"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কাপ কেকের মান্ডালা আর্ট করেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।
আর্ট করতে যা যা লাগবে:
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- কালো জেল পেন
- পেন্সিল কম্পাস
- স্কেল
- পেন্সিল কাটার

ধাপ - ১
- প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল দিয়ে কিছু দাগ দিয়ে দিলাম ।
ধাপ - ২
- এরপর একটি বাটির মতো করে নিলাম। এবং ভিতরে কিছু দাগ দিয়ে দিলাম।
ধাপ - ৩
- এরপর আমি কেকের উপরের লেয়ারগুলো আর্ট করে নিলাম।
ধাপ - ৪
- এরপর আমি লেয়ারের উপরে একটি চেরি ফল আর্ট করে নিলাম। তারপর পেন্সিলের দাগের উপরের কালো জেল পেন দিয়ে পুরোটা আর্ট করে নিলাম।
ধাপ - ৫
- এরপর আমি রাবার দিয়ে পেন্সিলের দাগ গুলো মুছেপরিষ্কার করে নিলাম।
ধাপ - ৬
- এরপর এরপর আমি পুরো আর্ট এর ভেতরে চিকন করে দাগ দিয়ে দিলাম। কেকের উপরের অংশে কিছু সুন্দর ডিজাইন করে নিলাম।
ধাপ - ৭
- এরপর পর আমি আরশ কিছু সুন্দর ডিজাইন করে নিলাম।
ধাপ - ৮
- পুরো কেকটা খুব সুন্দর করে ডিজাইন করে নিলাম।
ধাপ - ৯
*এরপর আমি কেকের নিচে দুইপাশে কিছু দাগ দিয়ে দিলাম। এবং নিজের নামটা লিখে নিলাম।
শেষ ধাপ
- আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট ধৈর্য সহকারে সুন্দর করে সম্পূর্ণ করলাম।



আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗
ওয়াও অনেক সুন্দর একটি কাপ কেকের ম্যান্ডেলা আর করলেন। আমার কাছে ম্যান্ডেলার গুলো দেখতে বেশি ভালো লাগে। কারণ ম্যান্ডেলা আর্ট এর মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করা হয়। আপনি তো দেখছি অনেক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করেছেন। দেখতেও বেশ ভালো লাগতেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://mobile.twitter.com/Shifa96616076/status/1526287774915383296
আপনার এই আটটি চমৎকার হয়েছে আপু। দেখে মুগ্ধ হয়ে গেলাম। মান্ডালার ডিজাইন আপনি এত সুন্দরভাবে সম্পন্ন করেছে তা মুগ্ধ করার মতোই। বলতে হয় আপনার সবগুলো আর্ট অসাধারণ হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর আর্ট করার জন্য শুভকামনা রইল।
আপু আপনি বরাবরই খুব সুন্দর ম্যান্ডেলা আঁকেন।আজকের কাপ কেক ম্যান্ডেলাটাও বেশ সুন্দর হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। ম্যান্ডেলার প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ
আপনার কাছ থেকে মান্ডালা চিত্র অংকন টি বেশ দারুন এবং কি আকর্ষণীয় লাগছে। অসাধারণ অংকন করেন আপনি। আপনার মান্ডালা অংকন গুলো দেখতেও বেশ দারুন লাগে। আমাদের সাথে এত সুন্দর একটা মান্ডালা আর্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
আপু আপনি আজকে চমৎকার ভাবে একটি কাপ কেকের মান্ডালা আর্ট করছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
একটি কাপ কেকের দারুন মেন্ডালা একেছেন আপনি মেন্ডালা আকার জন্য অনেকটা সময় প্রয়োজন হয় এবং দক্ষতা লাগে আপনার যা আছে ধন্যবাদ আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করার জন্য।
কাপ কেকের মান্ডালা আর্ট অনেক দারুন ছিল,আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন দেখছি। আর্টের প্রতিটা ধাপ খুবই সুন্দর করে আমাদের মাঝে হাজির করছেন সাথে খুবিই সুন্দর বর্ননা দিছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
সত্যি বলতে এধরনের অসাধারণ শিল্পকর্ম আপনাদের দ্বারাই সম্ভব।
আজকের অংকনটি জাষ্ট অসাধারণ ❣️
ভীষণ ভালো লাগলো ☺️
দোয়া রইল এগিয়ে যান বহুদূর।
বাহ আপু,খুবই সুন্দর একটি মান্ডালা চিএ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।একটি কাপ কেকের ম্যান্ডেলার চিত্রটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই নিখুঁত এবং দক্ষতার সাথে এই ম্যান্ডেলার চিত্রটি অঙ্কন করেছেন।আপু, আমি ম্যান্ডেলার চিত্র অঙ্কন করতে পারি না তবে আপনাদের অংকন গুলো দেখলে আমি চিন্তা করি আপনারা কিভাবে এত সুন্দর করে ম্যান্ডেলার চিত্রগুলো অংকন করেন। ধন্যবাদ আপু,এত সুন্দর একটি ম্যান্ডালোর চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।।