা জিনিস পেয়েছি সেই সব জিনিস আমরা কখনো ভুলতে পারবো না। আসলে মানুষ প্রাচীনকাল থেকে এই পৃথিবীতে জীবন ধারণ করে আসছে। আসলে প্রাচীনকালে মানুষ জীবনধরনের জন্য বিভিন্ন ধরনের ফলমূল এবং পশু পাখি শিকার করে খেত। আসলে মানুষ এইসব ফলমূল এবং পশু পাখি প্রকৃতির কাছ থেকে পেতো। যদি প্রকৃতির না চাইতো আমাদের অস্তিত্ব কখনোই এই পৃথিবীতে থাকতো না। আসলে এমন দেশে জন্মগ্রহণ করে আমরা সত্যিই নিজেদেরকে গর্বিত মনে করি। আসলে এই পৃথিবীর গলিতে গলিতে রয়েছে বিভিন্ন ধরনের সৌন্দর্য।


আসলে আপনি এক জনমে কখনোই পৃথিবীর প্রতিটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। একটা জিনিস কি আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি পৃথিবীর কতটুকু জায়গায় বসবাস করছেন। আর এই পৃথিবীর বিশালতা কত বড়। এমন এমন জায়গা আছে এই পৃথিবীর যেখানে এখন পর্যন্ত মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। যদিও পৃথিবীর বিভিন্ন দুর্গম জায়গা মানুষ জয় করতে সক্ষম হয়েছে। এছাড়াও তারা সবসময় মনে করে যে এই পৃথিবীতে যেভাবে মানুষ সুখে শান্তিতে বসবাস করে আসছে এবং ভবিষ্যতে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। এমন গ্রহ আর আমাদের সৌরজগতের কোথাও নেই। আসলে অনেকেই আছে যারা পুরো পৃথিবীটাকে ঘুরে দেখার অনেক বেশি ইচ্ছা। আসলে সবার জীবনে এই ইচ্ছাটা কখনোই পূরণ হয় না। কেননা কারো কাছে টাকা থাকলেও তার জীবনের আয়ু অনেক কম থাকে।



আবার এই পৃথিবীতে এমন লোক আছে যাদের গড় আয়ু বেশি থাকে কিন্তু তাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ না থাকার জন্য তারা এই পৃথিবীটাকে তেমন বেশি ঘুরে দেখতে পারে না। আসলে আমরা যে স্থানে থাকি তার চারিপাশটাই সঠিকভাবে কখনো ভালোভাবে দেখে উঠতে পারি না। আসলে পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য পৃথিবীকে ঘুরে দেখার কোন মানে নেই। কারণ পৃথিবীর অলিতে গলিতে রয়েছে তার সৌন্দর্য। আর আমরা যদি এই সৌন্দর্য উপভোগ করতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আসলে সবাই চেষ্টা করি যে এই পৃথিবীর যাতে কোন ক্ষতি না হয় তেমন কোন কাজ আমরা কখনোই করব না। কিন্তু মানুষ দিন দিন এই পৃথিবীকে বিভিন্নভাবে দূষিত করছে। আসলে পৃথিবীর জলবায়ু এবং পরিবেশ যখন দূষিত হয়ে যাবে তখন পৃথিবী তার ভয়ানক রূপ ধারণ করবে।


আসলে আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের এই পৃথিবী যাতে কোন কারণে দূষিত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখব। আসলে পৃথিবীর সৌন্দর্য রক্ষার প্রধান দায়িত্ব কিন্তু আমাদের। আসলে আমাদের সাথে সাথে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে। আর আমরা সবসময় চেষ্টা করব এই পৃথিবীতে বসবাসকারী সকল উদ্ভিদ এবং প্রাণীর যত্ন নেওয়া এবং কোনোভাবে এসব উদ্ভিদ এবং প্রাণী বিনাশ করা যাবে না। আসলে আমরা চেষ্টা করলেই পৃথিবীকে স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারবো। আসলে এজন্যই আমরা এক জনমে এই পৃথিবীর সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারবোনা। আর এজন্য আমাদের এই পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করতে হবে তার সৌন্দর্য উপভোগ করার জন্য।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last month 

কথাগুলো পড়ে মনে হচ্ছিলো যেন আমার নিজেরই মনের কথা লিখেছেন।এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। বসবাস করতে করতে মায়া জন্মেছে। তাছাড়া এটাও ঠিক,টাকা থাকলে হয়তো সময় থাকে না আর সময় থাকলে টাকা থাকে না এজন্যই কারো পক্ষে পুরো পৃথিবী ঘুরে দেখা সম্ভব হয় না।তবে আমরা আমাদের আশেপাশের জায়গাগুলোতেও সৌন্দর্য খুঁজে পাব যদি আমরা তা বিবেচনা করি। খুব সুন্দর কিছু কথা লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55400.25
ETH 2294.55
USDT 1.00
SBD 2.33