DIY : ক্রিসমাস সপ্তাহ : ক্রিসমাস উৎসব উপলক্ষে স্যান্টা-ক্লজের মান্ডালা চিত্রাংকন

in আমার বাংলা ব্লগ4 years ago

১০% পে-আউট 'লাজুক খ্যাক'এর জন্য

হ্যালো বন্ধুরা, 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি ক্রিসমাস উৎসব উপলক্ষে স্যান্টাক্লজের একটি মান্ডালা চিত্রাংকন করেছি। ক্রিসমাস উপলক্ষ্যে দাদা যে ড্রাই ইভেন্ট এর আয়োজন করেছে আজকে আমি এতে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আর আমার পক্ষ থেকে সবার জন্য বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করছি আমার আজকের স্যান্টাক্লজের মান্ডালা চিত্রাংকনটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার আজকের চিত্রাঙ্কনের প্রতিটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন শুরু করা যাক।


20211225_200926.jpg


আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • পেন্সিল কাটার
  • রাবার
  • স্কেল
  • কালো জেল পেন

20211116_215011.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর স্যান্টাক্লজ এর মাথার অংশ আর্ট করলাম। তারপর সান্টা-ক্লজের মাথার টুপির কিছুটা অংশ এবং চোখগুলো আর্ট করলাম।
20211225_151748.jpg20211225_151858.jpg
20211225_152650.jpg

ধাপ - ২

  • এরপর সান্টা-ক্লজের গোপ এবং মুখের কিছুটা অংশ আর্ট করলাম।
20211225_153308_mfnr.jpg20211225_153626.jpg

ধাপ - ৩

  • এরপর স্যান্টাক্লজ এর মাথার টুপি নিচের অংশটি আর্ট করলাম। তারপর সান্টা-ক্লজের দাড়ি আর্ট করে নিলাম।
20211225_154828.jpg20211225_154902.jpg
20211225_155436.jpg

ধাপ - ৪

  • এরপর সান্টা-ক্লজের শরীরের কিছুটা অংশ এবং একটি হাত এবং হাতের উপরে একটি গিফট বক্স আর্ট করে নিলাম।
20211225_160959.jpg20211225_161003.jpg
20211225_161812.jpg

ধাপ - ৫

  • এরপর সান্টা-ক্লজের শরীরের পুরো অংশ এবং আরেকটি হাত এবং দুটো পা আর পায়ের মধ্যে জুতা আর্ট করে নিলাম। এভাবেই আমি পেন্সিল দিয়ে আর্ট করা শেষ করলাম।
20211225_161921.jpg20211225_162009.jpg
20211225_164536.jpg20211225_165601.jpg

ধাপ - ৬

  • এরপর আমি পেন্সিলের দাগের উপর কাল জেল পেন দিয়ে আর্ট করে নিলাম। তারপর একটু গারো করে আর্ট করে নিলাম। এরপর পেন্সিলের দাগ গুলো মুছে নিলাম। এরপর স্যান্টাক্লজ এর দুই পাশে কিছু চাঁদ-তারা সুন্দর ডিজাইন করে নিলাম।
20211225_201807.jpg20211225_201706.jpg

ধাপ - ৭

  • এরপর আমি স্যান্টাক্লজ এর মাথার টুপিটার মধ্যে সুন্দর কিছু ডিজাইন করে নিলাম। তারপর গিফট বক্স এর মধ্যে আরো সুন্দর কিছু ডিজাইন করে নিলাম।
20211225_201551.jpg
20211225_184949.jpg20211225_184953.jpg

ধাপ - ৮

  • এরপর আমি সান্টা-ক্লজের গায়ের জামা টার মধ্যে সুন্দর সুন্দর কিছু ডিজাইন করে নিলাম।এরপর আমি সান্টা-ক্লজের পায়জামার মধ্যে আরো কিছু সুন্দর ডিজাইন করে নিলাম। এবার জুতা গুলোর মধ্যে সুন্দর কিছু ডিজাইন করে নিলাম
20211225_191326.jpg20211225_193711.jpg

ধাপ - ৯

  • এরপর আমি স্যান্টাক্লজ এর পাশে ইংলিশে মেরি ক্রিসমাস লিখে নিলাম।

20211225_201402.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট সুন্দর করে সম্পূর্ণ করলাম।

20211225_200926.jpg

20211225_201236.jpg

20211225_201024.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗

Sort:  
 4 years ago 
ক্রিসমাস উপলক্ষ্যে সান্টাক্লজের ম্যান্ডেলা চিত্র দারুণভাবে অঙ্কন করেছেন আপনি। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনারা চিত্র আমার বরাবরই খুবই ভালো লাগে। এটাও তার ব্যতিক্রম নয়। আপনার জন্য শুভকামনা রইল
 4 years ago 

ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ক্রিস্টমাস এর শুভেচ্ছা আপনাকে।

ক্রিস্টমাস উপলক্ষ্য খুব দারহ্ন একটি সান্তা ক্লজ এর চিত্র অংকন করেছেন আপনি খুবই সুন্দর হয়েছে।ধাপ গুলোও বেশ গুছিয়ে করেছেন শুভ কামনা রইলো।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রথমেই আপনাকে জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা, আপনি খুব সুন্দর করে সেন্টা ক্লুজোএর মেন্ডেলা একেছেন, আপনার জন্য শুভকামনা আপু💗💗💗🌼🌼🌼

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আপনার আজকের চিত্র অঙ্কন একদমই অনবদ্য আর অন্য রকম হয়েছে 👌
ম্যান্ডেলা অংকন বেশ কঠিন জিনিস কিন্তু কত সহজেই করে ফেলেন আমি তো অবাক চোখে তাকিয়ে থাকি।
অনেক অনেক শুভকামনা রইল 🥀
এগিয়ে যান ✨

 4 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

পাকা হাত আপনার, আঁচড় গুলো মাপা মাপা ছিল। সুন্দর।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

স্বাগতম

 4 years ago 

দারুন হয়েছে বেশ কঠিন একটি সান্তা ক্লজ এর মন্ডালা ছবি এঁকেছেন। ছবিটি অংকন করতে বেশ সময় লেগেছে বোঝা যায়। ধন্যবাদ

 4 years ago 

আসলেই ভাইয়া এই চিত্রাংকনটি করতে অনেক সময় লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ক্রিসমাস উৎসব উপলক্ষে স্যান্টা-ক্লজের মান্ডালা চিত্রাংকন দারুন হয়েছে আপু দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো

 4 years ago 

আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ভাইয়া ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ক্রিসমাস উপলক্ষ্যে এখন পর্যন্ত অনেক স্যান্টাক্লজ দেখলাম। কিন্তু স্যান্টাক্লজ এর ম্যান্ডেলা এঁকে আপনি একেবারে অন্যরকম ভাবে চমকে দিয়েছেন। এটি যে কারও মাথায় চিন্তা আসবেনা। আপনার সবগুলো ম্যান্ডেলা অংকন আমার কাছে অনেক ভালো লাগে। আজকের স্যান্টাক্লজ এর মেন্ডেলা তো একেবারে অসাধারণ লেগেছে যা বলার বাইরে। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করে তৈরি করেছেন যা খুবই সময় সাপেক্ষ। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে ক্রিসমাস উপলক্ষ্যে এত সুন্দর একটি স্যান্টাক্লজ এর ম্যান্ডেলা এঁকে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপু আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

দিদি সত্যি বলছি আমি মুগ্ধ হয়ে গেছি আর্ট টি দেখে। মুখটা এত সুন্দর হয়েছে। একদম হাসিতে ভরানো। সত্যিই তো আমরা এমন কাউকেই সবসময় কল্পনা করি স্যান্টাক্লজ হিসেবে। এত সময় নিয়ে গুছিয়ে যে কাজটি করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 4 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আপনি খুবই সুন্দর চিত্রাঙ্কন করেছেন। ক্রিসমাসের জন্য উত্তম উপহার আমাদের জন্য। আপনি প্রতিটি স্টেপ খুবই সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে ধন্যবাদ সুন্দর চিত্রটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.037
BTC 106530.83
ETH 3616.79
USDT 1.00
SBD 0.55