দশের লাঠি একের বোঝা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা আজকাল এমন একটা জাতিতে তৈরি হয়েছে, যে জাতি একা একা সবকিছু করতে ভালোবাসে। অর্থাৎ অন্যের সাহায্য নেওয়া কিংবা অন্যকে সাহায্য করা কোনোটাই খুব একটা পছন্দ করে না। যার কারণে আসলে আমাদের সামাজিক সমস্যা বলি কিংবা আমাদের দেশের সমস্যা বলি, সবটাই দিন দিন বেড়ে যাচ্ছে। আর আমাদের ব্যক্তিগত সমস্যা যদি বলি। তাহলে তো তা হয়তো লেখায় বলে শেষ করা যাবে না। কারণ আগে আমরা মানুষকে ভালবাসতাম এবং তাদের সাথে নিজেদের সমস্যাগুলো শেয়ার করার চেষ্টা করতাম।

কারন আমরা ভুলে যাচ্ছি যে দশের লাঠি একের বোঝা। সব সময় যদি দশটা লাঠিকে একসাথে করা হয়, তবে তাকে ভাঙাটা সহজ নয়। কিন্তু যদি সেখানে একটা লাঠি থাকে। তাহলে তাকে খুব সহজেই ভেঙে ফেলা যায় এবং আমাদের কাছে কারোরই এই গল্পটা নতুন নয়।

কিন্তু আমরা সত্যিটা জানা সত্ত্বেও তা মানতে চাই না। তাই সব সময় চেষ্টা করবেন টিম ওয়ার্ক করার এবং সবাই মিলে সুন্দরভাবে সেই কাজটি সম্পন্ন করার। তাহলে দেখবেন আপনি একা করলে যতোটা না সুন্দর হতো অনেকে মিলে করলে কাজটার সৌন্দর্য ই বলি কিংবা আউটপুট বলি দুটোই অসম্ভব ভালো হবে। কারণ দিনশেষে এই উক্তিটাই সবচেয়ে সত্যি কথা। হ্যাঁ, হয়তোবা অনেক কাজ রয়েছে। যেগুলো একজনের একারই করতে হয়। কিন্তু যেই কাজগুলো যৌথভাবে করা উচিত। সেই কাজগুলো কখনোই একা করা উচিত নয়। এমন কি জীবনে মানুষ একা চলতেও পারে না।

তাই আমাদের সব সময় যৌথ ব্যাপারটা মাথায় রাখা উচিত। যেমন সিঙ্গেল ফ্যামিলি যতটা কষ্ট করে তাদের সন্তানকে মানুষ করে। একটা সন্তান ঠিক ওইভাবে যৌথ পরিবারেও মানুষ হয়। কিন্তু তার চেয়ে হাজার গুণ ভালোভাবে হয়।কারণ যৌথ পরিবারের অনেক মানুষ থাকে, সেই বাচ্চাটাকে প্রটেক্ট করার জন্য এবং সেই বাচ্চাটাকে সুশিক্ষা দেওয়ার জন্য। যেটা একটা সিঙ্গেল ফ্যামিলিতে খুব একটা হয় না,কারণ সময়ের অভাব!তাহলে বুঝতেই পারছেন যে মিলিতভাবে কাজ করা কিংবা মিলিতভাবে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ!
Sort:  
 last month 

একসময় সবার মুখে মুখে শুনতাম মানুষ সামাজিক জীব এবং মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে। কিন্তু এখনকার চিত্র আসলেই অন্য রকম। এখনকার মানুষ বেশি মানুষের সাথে থাকতে চায় না। তাইতো একক পরিবার অহরহ দেখা যায়। এমনকি কোনো কাজের জন্য প্রয়োজন পরলেও কাউকে ডাকে না। তাইতো কিছু কিছু কাজে চরমভাবে ব্যর্থ হয়ে যায়। আসলে সম্মিলিত ভাবে কোনো কাজ করলে সফলতা অর্জন করার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66541.28
ETH 3559.45
USDT 1.00
SBD 3.05