ভালো হতে পয়সা লাগে না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো হতে পয়সা লাগে না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমরা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করি। এসব মানুষদের ভিতর কিছু কিছু মানুষ আছে ভালো এবং কিছু কিছু মানুষ আছে কখনোই ভালো না অর্থাৎ খারাপ প্রকৃতির লোক। আসলে ভালো খারাপ নিয়েই আমাদের পৃথিবী। আমাদের এই পৃথিবীতে আমরা সবসময় চেষ্টা করব যে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে সমাজে বিবেচিত করা এবং সব সময় ভালো কাজ করা। আসলে আমরা যদি ভালো কাজ না করি তাহলে লোকজন আমাদের কখনো ভালো বলবে না। আসলে আমার মনে হয় পৃথিবীর সৃষ্টির প্রথমে এইসব ভালো খারাপ ছিল না। অর্থাৎ তখনকার মানুষের এত ধরনের লোভ-লালসা কখনোই ছিল না। তখন মানুষ শুধুমাত্র বেঁচে থাকার জন্য লড়াই করতো এবং একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসতো। আসলে যত দিন যাচ্ছে মানুষের লোভের পরিমাণ তত বৃদ্ধি পাচ্ছে। আসলে এখন শুধুমাত্র মানুষ জীবন ধারণের প্রয়োজন টুকু হলে চলে না। মানুষ তার প্রয়োজন আরো দিন দিন দ্বিগুণ হারে বাড়িয়ে তুলছে।



আসলে মানুষ সব সময় চায় যে সমাজে তারা সব সময় উঁচু স্থানে থাকুক এবং সবাই তাদেরকে কদর করুক। আমার মনে হয় জীবনে অর্থ সম্পত্তি কিন্তু মানুষকে সমাজের উঁচু স্থানে পৌঁছে দিতে পারে না। কারণ আপনার কাছে প্রচুর টাকা থাকলেও আপনি কিন্তু সমাজে সবার দ্বারা সম্মান কখনোই পাবেন না। আর আপনি যদি একজন ভালো মনের মানুষ হন এবং আপনার টাকা পয়সার পরিমাণ কম থাকে তবুও কিন্তু আপনি সমাজের সবার কাছ থেকে সম্মান পেয়ে থাকবেন। আসলে সম্মান পেতে গেলে কখনো টাকা-পয়সার প্রয়োজন হয় না। জীবনে যারা ভালো মানুষ রয়েছে তাদেরকে সবাই মন থেকে ভালোবাসে এবং তারা যখন এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিয়ে নেয় তারপরেও কিন্তু মানুষ তাদেরকে সব সময় মনে রাখে। আসলে এই পৃথিবীতে যারা খারাপ মানুষ তারা কখনো অন্য মানুষের ভালো চায় না।

আসলে সেইসব মানুষগুলো সব সময় অন্যের ক্ষতি করতে ব্যস্ত থাকে এবং কি করে অন্যের কাছ থেকে তাদের ধনসম্পত্তি হাতিয়ে নেওয়া যায় সেইসব চেষ্টা করে। আসলে অন্যের কাছ থেকে জোরপূর্বক কোনো সম্পত্তি কেড়ে নিলেও কিন্তু জীবনে কখনো সুখে শান্তিতে বসবাস করা যায় না। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা অন্যায় পথ অবলম্বন করে প্রচুর টাকা পয়সার মালিক হয়েও কিন্তু তারা জীবনে কখনো সুখী হতে পারেনি। কারণ টাকা-পয়সা মানুষকে কখনো সুখ নিয়ে যেতে পারে না। এই পৃথিবীতে আমরা দেখতে পারি যে যেসব মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা রয়েছে অর্থাৎ তারা সমাজে খুব কষ্টে দিন যাপন করে এবং তারা তাদের মনুষ্যত্বকে কখনো বিসর্জন দেয় না। আর এইসব মানুষেরা জীবনের সৎ উপায় অবলম্বন করে কাজকর্ম করে এবং এই কাজকর্মের ফলে যতটুকু অর্থ উপার্জন করতে পারে ততটুকু অর্থ দিয়ে তারা ভালোভাবে তাদের সংসারটাকে চালিয়ে নেয় কোন ভাবে।



আসলে আমরা যদি এই পৃথিবীতে সবাই মিলে ভাল হতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে এই পৃথিবীটা স্বর্গ বলে মনে হবে। আসলে আমরা মনে করি যে স্বর্গেই নাকি সব থেকে সুখ থাকে। আসলে স্বর্গে সবসময় ভালো মানুষের স্থান হয়। আর নরকে স্থান হয় খারাপ মানুষের। আর আমরা যদি পৃথিবীতে সবাই মিলে ভাল হতে পারি তাহলে আমার মনে হয় স্বর্গ এই ধরিত্রীতে নেমে আসবে। আর এই জন্য আমরা সব সময় আমাদের লোভ-লালসাকে ত্যাগ করে একজন ভালো মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলবো এবং সমাজের সবার উপকার করার চেষ্টা করব। আর এজন্য অনেক মনীষীরা বলেন যে, ভালো হতে কখনোই পয়সা লাগে না। অর্থাৎ ভালো হতে একটি সুন্দর মন মানসিকতার দরকার হয়। আর এই সুন্দর মন মানসিকতা মানুষকে সারাজীবন বাঁচিয়ে রাখতে পারে এই পৃথিবীর মাঝে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last month 

ঠিক বলেছেন আপনি, আসলে যারা ভালো মন মানসিকতা নিয়ে সবসময় থাকে তাদের অন্যরাও সম্মান করে। সম্মান পেতে হলে টাকার প্রয়োজন হয় না। অনেক টাকাওয়ালা মানুষ আছে যারা মানুষের কাছে সম্মান পায় না, শুধুমাত্র তাদের দুর্ব্যবহার এবং অত্যাচারের কারণেও। সবারই উচিত মানবিকতা নিজের মাঝে লালন পালন করা। তাহলে এই সমাজ সুন্দর, দেশ সুন্দর, পৃথিবী সুন্দর। আর এর মাঝেই স্বর্গীয় সুখ বিদ্যমান থাকবে। আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো।

 last month 

আসলেই সবাই ভালো হতে পারলে পৃথিবী টা স্বর্গ মনে হবে।ভালো হতে পয়সা লাগে না লাগে সুন্দর মনমানসিকতার।ভালো লাগলো আপনার লেখা পড়ে।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56516.28
ETH 2315.44
USDT 1.00
SBD 2.34