ধর্মে কঠোরতা মানব সৃষ্ট!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

খেয়াল করে দেখবেন যে আমরা যখন কাউকে আসলে কোনো ধর্ম শিক্ষা দিতে যাই কিংবা এটা একটা আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে ,আমরা যখন আমাদের পরিবারের ছোটদের ধর্ম শিক্ষা দিতে যাই।তখন আমরা সেই ধর্ম শিক্ষাকে অনেক কঠিন ভাবে এবং সেই ধর্মকে এমন কঠিন ভাবে তাদের সামনে উপস্থাপন করি যে তারা প্রথমে ঘাবড়ে যায় এবং তারা এটাই চিন্তা করতে থাকে যে ,তারা কি করে এই ধর্ম পালন করবে। এটা যে আমাদের কতো বড় ভুল এটা আমরা নিজেরাই বুঝতে পারিনা। অর্থাৎ ধর্ম কিন্তু কঠিন কিছু নয়। ধর্ম হলো একটি সুন্দর জীবন ব্যবস্থা। তো আমরা যখন আসলে এই সুন্দর জীবন ব্যবস্থাটাকে মানুষের সামনে অনেক কঠোরভাবে উপস্থাপন করি। তখন কিন্তু সেটা সেই ধর্মের উপরেই অনেক খারাপ একটি প্রভাব ফেলে ।

ধর্মতে আসলে অনেক বেশি কথা কোনো নিয়ম দেওয়া হয়নি। হয়তো আমাদের কাছে কঠিন লাগে আর তার একমাত্র কারণ হলো আমাদের কাজ।অর্থাৎ কঠোর লাগার কারণ হলো আমরা ধর্মকে মানতে চাই না। আর তার চেয়েও বড় ব্যাপার হলো আমরা আসলে ভালো কাজগুলো করতে চাই না। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন কোনো খারাপ কাজ করতে দিলে আমাদের খুব একটা সমস্যা হয় না। কোনো ভাল কাজ করতে দিলে আমাদের অনেক সমস্যা হয়। ঠিক একইভাবে ধর্ম আসলে কঠোর নয় । কঠোর আসলে করে মানুষ জাতি। তাই আসলে আমার সকলের প্রতি তাই বলা যে ,ধর্মকে কখনোই অনেক কঠিন ভাবে অন্যকে শিক্ষা দেওয়া উচিত নয়। কারণ আমাদের ধর্ম হলো আমাদের জীবন ব্যবস্থা । এটি একটি আদর্শ জীবন ব্যবস্থা। তাই এটাকে খুব সাধারণভাবে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। যাতে সকলের মধ্যে ধর্মের জ্ঞান থাকে। কারণ ধর্ম মানেই হলো শান্তি।

ব্যাপারটি এখানে বলার কারণ হলো। আমি আমার পরিবারের অনেক জনকেই দেখেছি যে উনারা যেকোনো মানুষকে ধর্ম শিক্ষা দেন ,যেটা খুব ভালো। কিন্তু সেই ধর্মকে এমনভাবে শিক্ষা দেন এবং এমন জটিল ভাবে বোঝান যে সেই মানুষ প্রথমেই ঘাবড়ে যায় এবং এটাই ভাবতে থাকে যে ,আসলে এই ধর্ম পালন করা অনেক কঠিন। আমি এ কথাটি তাই বললাম ,আমাদের ধর্মকে সবসময় যতো সহজ ভাবে আমরা পৌঁছে দিতে পারবো ততোই মঙ্গল ।


ABB.gif

Sort:  

@steem-articles, আপনার আজকের লেখাটি খুবই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছে! ধর্মের সহজ ও সুন্দর রূপটি তুলে ধরার আপনার প্রয়াস প্রশংসার যোগ্য। বিশেষ করে, যখন আপনি বলছেন যে "ধর্ম কঠিন কিছু নয়, ধর্ম হলো একটি সুন্দর জীবন ব্যবস্থা" - এই কথাটি মন ছুঁয়ে যায়।

আমি মনে করি আপনার এই লেখাটি অনেককেই তাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে সাহায্য করবে এবং অন্যদের কাছে ধর্মকে সহজভাবে উপস্থাপনে উৎসাহিত করবে। আপনার লেখার মাধ্যমে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

আপনাকে অনুরোধ করবো, এই বিষয়ে আরও লিখুন এবং আপনার চিন্তা ভাবনা আমাদের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত এবং আলোচনার জন্য আমরা অপেক্ষা করছি!

 8 days ago 

কিছু মানুষ প্রত্যেকটা ক্ষেত্রেই অনেক বেশি বাড়াবাড়ি করে বিশেষ করে সেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে। যখন ছোট বাচ্চারা শৈশবে ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য মক্তবে কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে যায় তখন সেটাকে কঠিনভাবে দেখা হয় যার ফলে বাচ্চাদের মাথায় কঠিন রকমের প্রভাব পড়ে। এরকম ধারণা গুলি আমাদের বর্জন করা উচিত।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.034
BTC 108915.32
ETH 3861.81
USDT 1.00
SBD 0.62