পাখিরা নীড় হারা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আগে ভোরবেলা ঘুম থেকে উঠলেই বাসার চারপাশে খুব মিষ্টি কিছু পাখির কিচিরমিচির শুনতে পেতাম। আর একটু বেলা পর্যন্ত ঘুমালেই কাচের গ্লাসে। অর্থাৎ জানালার গ্লাসগুলোতে পাখির আনাগোনা টের পেতাম। তারা এসে বসতো, পাখা ঝাপটাতো।ব্যাপারটাই যেনো এক অন্যরকম ব্যাপার। আর যদি একটু সুন্দর পরিবেশ হতো। অর্থাৎ ধরুন বসন্তের সময়টাতে, না গরম না ঠান্ডা। এমন একটা পরিবেশে বেশ নতুন নতুন কিছু পাখি দেখা পাওয়া যেতো।যে পাখিগুলো দেখলেই আসলে মনটা একেবারে ভরে যেতো। কিন্তু আজকাল আমি অন্তত সে সব পাখিগুলো মোটেও দেখিনা।

আচ্ছা আপনারা কি বলতে পারেন কেনো আমাদের দেশ থেকে দিনকে দিন এই পাখিগুলো হারিয়ে যাচ্ছে। কেনো এখন পাখি বলতেই আমরা শুধু কাককেই দেখতে পাই। আর কোনো পাখি চোখে পরে না। এই প্রশ্নগুলোর উত্তরটি কারো কাছে আছে?আসলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা সকলেই জানি। কিন্তু জেনেও, না জানার ভান করেই বেঁচে রয়েছি এই সমাজে।

আমরা কিন্তু সকলেই জানি যে পাখির বাসা হলো বিভিন্ন ধরনের গাছ-গাছালি। তারা বড় বড় গাছগুলোতেই খড়কুটো দিয়ে বাসা বানিয়ে থাকে।এখন আমরা যদি তাদের ঘর করা জায়গাগুলোই একেবারেই নিঃশেষ করে দিই। সেক্ষেত্রে তারা থাকবে কোথায়? বাঁচবে কি করে? আর ঠিক এটার জন্যই কিন্তু দিন দিন পাখির সংখ্যা কমে যাচ্ছে। কারণ তারা ঘর বাঁধার মতো জায়গায় পাচ্ছে না। আমরা শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থের জন্য পরিবেশের গাছগুলো সব কেটে সাফ করে দিচ্ছি।

এতে হয়তো আমাদের সাময়িক লাভ হচ্ছে এবং আমরা বেশ স্বাবলম্বী হতে পারছি। কিন্তু আমরা যে আমাদের সারা জীবনের জন্য এবং বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উত্তপ্ত পৃথিবী রেখে যাচ্ছি, সেটা আমরা কেউ টেরও পাচ্ছিনা। এই জন্যই কিন্তু পাখিরা নীড়হারা। আর আজকাল হুটহাট লোকালয় চলে আসে।কারণ তারা যেমন নীড় হারা, ঠিক গাছ নেই বলে তাদের খাওয়ার ব্যবস্থাটাও কিন্তু হচ্ছে না।
Sort:  
 2 months ago 

আসলেই এখন তো পাখিদের কিচির-মিচির শব্দ তেমন শোনা যায় না বললেই চলে। গাছপালা কেটে প্রকৃতিকে আমরা একেবারে ধ্বংস করে ফেলেছি। ছোটবেলায় দেখতাম গাছের মধ্যে কতো সুন্দর সুন্দর পাখির বাসা। সেসব এখন শুধুমাত্র স্মৃতি। আমরা এতটাই স্বার্থপর হয়ে গিয়েছি যে,নিজেদের লাভ ছাড়া কিছুই বুঝি না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আসলে আমরা নিজেদের স্বার্থসিদ্ধি হাসিলের জন্য বনভূমি উজাড় করতেছি, গাছ কাটতেছি। পাখিদের বসবাসের জায়গা হচ্ছে গাছ, অথচ বর্তমানে গাছের সংকট। গাছপালা না থাকা পাখিদের বাসস্থানের সমস্যা, তেমনিভাবে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, উত্তপ্ত হচ্ছে পরিবেশ। খুবই চমৎকার ভাবে আমাদের সামনে একটি বাস্তবসম্মত পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.031
BTC 61882.63
ETH 2581.51
USDT 1.00
SBD 2.56