মেধার বিকাশে সুস্থ সমাজ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মেধার বিকাশে সুস্থ সমাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


drawing-428383_1280.jpg



লিংক


আসলে আমাদের পৃথিবীতে যারা আজ উঁচু পর্যায়ে যেতে পেরেছে তারা কিন্তু সবাই কঠোর পরিশ্রমী এবং মেধাবী ছিলেন। কেননা যারা এই পৃথিবীতে কঠোর পরিশ্রম না করে তারা কিন্তু কখনো সাফল্য অর্জন করতে পারে না। আসলে আমার মনে হয় যে একটা সুস্থ সমাজে সুস্থ মেধার বিকাশ হতে পারে। আসলে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন তার প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে। আসলে একটা সামান্য উদাহরণ হিসেবে ধরা যায়। একটা শিশু যখন কোন একটা খারাপ পরিবেশের মধ্যে বড় হয় তখন কিন্তু সে পরিবেশের খারাপ জিনিসগুলো শিখতে থাকে এবং পরবর্তী জীবনের সেই জিনিসগুলো প্রতিফলিত করার চেষ্টা করে। আসলে এখানে কিন্তু সেই শিশুটির কোন দোষ নেই। এই দোষ সম্পূর্ণ আমাদের সমাজ ব্যবস্থার। অর্থাৎ তাদেরকে আমরা একটা সুস্থ সমাজ উপহার দিতে পারিনি।


আসলে মানব জীবন গঠনে সুস্থ সমাজের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা একটা সুস্থ সমাজ একটা শিশুকে সবসময় ভালোর দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আর এর ফলে সেসব শিশুরা দেশ এবং দশের জন্য সবসময় কাজ করে এবং জীবনে কখনো কোন ধরনের খারাপ কাজকর্মে জড়িত হয় না। আসলে এইসব সুস্থ সমাজে যেসব মেধাবী ছাত্ররা জন্মগ্রহণ করে তারা কিন্তু অনেক ভাগ্যবান। কেননা একজন মেধাবী ছাত্র যদি একটা খারাপ সমাজে জন্মগ্রহণ করে তাহলে সে তার মেধার বিকাশ কখনোই ঘটাতে পারে না। আর এই জন্য আমার মনে হয় একটা খারাপ সমাজে কখনো মেধাবী ছাত্ররা জীবনে বড় হতে পারে না। কিন্তু একটা ভালো সমাজে একজন খারাপ ছাত্র জীবনে বড় হওয়ার জন্য বিভিন্ন ধরনের ভালো শিক্ষা গ্রহণ করতে পারে।


আসলে সমাজ শিশুদের মেধাকে পরিস্ফুটনে সাহায্য করে। এজন্য ভালো সমাজে খারাপ ছাত্র জন্মগ্রহণ করেও কিন্তু তারা জীবনে অনেক বেশি সাফল অর্জন করতে পারে। আসলে আমাদের এই পৃথিবীতে সকল দেশ কিন্তু মেধার গুনোগান করে। অর্থাৎ যারা মেধাবী ছাত্র-ছাত্রী তাদেরকে কিন্তু সরকার সব সময় সাহায্য করে এবং তাদেরকে দেশের বিভিন্ন উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা দেশ সব সময় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। কেননা একজন মেধাবী ছাত্র যেভাবে একটা দেশকে পরিচালনা করতে পারবে ঠিক সেইভাবে অন্য কোন ব্যক্তিরা পরিচালনা করতে কখনোই পারবে না। আর এজন্য মেধাবী ছাত্রদের গুরুত্ব আমাদের সমাজে অনেক বেশি। আসলে এই মেধাবী হওয়ার পিছনে পুরো অবদানটা কিন্তু একটা ভালো সমাজের।


তাইতো আমাদের সব সময় সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সমাজে কোন প্রকার অবৈধ কার্যকলাপ করা যাবে না। কেননা সমাজকে যদি আমরা সুন্দর রাখি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো হবে এবং দেশের জন্য সব সময় কাজ করবে। আরে জন্য আমাদের বর্তমান যারা রয়েছে তাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হল সমাজকে বিভিন্ন অবৈধ কার্যকলাপ থেকে বিরত রাখা এবং সমাজে যদি কোন খারাপ কার্যকলাপ হয় তাহলে সেসব খারাপ লোকজনদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। আসলে আমরা যদি এভাবে সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলতে পারি তাহলে আমাদের সমাজটা কখনো খারাপ হবে না এবং এর ফলে আমাদের সমাজ আরো আধুনিকতার দিকে এগিয়ে যেতে শুরু করবে। আর এজন্য সবাই বলে যে একটা সুস্থ সমাজে একটা মেধাবী ছাত্র যদি বেড়ে উঠতে পারে তাহলে সে জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26