প্রথমবারের মতো আমার মেট্রোরেলে ওঠার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে মেট্রোরেলে ওঠার অনুভূতি শেয়ার করব। কিছুদিন আগে পরিবারের সবাই মিলে ঢাকা মিরপুরে খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে আসার সময় মেট্রোরেলে করে উত্তরায় এসেছিলাম। মেট্রোরেলে উঠে আমার সত্যিই খুব ভালো লেগেছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমরা মিরপুর পল্লবী থেকে উত্তরায় পৌঁছে গেলাম। যেখানে মিরপুর থেকে উত্তরায় আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগার কথা সেখানে আমরা মেট্রোরেলে করে ১০ থেকে১৫ মিনিটের ভিতরে পৌঁছে গেলাম সত্যিই এটা খুবই দ্রুতগামী ট্রেন। আবার মেট্রোরেলের ভাড়াটাও তুলনামূলক অনেকটাই কম। মেট্রোরেলের স্টেশন গুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টিকিট কাউন্টারে কোন লোক নেই মেশিনের মাধ্যমে টিকেট কাটা হয়। মেট্রোরেলের ভেতরটাও খুব সুন্দর। যাত্রীদের বসার ব্যবস্থা খুব সুন্দর ভাবে করা হয়েছে। সবদিক থেকে আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। মেট্রোরেলে ওঠার পর সত্যিই অন্যরকম একটি অনুভূতি হয়েছে যা বলে বোঝানো যাবে না। তবে মেট্রোরেলটা যদি শুধু ঢাকা শহরে না হয়ে সারা বাংলাদেশে হতো তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। কারন আমাদের দেশের রাস্তাঘাটের যানজটের কথা মনে হলে আর কোথাও যেতে ইচ্ছে করে না। মেট্রোরেলে ওঠার পর সত্যিই আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম।

তাহলে চলুন দেখা যাক

1683384372107.jpg

  • এখানে আমি মিরপুর পল্লবী স্টেশনে কিছু ছবি তুলে নিলাম।

20230503_095107.jpg

20230503_095139.jpg

20230503_095223.jpg

  • মিরপুর পল্লবী মেট্রোরেলের স্টেশনের টিকেট বিক্রয় মেশিনের কিছু ছবি তুলে নিলাম। এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করে একপাশে টাকা দেওয়া হয় আরেক পাশ দিয়ে টিকেট বের হয় খুব সুন্দর একটি সিস্টেম।

20230503_095314_mfnr.jpg

20230503_095506_mfnr.jpg

20230503_095457_mfnr.jpg

  • টিকেটটা হাতে নিয়ে আমরা এস্কেলেটর করে তিন তলায় উঠে গেলাম।

20230503_095645_mfnr.jpg

20230503_095558_mfnr.jpg

20230503_095827.jpg

  • মিরপুর পল্লবী স্টেশনের ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমি স্টেশনের কিছু ছবি তুলে নিলাম। স্টেশনে দাঁড়িয়ে আমার ছেলে মেয়েও কিছু ছবি তুলে নিলাম। মেট্রোরেল স্টেশনটা সত্যিই খুব সুন্দর।

20230503_095708.jpg

20230503_095729.jpg

20230503_095744.jpg

20230503_100044.jpg

  • কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই মেট্রোরেল চলে আসলো। প্রথমে আমার ছেলে একটু ভয় পেয়েছে। তারপর মেট্রোরেল এসে থামার পর খুব সুন্দর করে মেট্রোরেল এবং স্টেশনে দরজা একসাথে খুলে গেল। এবং আমরা আস্তে আস্তে করে সবাই মেট্রোলের ভেতর ঢুকে পড়লাম। তারপর আমরা সবাই সিটে বসে পড়লাম। মেট্রোরেলের প্রত্যেকটা সিস্টেম খুবই আধুনিক আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে দেখে। মেট্রোরেলের ভেতর অনেকটাই জায়গা এবং খুব সুন্দর বসার ব্যবস্থা এবং পুরো মেট্রোরেলের ভেতরে এসি লাগানো যাত্রীদের জন্য সব রকম সুযোগ-সুবিধা আছে মেট্রোরেলে।

20230503_095719.jpg

20230503_101041.jpg

20230503_100604.jpg

IMG-20230506-WA0004.jpg

20230503_100412.jpg

  • মেট্রোলের ভেতর থেকে বাহিরের দিকে তাকিয়ে ঢাকা শহর টা দেখতে খুবই সুন্দর লাগছিল। কারণ মেট্রোরেল টা তো অনেক উপরে তাই উপর থেকে দেখতে ঢাকা শহরটা সত্যিই অনেক সুন্দর লাগছে। তাই আমি মেট্রোরেলের ভেতর থেকে বাহিরের দিকে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম।

20230503_100514.jpg

20230503_100905.jpg

20230503_100924.jpg

  • তারপর অল্প কিছুক্ষণের ভেতর আমরা পৌঁছে গেলাম উত্তরা স্টেশনে মেট্রোরেলের সবগুলো স্টেশনে খুবই সুন্দর। তাই উত্তরা স্টেশনে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম।

20230503_101234_mfnr.jpg

20230503_101411.jpg

20230503_101400.jpg

20230503_101551.jpg

  • এই ছিল আমার আজকের পোষ্ট আশাকরি আমার আজকের পোষ্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।

মিরপুর পল্লবী মেট্রোরেল স্টেশন : লোকেশন

উত্তরা মেট্রোরেল স্টেশন : লোকেশন

ফটোগ্রাফার : @sshifa

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  
 2 years ago 

বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে বোঝা যাচ্ছে। আপনার কাটানো এত সুন্দর একটা মুহূর্ত পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন আপনি। প্রথমবারের মতো আপনার মেট্রোরেলে উঠার অনুভূতি পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। ভালোই লিখেছেন সম্পূর্ণটা ‌‌।

 last year 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রথমেই বলছি আপনার মুহূর্তটা বেশ উপভোগ করলাম আপু। তবে আপনার একটা কথা সঙ্গে সহমত পোষণ করছি, মেট্রোরেলটা যদি সারাদেশেই হতো তাহলে বেশ ভালোই উপকার হতো সকলের জন্য। যদিও এটা কাল্পনিক চিন্তা, তবে মনে মনে ভাবতে তো অসুবিধা নেই।

 last year 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আসলে মেট্রোরেলে ওঠার অনুভূতিটাই অন্যরকম। আমিও উঠেছিলাম মেট্রোরেলে বেশি এনজয় করেছি জার্নিটা। আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে আপনার ছেলে মেয়ে সহ আপনারা বেশ ভালো সময় কাটিয়েছেন মেট্রোরেলে। আপনার মেয়ে তো ভীষণ খুশি, কিন্তু ছেলেটা একটু আপসেট হয়ে আছে। যাইহোক আপু আপনাকে ধন্যবাদ মেট্র তে কাটানো সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

প্রথমবারের মতো আপনার মেট্রোরেলে ওঠার অনুভূতির পোস্টটি পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনার মুহূর্তটা খুবই ভালো ছিল আপনি খুবই সুন্দর ভাবে মুহূর্তটি উপভোগ করেছিলেন যা আপনার পোস্টটি পড়েই আমি বুঝতে পারলাম। আপনার কাটানো এত সুন্দর একটা মুহূর্ত আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।

 last year 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

আসলেই মেট্রো ট্রেনে ওঠার অনুভূতি অসাধারণ। আমি এখনো উঠেনি তাই আমার ইচ্ছাটা অনেক বেশি। যাইহোক পরিবারের সবার সাথে নিয়ে এই অনুভূতির উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

আসলেই রাস্তা দিয়ে ট্রাফিক জ্যাম পার করে কোথাও যেতে অনেক সময় লেগে যায়। কিন্তু এই মেট্রো রেলের কারণে আশা করা যায় যাত্রীদের অনেক সুবিধায় হচ্ছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বুঝতে পারলাম মেট্রো রেলের পরিবেশটা বেশ সুন্দর। সারাদেশে যদি এই সুবিধা থাকতো তাহলে অনেক ভালো হতো। ইনশা-আল্লাহ সারাদেশে এক সময় এই সুযোগ সুবিধা টা পাওয়া যাবে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

এক দেড় ঘণ্টার রাস্তা ১০-১৫ মিনিটে চলে এসেছিলেন জেনে ভালো লাগলো।মেট্রোরেলের কল্যাণেই এতটা সহজ হয়েছে।পরিবারসহ খালার বাসা থেকে আসতে আপনার প্রথম মেট্রোরেল ভ্রমণ হয়ে গেল পরিবারের সাথে।উত্তরা স্টেশনে দাড়িয়ে বেশ কয়েকটি ছবি তুলেছিলেন আপনারা।সুন্দর লাগছে সবাইকে ছবিতে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89142.81
ETH 3374.76
USDT 1.00
SBD 3.04